পাগলে কী না বলে
লিখেছেন লিখেছেন মির হামিদ ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:৩৫:৩৮ দুপুর
সেদিন সন্ধ্যার কিছু পর শাহবাগ এলাকা থেকে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশ দিয়ে একটু পলাশীর দিকে এগুতেই দেখলাম একজন পাগল দাঁড়িয়ে আছে। পরণে ময়লা টি শার্ট আর প্যান্ট। লম্বা চুল আর দাড়িতে জট ধরে আসছে। একটি কুকুরকে দেখলাম তার সামনে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করলো। প্রথমে দেখলাম পাত্তা দিতে চাইলো না। কিন্তু যখন বেশি বিরক্ত করতে লাগলো তখন পাগলটি এই বলে কুকুরকে তাড়া করলোযে," এই কুত্তা গেলি! তুইওতো শালা মানুষের মত শুরু করলি।" আমি প্রথমে থতমত খেলেও পরক্ষণে এই বলে চলে এলাম যে,"পাগলে কী না বলে।"
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন