জ্বলছে বাংলা জ্বলছে হৃদয়

লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ০৫ মার্চ, ২০১৩, ১১:২২:৫৪ সকাল

বাংলাদেশ আজ প্রতিহিংসার আগুনে জ্বলছে । জানি না এভাবে কতদিন জ্বলবে । তবে হৃদয়ে একটি প্রশ্ন থেকেই যায় । থাকি বলার অপেক্ষায় । তবু পারি না । কে যেন আমার গলা চেপে ধরে । বাকরুদ্ধ করে দেয় আমায় । আমি হারিয়ে ফেলি চেতনা । বলার শক্তি । সত্যের শক্তি । শক্তি চেতনার ।

আমি যখন কিছু বলতে চাই , তখন থেমে যাই । মনে প্রশ্ন জাগে । বলাটা বেশি হয়ে যাবে নাতো ! নাকি আমি উন্মাদ ?

আমার বকবক কি তাহলে পাগলের ব্যর্থ প্রলাপ ।

'ইনোসেন্স অব মুসলিম' প্রতিবাদে যখন বাংলার মুসলিম মাঠে , তখন ক্ষমতাসীন মুসলিমরা করলো প্রতিবাদের প্রতিবাদ । গড়লো প্রতিরোধ ।

আজ 'ইনোসেন্স অব মুসলিম' রূপ নিলো 'থাবা বাবা' ও 'আহাম্মকপিডিয়া'।

চেয়ে হতবাক ! ক্ষমতাসীনরা শুধু প্রতিরোধ নয় , সুদে-আসলে প্রাপ্যও দিয়ে দিচ্ছে । যা পাবার অপেক্ষায় ছিল না ধর্মপ্রাণ মুসল্লিরা । আজ থেকে জানতে পারলাম প্রতিবাদ-প্রতিরোধ শুধুই ক্ষমতাসীনদের । জনগণকে থাকতে হবে শ্রোতার ভূমিকায় অথবা নিরব দর্শক ।

নবীকে সা. গালি দিলে শুধু শুনবে , প্রতিবাদ করতে পারবেনা । তোমার সামনে কোন মুসল্লিকে নির্যাতন করলে শুধু দেখবে , কিছু বলতে পারবেনা ।

আমি বিস্মিত হই । শত সংশয়ে ঘুরপাক খাই । বাংলার আকাশ-বাতাস যখন 'নাস্তিক ব্লগারদের ফাঁসি চাই' রবে ভারি হয়ে আছে , তখন তাদের পাত্তা নেই ।একজন তো ক্ষমতার ছায়ায় কিংবদন্তী হতে চলেছে ।

এদিকে সরকার বলছে , 'নবী অবমাননার তীব্র নিন্দা জানাই' । হৃদয়ে প্রশ্ন জাগে , জনগণ তো নিন্দা চায় নি । আপনার কাছে চেয়েছে গ্রেপ্তার । তাদের প্রাপ্য সাজা । কিন্তু তা হয়নি । এ কেমন বিচার । কেমন মানবতা ।

ব্লগারদের খুঁজছে সরকার । খুঁজছে টর্চলাইট দিয়ে । কোথাও তাদের সন্ধান নেই । অন্যদিকে সন্ধান মিলে ব্লগার হত্যাকারীদের । এ যে 'সামনে হাঁটতে পিছনে চলা' ।

তাই বলছি , ঘুমাও হে জনগণ ! জেগো না । জাগলে মরতে হবে । আর মরলেই নবীর সা. অবমাননার প্রতিবাদ হবে । জাগলে তা বিফল । প্রয়োজন নেই মরার ।

ইসলামের নবীকে সা. গালি দিয়ে মরলে যে দেশে রাষ্ট্রীয়ভাবে 'শহীদ' খেতাব পাওয়া যায় , সে দেশে তুমি নবীর সা পক্ষে কেন মরবে ।

তুমি তো শহীদ হবে না । জঙ্গি হবে । হবে রাজাকারপন্থি । মিডিয়ায় তুমি প্রচারিত হবে 'টেরোরিষ্ট' ।

কিছু বলতে না পারার ব্যাথায় চুপসে আছি । আর বলছি , 'আমার কষ্ট আমারই থাক' ।

বিষয়: রাজনীতি

১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File