ফরজ বাদ দিয়ে ইফতারে সময় ব্যয়:
লিখেছেন লিখেছেন মিজবাহ ১৯ জুলাই, ২০১৩, ০২:১৪:২৮ রাত
আজ সকালে আমার এক ডেনিস কলিগের সাথে রমজান নিয়ে কথা হচ্ছিল কারণ আমি রোজা রাখি তা সবাই জানে। একপর্যায়ে জিজ্ঞেস করলো:
কলিগ: তোমরা নাকি প্রতিদিন সন্ধ্যায় পার্টি করো?
আমি: যেমন
কলিগ: এই যে আমার বাসার এলাকায়(নরেব্রু-মুসলিম অধ্যুষিত এলাকা) প্রতিদিন দেখি ।
আমি: হয়তো বা কারণ আমি তো দেখিনি।
কথা না বাড়িয়ে সবাই কাজে ব্যস্ত হয়ে গেলাম।
কাজ করছি আর মনের মধ্যে তার ঐ প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করছি। আসলেতো তাই, আমরা রমজানের আসল শিক্ষা থেকে বহু দূরে সরে গেছি... অনেক প্রকার ইফতার মেনু না হলে আমাদের শান্তি নেই। ইফতার আয়োজনে ব্যস্ত থাকতে গিয়ে আসরের সালাত বাদ দেয়া থেকে শুরু করে অন্যান্য ইবাদত নিজের অজান্তে ভুলে যাই অনেক সময় সঠিক সময়ে ইফতার করা হয়না আর পেট ভরে খেতে খেতে ক্লান্ত হয়ে মাগরীবের আর এশার সালাত ও বাদ পড়ে যায়।
রমজান থেকে কি আমরা কোন কিছু শিক্ষা নিতে পারছি?
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন