ভাল ঠেকছে না।

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ মার্চ, ২০১৩, ১১:১০:৩২ রাত

ইদানিং অনেক কিছু ব্যাটে বলে হচ্ছেনা। অনেকের সাথে সময় মিলছে না। আবার সময় মিললেও কথায় মিলছে না। সঠিক সময়ে কাজও মিলছে না। সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে। দেশের যে দশা আমারও বোধহয় তাই। কিন্তু সকল বিষয়ে শুভ সংবাদ ভাল লাগে। অবস্থা এমন যে,শুভ বিষয় বেশীক্ষন শুভ থাকছে না।

পত্রিকায় অনেক খবর ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলি। সেদিকে মন গেলেই খারাপ লাগে। সিরিয়ায় লন্ডভন্ড অবস্থা। সেদিন পত্রিকায় দেখলাম মায়ানমারে আবারও দাঙ্গা শুরু হয়েছে,আবারও শুশিল মিডিয়া চুপ। মুসলিম নিধনে তাদের চুপ থাকাই নিয়ম। তারপরও ভাবছিলাম বোধহয় অল্প কিছু নিরিহ মুসলিম মারা গেছে। প্রথম আলোও বলল ১০জনের মত মারা গেছে। কিন্তু সচিত্র প্রতিবেদন দেখলাম হাজার জনের বেশী মারা গেছে। তারা সাগর পাড়ে পড়ে আছে দেখলাম। ভদ্র,শান্ত বৌদ্ধরা ভদ্রতার সাথে নিরিহ মুসলিম মেরে ফেলছে। শুনেছি কিছু বহিরাগত এসে দাঙ্গা বাধিয়েছে। স্বজাতির টান সকলেরই আছে। মুসলিমদের নিধনযজ্ঞে আমার কলিজা ছারখার হয়ে যায়। তবে মুসলিমের নিধনে কারো কাছে কৈফিয়ৎ দেওয়া লাগেনা। এটাই এখন নিয়ম। সেদিন মায়ানমার দূতাবাস আমাকে তাদের ৬৮তম সামরিক দীবসে আমন্ত্রন জানিয়েছিল রেডিসনে। রাষ্ট্রদূত,উচ্চপদস্থ আর্মী অফিসার,মন্ত্রীসহ অনেকের সাথে কথা হয়েছে এমনকি অশান্ত মায়ানমারের কথা একবার তুলেছিলামও। কিন্তু আরেক বিশেষ কাজে তিনি আরেক দিকে চলে গেলেন। আমার আর বলা হলনা। অবশ্য মুসলিম নিধনে কৈফিয়ৎ লাগেনা বলেছি।

মুসলিমকে নিধনের বিপরীতে যখন তারা নায্য অধিকারের দাবীতে রাজপথে নামে বা কর্কশ ভাষায় দাবী আদায়ে সচেষ্ট হয়,তখন তাকে দেখিয়ে বলা হয় এই সেই জঙ্গী। তখন আবারও অত্যাচার নির্যাতন। কিন্তু মুসলিমরাও কখনও নিজের দিকে তাকায় না। তাদের শক্তিশালী ঐক্যের কথা বলেনা। ঐক্যবদ্ধ হতে এদের চরম আপত্তি। হাজার বিষয়ে মিল থাকলেও ছোট্ট কোনো বিষয়ের অমিল এদেরকে কখনই এক কাতারে আনেনা। সেদিন এক মসজিদে জুম্মার নামাজে ওয়াজ শুনলাম। হুজুর সাহেব মেসওয়াকের গুরুত্ব নিয়ে বয়ান করছেন। আহারে ! মনে হচ্ছিল নিমগাছ,জয়তুনের বাগানে জনাবকে বসিয়ে দিয়ে আসি।অবশ্য যে হারে দাওয়াত খায়,মেছওয়াক তো লাগবেই !

শুনেছি হালাকু খান যখন বাগদাদকে ধ্বংস করছিল তখন সেখানকার আলেমরা উটের মুত্র পবিত্র নাকি অপবিত্র তা নিয়ে আলোচনায় লিপ্ত ছিলেন। উত্তপ্ত পৃথিবীতে মুসলিমরা যোগ্য কোনো কর্তৃপক্ষ তৈরী করতে পারল না। আফসোস , এরা এক দেহের কথা বলে ,দেহকে ছিন্ন ভিন্ন হতে সহায়তা করে ।

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File