মুষ্টিমেয় কয়েক হাজার নাস্তিক , ইসলাম বিরোধী শক্তির কাছে দেশের ৯০% মুসলমান এইভাবে জিম্মি থাকতে পারেনা । না ! না ! না !
লিখেছেন লিখেছেন আমি সত্যের পক্ষে ২০ মার্চ, ২০১৩, ০১:২৫:০৩ রাত
আফসুস ! মুসলিম প্রধান এই দেশে কোটি কোটি টাকার বিনিময়ে শাহরুখ খানদের এনে বেহায়্যাপনার আয়োজন করে মন্ত্রি মহোদয় মাটিতে বসে অনুষ্ঠান দেখতে পারে কিন্তু বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েককে বিনামুল্যে আসার অনুমতি দিতে গেলে সরকারের হাঁপানি উঠে যায় !
তারই ধারাবাহিকতায় ওইপার থেকে উলঙ্গপনা ইমপোর্ট করে বিভিন্ন প্যাকেজের তালে ‘ হায়াহীন ‘ অনুষ্ঠানের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উঠতি বয়সি তরুণ-তরুণীদের মাঝে ‘ পিউর শইতানি বিনোদন ‘ ছড়িয়ে দিচ্ছে , যাতে তারা ইসলাম চর্চা থেকে নিজেদের দূরে রেখে আল্লাহ’র হুকুম-আহকাম মানার ক্ষেত্রে গাফিলতি করে । যার দরুন সমাজে আজ লিভ টুগেদার-ধর্ষণ-পরকিয়া-তালাক-পরিবারে অশান্তিসহ ব্যভিচারের ছড়াছড়ি !
আজ সংবিধান থেকে “বিছমিল্লাহ” বাদ , “রাষ্ট্র ধর্ম ইসলাম” বাদ , “আল্লাহ উপর আস্থা” বাদ , পর্দার ব্যাপারে জোরপূর্বক কড়াকড়ি , এমনকি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা চুনোপুঁটি নাস্তিকগুলোও রাসুল(স) নিয়ে কুটুক্তি করার দুঃসাহস দেখায় !
আজ আমাদের ঈমান এতোই দুর্বল হয়ে পড়ছে যার দরুন আমরা রাসুল(স) এর বিরুদ্ধে ব্যঙ্গাত্তক কথা শোনার পড়েও চুপ থাকি , একের পর এক ইসলাম নিয়ে অবমাননাকর ঘটনা ঘটে গেলেও আমরা নিরুপায় হয়ে থাকার অভিনয় করি ।
ভুলে গেলে ভুল হবে ,
দুনিয়ার সাফল্য মাত্রই ক্ষণস্থায়ী দুনিয়াবি সাফল্য , আসল সাফল্য হচ্ছে আখেরাতের চিরস্থায়ী ” মহা সাফল্য ” এবং প্রত্যেককে তার নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে ।
মুষ্টিমেয় কয়েক হাজার নাস্তিক , ইসলাম বিরোধী শক্তির কাছে দেশের ৯০% মুসলমান এইভাবে জিম্মি থাকতে পারেনা । না ! না ! না !
আফসুস ! মুসলিম প্রধান এই দেশে কোটি কোটি টাকার বিনিময়ে শাহরুখ খানদের এনে বেহায়্যাপনার আয়োজন করে মন্ত্রি মহোদয় মাটিতে বসে অনুষ্ঠান দেখতে পারে কিন্তু বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েককে বিনামুল্যে আসার অনুমতি দিতে গেলে সরকারের হাঁপানি উঠে যায় !
তারই ধারাবাহিকতায় ওইপার থেকে উলঙ্গপনা ইমপোর্ট করে বিভিন্ন প্যাকেজের তালে ' হায়াহীন ' অনুষ্ঠানের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উঠতি বয়সি তরুণ-তরুণীদের মাঝে ' পিউর শইতানি বিনোদন ' ছড়িয়ে দিচ্ছে , যাতে তারা ইসলাম চর্চা থেকে নিজেদের দূরে রেখে আল্লাহ'র হুকুম-আহকাম মানার ক্ষেত্রে গাফিলতি করে । যার দরুন সমাজে আজ লিভ টুগেদার-ধর্ষণ-পরকিয়া-তালাক-পরিবারে অশান্তিসহ ব্যভিচারের ছড়াছড়ি !
আজ সংবিধান থেকে “বিছমিল্লাহ” বাদ , “রাষ্ট্র ধর্ম ইসলাম” বাদ , “আল্লাহ উপর আস্থা” বাদ , পর্দার ব্যাপারে জোরপূর্বক কড়াকড়ি , এমনকি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা চুনোপুঁটি নাস্তিকগুলোও রাসুল(স) নিয়ে কুটুক্তি করার দুঃসাহস দেখায় !
আজ আমাদের ঈমান এতোই দুর্বল হয়ে পড়ছে যার দরুন আমরা রাসুল(স) এর বিরুদ্ধে ব্যঙ্গাত্তক কথা শোনার পড়েও চুপ থাকি , একের পর এক ইসলাম নিয়ে অবমাননাকর ঘটনা ঘটে গেলেও আমরা নিরুপায় হয়ে থাকার অভিনয় করি ।
ভুলে গেলে ভুল হবে ,
দুনিয়ার সাফল্য মাত্রই ক্ষণস্থায়ী দুনিয়াবি সাফল্য , আসল সাফল্য হচ্ছে আখেরাতের চিরস্থায়ী " মহা সাফল্য " এবং প্রত্যেককে তার নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে ।
এই ব্লগটি পূর্বে এই ব্লগ সাইটে প্রকাশ হয়েছে।
ভাল লাগলে এই পেইজে একটা লাইক দিয়েন
সাবাই কে এই সাইটে তাদের লেখা পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি
বিষয়: রাজনীতি
১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন