এমপির পোস্টমর্টেম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৪ ডিসেম্বর, ২০১৮, ১০:০৬:২৯ রাত
---------------------
বিশাল ব্যবসায়ী তিনি। এলাকায় গেলে বড় বড় গরু মেরে লোক খাওয়ান। কখনও সাধারন পান দোকানে বসে সাধারন লোকের সাথে গল্প করেন,ফলে তিনি মহামানব। ঢাকায় তার বিরাট প্রভাব প্রতিপত্তি। বড় বড় লোকেদের সাথে ওঠাবসা করেন। টাকা পয়সার অভাব নাই। তবে অনেকেই জানে তার টাকার উৎস্য কি। তিনি মাদকদ্রব্য আমদানী করেন এবং সন্ত্রাসীদের মাধ্যমে চাদাবাজিও করেন। আবার মানুষের মুখ বন্ধ করার জন্যে অবৈধ টাকায় গড়ে তোলা বৈধ ব্যবসাও আছে। আবার তিনি সমাজ কল্যানমূলক সংস্থার মুখপাত্রও বটে। আবার তিনি নানান অধিকার আদায় সংক্রান্ত প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্তাব্যক্তি। তবে ইদানিং সংবাদপত্রে উনার গুনগান দেখে অনেকেই সন্দেহ করছে , না জানি কবে কখন উনি বড় দল থেকে মনোনয়ন পেয়ে যান....।
তাই হল, পয়সা খেয়ে সংবাদপত্রগুলো উনাকে উপরে উঠিয়ে দিল। উনি হলেন জাতির ভবিষ্যৎ কান্ডারী। বড় দল তাকে মনোনিত করল স্থানীয় আসনে। ভোটের সময় সিল মারা হল তার পক্ষে। তিনি হলেন এমপি।
তো এমপি সাহেব যাক্তারের চেম্বারে এসেছেন। তার সামনে অনেকের সিরিয়াল। কিন্তু এক ধমকে সিরিয়াল কেটে ফেলা হল। উনি হলেন প্রথম রোগী। এমপি সাহেব ভেতরে ঢুকেই বললেন, এই আপনি ডাক্তার ?
ডাক্তার:জি জনাব।
এমপি: আচ্ছা, ঠিক মত পাস দিছেন তো নাকি ??
:বুঝিনি , যদি আরেকবার বলতেন !
:বলছি, পাস টাস করেছেন নাকি এমনেই বসেছেন ? আমার সমস্যার সমাধান করতে পারবেন তো ? এমবিবিএস করেছেন কিনা সেটা আগে বলেন।
:জি আমি এফ.সি.পিএস করেছি আর বিদেশে এফআরসিএসও করা আছে।
:আমি জিগাইছি আপনে এমবিবিএস করছেন কিনা ? এত কথা কন ক্যান ?
: জি স্যার করেছি সেটা।
:আচ্ছা তাইলে ঠিক আছে। আপনাকে বলা যায়। আমার সমস্যা হল হিসু সঠিকভাবে বের হচ্ছেনা। চিকন ধারা। মাঝে মাঝে আটকে যায়।
: প্রস্টেট গ্রন্থি স্ফীত হয়ে থাকতে পারে তবে ডিজিটাল এক্সরে করে বুঝতে হবে। তবে আমি পরিক্ষা করতে চাই ।
:আচ্ছা ডিজিটাল পরিক্ষাই করেন,,,শব্দটা ভালো, পরিচিত।
:ঠিক আছে, প্যান্ট খোলেন।
:তার মানে ? আপনি কি বলতে চান ?
:জি মানে আঙ্গুল দিয়ে পরিক্ষা করতে হবে, প্রস্টেটের অবস্থা কেমন বুঝতে হবে
: তার মানে ? কোথায় আঙ্গুল দিবেন আপনি ?
:তলদেশে....
: হারামজাদা , তুই আমাকে বেকুফ পাইছিস ? আমার পেছনে আঙ্গুল দিতে চাস,,এত বড় সাহস তোর... সমস্যা একখানে আর সমাধান করতে চাস আরেক জাগার.....
: স্যার আপনি বোঝার চেষ্টা করেন....
:তোর গুষ্টি কিলায়,,,,দাড়া তোর দেখাচ্ছি....এই তোরা ভেতরে আয়,,,,এই হালায় আমাকে বেইজ্জতি করছে...
জনা দশেষ গুন্ডা পান্ডা চেম্বারে ঢুকে পড়ল। ডাক্তারকে চরম অপদস্ত করল। কয়েকজনতো এমপির ইজ্জত বাঁচাতে ডাক্তারকেও একই রকম পরিক্ষা করতে চাইলো।....ডাক্তার কোনো রকম হাতে পায়ে ধরে প্রানে বেচে গেল।
------------------------------------------------
এমপি সাহেবের অবস্থা খারাপ। প্রস্রাব আটকে যায়। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হল।টাকা কোনো ব্যাপার না। ডা: লী জং স্পেশলিস্ট। কষ্টে কাতর এমপি তার সামনে উপবিষ্ট।
ডাক্তার: জি , আপনার অবস্থা আমরা পর্যবেক্ষন করব,ঘাবড়াবেন না।
এমপি: জি, ডাক্তার, যা করার তাড়াতাড়ি করেন।
:আচ্ছা প্যান্ট খুলে ফেলেন।
:কি ? কি খুলব ?? কেন খুলবো...
: যা বলছি করেন, নইলে জীবন বাচবে না...
প্যান্ট খুলতে খুলতে এমপি আনমনে বলতে থাকলো,,,শালা আমার ইশারায় কত লোকের প্যান্ট খুলে গেছে,,,আর আজ আমার সেই দশা..!
:দেরী করবেন না,তাড়াতাড়ি করুন...
:জি করছি করছি....
:আচ্ছা শুয়ে পড়ুন...
:কেন ?
: আঙ্গুল দিয়ে প্রস্টেটের অবস্থা বুঝতে হবে....
: এটা কি ডিজিটাল পরিক্ষা ?
:জি এটাই উৎকৃষ্ট ডিজিটাল.....
এমপির কল্পনায় দেশি সেই ডাক্তারের চেহারা ভেসে উঠলো,,,আহারে কি মাইরটাই না দিল তাকে ! আর আজ ভাগ্যদোষে তার পশ্চাৎদেশ উম্মুক্ত.....তবুও শান্তনা যে এ বিদেশী ডাক্তার...... । তবে চিকিৎস্যা ডিজটিাল হচ্ছে এটাই তার শান্তনা....
বিষয়: বিবিধ
৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন