ক্যাট ইন এ বুশ !
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:৫২:২৮ সকাল
-------------------
পিঠে ঝোলানো ব্যাগটা পরিষ্কার করছিলাম। নানান রকমের দরকারী ও অদরকারী কাগজপত্র আলাদা করছিলাম। হঠাৎ চোখ পড়ল ভাঁজ করা একটা কাগজের উপর। খুলে দেখলাম এক নিখাদ ভালোবাসার উপহার।
অনেক আগে এক শিশু আমাকে এটা উপহার দিয়েছিলো। সে আমাকে চিনত এমন নয়। তার মায়ের সাথে এসেছিলো এক বড় স্টোরে কেনাকাটা করতে। আমিও ঘুরঘুর করছিলাম। হঠাৎ বাচ্চা মেয়েটি পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ নিয়ে হাজির হল। বলল-তোমাকে এটা উপহার দিলে নিবে ? বললাম, অবশ্যই নেব ।
মেয়েটি এই কাগজটি দিল। আমি খুলে দেখী তাতে একটা বিড়ালের ছবি আঁকা। উপরে লেখা- ক্যাট ইন এ বুশ, বা ঝোপের ভেতর বিড়াল। হিজিবিজি মার্কা ছবি, কোনো বিশেষত্ব নেই। কিন্তু এই আপাত মূল্যহীন কাগজটি ভালোবাসার পাল্লায় উঠালে সারা দুনিয়ার চাইতে বেশী ভারী হবে। আমি খুব খুশী হলাম। বললাম আমাকে এটা কেন দিলে ? সে বলল-তোমাকে ভালো লেগেছে। হাসিমুখে তার নাম জানতে চাইলাম, সে বলল। কিন্তু আমি যেখানে পুরো ঘটনাই ভুলে গিয়েছিলাম,সেখানে তার নাম কিভাবে মনে থাকবে ! মেয়েটির মুখটাও ভুলে গেছি। এমন কিছু ঘটনা মানুষের ঘটে না ভোলা উচিৎ নয়, কিন্তু আমরা তা ভুলে যাই। আবার কিছু ঘটনা ভুলে যাওয়া উচিৎ, কিন্তু আমরা তা মনে রাখি। মানুষ বড়ই অদ্ভূত প্রাণী।
বিষয়: বিবিধ
৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন