অন্যতম সেরা ফ্যাক্ট !! আপনি টয়লেটে,,অন্য কেউ ঢুকে পড়ল,,কি করবেন ?

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৭:১০ রাত



================

এক কৌতুকে শুনেছিলাম ,এক বাড়ির সকলেই সঙ্গীত শিল্পী। এর কারন জানতে চাইলে বলল- আসলে আমাদের বাড়ির টয়লেটের দরজা ছিলোনা,,ফলে সেখানে একটা কাপুড় ঝুলত। কেউ ভেতরে গেলে বসে বসে গান গাইতো,যানে অনাকাঙ্খিতভাবে কারো প্রবেশ না ঘটে। এভাবে পরিবারের সকলে নিত্যদিন গান প্রাকটিস করে শিল্পী হয়ে গেছে।

আমার জীবনে বহুবার এই ঘটনা ঘটেছে। পূর্বের ঘটনা বাদ,,,অামেরিকাতেই ঘটেছে অন্তত ৩ বার। এখানে টয়লেটগুলোর নীচ দিয়ে অন্তত এক হাত ফাকা থাকে। এটা অামার কাছে স্রেফ বেহায়াপনা লাগে। এদের কি পুরোটা ঢেকে দেওয়ার পয়সা নেই ? তাহলে কেন এটা করে ? এটা স্রেফ বেহায়াপনার প্রসার ছাড়া কিছু নয়। দুজন লোক পাশাপাশি বসে আছে কমোডে। একে অন্যের শব্দ শুনতে পাচ্ছে। এমনকি পায়ের জুতোও নজরে পড়ছে। এর ভেতর শান্তিতে কিভাবে একাজ সম্ভব !! আর দরজাগুলোও ফাকানাকা....। দেশেও কিছু কিছু জায়গায় এরকম আছে। কিছু না ভেবেই পশ্চিমাদের অনুকরন করলে যা হয় আর কি ! অথচ এই ইউরোপিয়ানরা টয়লেটের ব্যবহারই জানত না। তারিক বিন যিয়াদ কর্তৃক স্পেন বিজয়ের পর মুসলিমরা ওদেরকে স্বাস্থ্যসম্মত টয়লেটের ধারনা দেয়,পরিচ্ছন্নতা শেখায়।

দেশে বাংলাদেশ-চীন মৈত্রী কমপ্লেক্সে আমাদের ব্যবসায়িক মেলা হত, সে সময় দেখেছি ওখানকার টয়লেটও ফাকানাকা,,,একবার প্রচন্ড চাপে টয়লেটে গিয়ে দেখী নীচে ফাকা,,,ভেতরে ঢোকার পর পাশের লোকের শব্দ কানে প্রবেশ করতেই আমার সকল চাপ উড়ে গেল,,,বের হয়ে আসলাম। বিদেশে কয়েকবার এরকম টয়লেট দেখেছি যেখানে প্রস্রাবের জন্যে আড়াল নেই। এক দেওয়ালে লম্বা বড় স্টিলের বাকানো দেওয়াল। ওখানে পাশাপাশি দাড়িয়ে কিছু বেহায়াকে প্রস্রাব করতে দেখে আমার আত্মা কেপে উঠেছিলো। আমি বরাবরই টয়লেটের ভেতরে ঢুকে ছোট কাজ সারি।

যাইহোক লেকচার বাদ,,,কথায় ফিরি। ধরুন আপনি টয়লেটে আরাম করে বসে আছেন,,,,হঠাৎ কেউ হন্ত দন্ত হয়ে প্রবেশ করল ,,, আপনি কি করবেন ?

১. হতভম্ভ হয়ে কাজ থামিয়ে তার দিকে তাকিয়ে থাকবেন ? ভাবতে থাকবেন এ কি হল !!

২. দ্রুত উঠে দাড়িয়ে স্যালুট দিয়ে বলবেন,,,,সরি স্যার,,, বসেন স্যার,,,অামি গেলাম....??

৩. হাত দিয়ে লজ্জা নিবারণ করবেন ?

৪. দু-পা তুলে কষে কিক করবেন ?

৫. সৌজন্নতার খাতিরে কমোড ভাগ করে মিলে মিশে কাজ সারবেন ??

৬. উঠে দাড়িয়ে তার সাথে তর্ক শুরু করবেন ? এবং অন্য লোকজন ডেকে বিষয়টা তাদেরকে অবহিত করবেন ?

আমি যেটা করেছি তা হল,,বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছি। তবে অবাক হয়েছি ছিটকানী লাগানো সত্ত্বেও কেন খুলে গেল। কিছু কিছু ছিটকানী এমন যে বাইরে থেকে বার কয়েক চাপ পড়লে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আসল বিষয় হল, যিনি ঢুকে পড়েন,তিনিই বেশি লজ্জিত হন,এবং দ্রুত প্রস্তান করেন। তবে আমি দ্রুত দুপা একত্রে মেলায় এবং হাত দিয়ে লজ্জা নিবারণ করি।

তবে সমস্যা হল এই যে, উক্ত লোক লজ্জা পেয়ে চলে যাওয়ার পর দরজাটা পুরো বড় করে খোলাই থাকে। সে আরেক লজ্জাকর ব্যাপার। ওই অবস্থায় সতর্কতার সাথে গিয়ে আবার দরজা লাগিয়ে আসতে হয়। ওই লোক দ্বিতীয়বার প্রাকৃতিক দৃশ্য দেখতে না চাওয়াতে এই হ্যাপা।

আমি যেটা করি তা হল এই যে, যদি বুঝতে পারি কেউ দরজায় থাক্কা দেওয়ার চেষ্টা করছে,তাহলে হালকা আওয়াজে বুঝিয়ে দেই ভেতরে লোক ব্যস্ত আছে, পাশে বসা যাবেনা। কিন্তু সেদিন এক পিচ্চি বয়স দেড় ভচরের বেশী হবেনা,,,সেই নীচের ফাকা স্থান দিয়ে প্রায় ভেতরে ঢুকে পড়েছিলো। আমি হ্যাল্লো বলাতে হাসতে হাসতে বের হয়ে গেল। কিছু করার নেই,,,মাঝে মাঝে লজ্জাকর একসিডেন্ট হয়ে যায় !

আপনি এক্ষেত্রে কি করেন বা করবেন সটো বললে জাতি উপকৃত হয়।

বিষয়: বিবিধ

৮১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385854
১৭ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ০১:৫৩
হতভাগা লিখেছেন : কোনটাকে সভ্যতা বলবেন - ফাকানাকাকে নাকি ঢাকানাকাকে?
২৪ সেপ্টেম্বর ২০১৮ সন্ধ্যা ০৭:০৬
317946
দ্য স্লেভ লিখেছেন : ঢাকানাকাকে বলব সভ্যতা Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File