মনব জীবন
লিখেছেন লিখেছেন মির হামিদ ২৫ মার্চ, ২০১৩, ০২:৫১:২৬ দুপুর
কষ্ট কিংবা সুখ- জীবনকে টেনে অন্তিমের দিকে নিয়ে যেতেই হবে। রাস্তার পাশে যে লোককটা রোগ-ক্ষুধার যন্ত্রনা নিয়ে পরে আছে সেও তার জীবনটাকে টেনে নিতে বাধ্য। আর যারা অট্টালিকায় থাকে তারা এই ভেবে শান্তি (মজা) পায় যে আমি কত শ্রেষ্ঠ! সে তখন নিজের যোগ্যতা নিয়ে গর্বিত হতেই পারে। মাঝে মাঝে কিছু দান করে পরম সুখে তার গর্বের মাত্রা কিছুটা বাড়বে এতে দোষের কী আছে?
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন