একটি তুফানঃ আমার অনুভূতি

লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ১৯ মার্চ, ২০১৩, ১২:০৯:৩৭ রাত

বিকেল গড়িয়ে সন্ধ্যা । আলো ছাড়িয়ে অন্ধকার । তবে সেই অন্ধকার কালচে নয় , বরং লালচে ।

অস্তমিত সূর্যের রক্তিম আভা নিল আকাশের রঙ ক্রমেই পাল্টে দিচ্ছে । ছোট ছোট ছেলে - মেয়েরা খেলা - ধূলা শেষে ফিরছে বাড়ির দিকে । রাখাল গরু ছাগল নিয়ে ফিরছে গোয়াল ঘর । কৃষকেরা ফসলের কাজ শেষ করে ফিরছে বাড়ি পানে । বউ - ঝিয়েরা কলসি কাঁখে ফিরছে নদীর ঘাট থেকে । জোয়ান - বুড়ো সবাই আড্ডা দিচ্ছে হাটের চায়ের দোকানগুলোতে । জেলেরা নৌকা নিয়ে ভিড়ছে ঘাটে । হাতে গোনা কয়েকটি তরী ভাসছিল তটনী বুকে । তটে ভিড়ানো নৌকাগুলো মাঝিরা বেশ শক্ত আঁটুনিতে বাঁধছে ।

সেই বিকেল থেকেই দেখা যাচ্ছে আকাশে মেঘগুলোর উড়ে ভেড়ানো । বিকেল থেকেই হালকা মৃগবাহন । মৃদু বাতাসে সবুজ বৃক্ষের পাতাগুলোর ফিসফিসানি শব্দ কর্ণকুহরে ভেসে আসছিল । স্নিগ্ধতার শীতল পরশ বুলাচ্ছিল দেহে ।

চলবে.........

বিষয়: সাহিত্য

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File