হৃদয়ের টান কাবার প্রতি

লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ১৭ জানুয়ারি, ২০১৪, ০৮:০৭:২৫ রাত



কাবার আকর্ষণ প্রত্যেক মুসলিমহৃদে ।

মাওলা প্রদত্ত আসমানি আকর্ষণ ।

কাবাপ্রীতি । কোন দৃশ্য অবলোকনের নয় , দৃষ্টিনন্দিত কালো গিলাফে আচ্ছন্ন দেয়ালের মনোলোভা দৃশ্য নয় ।

কোন বিনোদনযাত্রা নয় ।

কাবাপ্রীতি নয় , তবে....

মাওলাপ্রীতি ।

মুসলিম হৃদে তোলপাড় করে তুলে কাবা দর্শনের অভিপ্রায় । অকৃত্রিম ভালবাসা আন্দোলিত করে দেহ-মন । অন্তরকক্ষে বারবার নাড়া দেয় আল্লাহ ও রাসুলপ্রীতির অসম্ভব ভালবাসা । হৃদয়ে জাগায় পাপ মোচনের বাসনা ।

কলুষিত কলব 'আবে যমযম' পিয়ে ধন্য হতে চায় । হতে চায় পবিত্র আত্নায় রূপান্তরিত ।

মক্কার মাটিতে কিছু সময় । গুনাহ মাফির উদ্দেশ্যে দূরদেশ ভ্রমণ । এ যে এক অন্তিম ভালবাসার ডাক । আল্লাহ প্রেমের সাড়া ।

হৃদয়ের যত কথা , তুলে ধরা আল্লাহর অফুরন্ত নিয়ামতের দরবারে । সিজদায় সিজদায় মাওলার সান্নিধ্য লাভ ।

বাইতুল্লাহ সফর । সফর তাওবার অশ্রুতে ভিজার । চক্ষুশীতল করার ।

কাবা প্রদক্ষিণ ।

সাফা মারওয়ার পথ ধরে হাঁটা ।

মুজদালিফা ।

আরাফাত প্রাঙ্গনের ধূলি বদনে মাখা ।

পবিত্র ভূমি মদিনার প্রেমে নিজেকে পূর্ণ বিসর্জন দেয়া ।

এ যে চির স্মরণীয় বরণীয় ।

স্বদেশ ছেড়ে মানুষ পাড়ি জমায় আরব দেশে । এটা কোন দেশের টান নয় । কোন সুখভ্রমণ নয় ।

স্রেফ মাওলার প্রেম ।

কাবার টান । বাইতুল্লাহর টান ।

আল্লাহর ঘরের ভালবাসা । স্রেফ একজন সদ্য মেহমানরূপে । এ তো পবিত্র স্থানে বুক লাগিয়ে আলিঙ্গনের মহা সুযোগ । এক মহা মানবের নিরব শুয়ে থাকা অবলোকনের । যাকে জীবিত দেখে ধন্য হতে না পারার ব্যথায় "নির্দিষ্টস্থানে" অদৃশ্য রাসুল দেখার সান্ত্বনা ।

বিষয়: সাহিত্য

১৪৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163637
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১১
ইবনে হানিফ লিখেছেন : আপনাদের ভালবাসাই আমার সামনে চলার প্রেরণা ।
163722
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:১২
আলোর আভা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File