আমরা ইসলামকে কতটুকু মানি?

লিখেছেন লিখেছেন আলমপুরের জুয়েল ০৯ এপ্রিল, ২০১৩, ০৩:১৫:৪২ দুপুর

--আপনি আল্লাহকে মানেন?

--কি যে বলেন ভাই, আমি তো মুসলিম। আল্লাহকে না মানার প্রশ্নই ঊঠেনা।

-- আল্লাহ যে মহাজ্ঞানী এটা মানেন।

-- হা এটাও মানি।

--কুরআন যে সত্য এটা মানেন।

--হা মানি তো। মুসলিম হিসেবে এটা অবশ্যই মানি।

-- ইসলাম কে পূর্নাংগ জীবন ব্যবস্থা হিসেবে মানেন?

-- হা মানি। আল্লাহ ই তো বলেছেন, "আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম"

--রাস্ট্রকে কিভাবে চালাতে হবে এটা কি ইসলামে আছে??

-- হা অবশ্যই আছে। বললাম তো ইসলাম পূর্নাংগ জীবন ব্যবস্থা।

--আচ্ছা, আপনি মুসলমান, আল্লাহকে মানেন, আল্লাহ যে মহাজ্ঞানী এটা মানেন, ইসলাম যে পূর্নাংগ জীবন ব্যবস্থা এটাও মানেন। তাহলে ইসলামিক পথে দেশ চালাতে অসুবিধা কোথায়??

--এটা মধ্যযুগীয় ব্যবস্থা।

--দুই রকম কথা বলেন কেন?? হয় আপনাকে স্বীকার করতে হবে, আল্লাহ মহাজ্ঞানী নতুবা বলতে হবে আমি এটা বিশ্বাস করি না।

-- আরে বাবা আমি তো আগেই স্বীকার করেছি আল্লাহ মহাজ্ঞানী।

--আল্লাহ যদি মহাজ্ঞানী হয় তাহলে আল্লাহ কি এমন ব্যবস্থা করে রাখবেন, যাতে আমরা এই যুগে ইসলামিক পথে চলতে পারবনা????

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File