ধর্ম পালনে সন্তানকে বাবার বাধ্যবাধকত।

লিখেছেন লিখেছেন মিজবাহ ২০ জুলাই, ২০১৩, ০৪:৩৪:০৫ রাত

কানাডার এক পরিবারের ঘঠনা। বাবা প্রতিদিন বাসায় ফেরে ছেলেকে পীড়াপিড়ি করে নামাজ পড়ার জন্য,কোরআন পড়ার জন্য আর সুন্দর সুন্দর কাজ করার জন্য কিন্তু ছেলে বার বার বাবার অর্ডারকে পরিত্যাগ করে ফলে তাদের মধ্যে অসুন্দর সম্পর্ক গড়ে উঠতে থাকে!! এদিকে মা বেচারির মন ভীষন খারাপ। শেষে উপায়ন্তর না দেখে এক স্কলালের কাছে গিয়ে সব বল্লেন। উনি জিজ্ঞেস করলেন ছেলের বাবা নামাজ-কোরআন পড়ে কিনা এবং সুন্দর কাজ তাঁর মাধ্যমে করা হয় কিনা।মা বল্লেন "না" !!! স্কলার বল্লেন তাহলে আপনার ছেলের কাছ থেকে কী আশা করতে পারেন।

মা-বাবা যদি ধর্ম-কর্ম করতেন তবে অনেক সময় ছেলে-মেয়েকে বলা লাগেনা, তারা দেখেই ধর্ম-কর্ম করবে।

বাবা ধুমপায়ী আর ছেলেকে ধুমপানের অপকারীতা বুঝালে কাজ হবে??!!

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File