যেভাবে দোয়া করা ঠিক নয় !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৪ জানুয়ারি, ২০১৯, ১১:৩৬:১৯ সকাল
--------------------------------
" ওই লোকটা এত সুন্দর একটা বাড়ি তৈরী করেছে ! কি অসাধার বাড়ি ! ইয়া আল্লাহ আমাকে ওরকম বাড়ি দান করুন !"
" এত দারুন আর দামী গাড়ি আছে লোকটার,,,ওহ, আমার ওরকমটা চাই", ইয়া আল্লাহ তাফিক দান করুন !
এভাবে আমরা অন্যের নানান বিষয় দেখে সেটা ওভাবে পাওয়ার জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, এতে আল্লাহ খুশী হন না। কারন এর ভেতর এক ধরনের ঈর্ষা জড়িত থাকে। সবকিছুই আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়াটাও ইবাদত। কিন্তু অন্যের প্রতি আল্লাহ যে দয়া বা রহমত প্রদান করেছেন সেটার মত নয়, বরং বলতে হবে "ইয়া আল্লাহ আপনি এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করুন !"
"তোমরা তা কামনা করো না যা দ্বারা আল্লাহ তোমাদের কাউকে কারো উপর মর্যাদা প্রদান করেছেন। পুরুষেরা তাদের কৃতকার্যের অংশ পাবে, নারীরাও তাদের কৃতকর্মের অংশ পাবে এবং তোমরা আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ কামনা কর, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।" (সূরা আন নিসা: আয়াত ৩২)
বিষয়: বিবিধ
৬০৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন