টুডে ব্লগ থাকুক সবার হৃদয়ে
লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ২৩ মার্চ, ২০১৩, ১২:৪৫:৪৫ দুপুর
ভেজাল ভরা এই দেশেতে
নির্ভেজালের আগমন ,
তালগোলের এই সময়ে
স্বচ্ছতা হোক দীপ্তপণ ।
দলাদলির এই দেশেতে
একটি ব্লগের আগমন ,
টুডে ব্লগ সবার হৃদে
জড়িয়ে থাকুক সর্বক্ষণ ।
নাস্তিকতার শিকল ছিঁড়ে
যখন এলাম মাড়ায়ে ,
ঠিক তখনি তোমার গতি
শীর্ষ সব ছাড়ায়ে ।
তোমার বুকে ব্লগার আমি
লিখব ব্লগ অবিরাম ,
জাতির মাঝে জাগবো আমি
লিখব সদা তোমার নাম ।
বিষয়: বিবিধ
১৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন