এক টুকরো জীবনী : আমাদের প্রেরণা
লিখেছেন লিখেছেন ইবনে হানিফ ১৪ মে, ২০১৩, ১০:৪৩:০৪ সকাল
শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি র.।
জীবনের অন্তিম মুহূর্তের দ্বারপ্রান্তে উপনীত হযরত শাইখুল হিন্দ র.। শয্যাশায়ী অবস্থায় বিছানায় শায়িত । মৃত্যুর অপেক্ষায় । চেহারা মলিন । অস্থিরতা বিরাজমান ।
তার বিষণ্ণ মনোভাব দেখে অনেকেই চিন্তাগ্রস্থ । ভক্তবৃন্দের অন্তরে বহু প্রশ্নের উদগ্রীব হচ্ছে । মনে করছেন , হযরত বুঝি জীবন থেকে নিরাশ হয়ে ভীষণ চিন্তিত । তাকে অভয় দেয়া উচিত ।
এক খাদেম সান্ত্বনাসূচক দু এক কথা বলে চাইল । হযরত তাকে থামিয়ে দিলেন ।
তোমরা কি চিন্তা করছ ? আমি চলে যাব তাই নিরাশ । বাস্তবে কিন্তু তা নয় ।
খাদেম উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন , তাহলে কি হয়েছে আপনার ?
হযরত বললেন -
আরে মিয়া মরণ নিয়ে কিসের শোক ? মৃত্যু তো সবার জন্য অনিবার্য ।
দুঃখতো এই জন্য যে , বিছানায় মরছি ।
হৃদয়ে বড় সাধ ছিল ,আল্লাহ্র দুশমনদের বিরুদ্ধে লড়বো । হক প্রতিষ্ঠার জন্য আমরন লড়ে যাব । শাহাদাতের পেয়ালায় চুমু দেব ।
মৃত্যুকে আলিঙ্গন করবো কোন যুদ্ধের ময়দানে । মাথা থাকবে দেহ থেকে বিচ্ছিন্ন । হাত পা থাকবে এদিক - সেদিক ছড়ানো ছিটানো ।
দিদারে এলাহির সান্নিধ্যে জীবন ধন্য হবে ।
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন