ভবিষ্যতের চরম সত্যই হল মৃত্যু !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ মার্চ, ২০১৮, ১০:১৯:৪০ সকাল
==================
এমন এক চা বানালাম যা অসাধারন। অনেক দুধকে জ্বালিয়ে একেবারে অল্প করে চা বানালাম। ইদানিং নানান সব রান্না বান্না করছি এবং উপভোগ করছি কিন্তু সেসব নিয়ে তেমন কিছু বলিনি কারন একের পর এক মুসলিম উম্মাহর ভয়াবহ সব দু:সংবাদ। দেশে কিংবা বিদেশে একই ধারায় চলছে সয়লাব। একের পর এক ধাক্কা দিচ্ছেন আল্লাহ, তারপরও বোধদয় নেই আমাদের। যে যেখানে যে পেশায় ছিলো সে সেখানেই নির্দিধায় তার কর্মকান্ডসমূহ করে চলেছে। যারা ক্ষমতার মসনদে তারা ভুলেই গেছে যে নেপালী বিমানে তারাও থাকতে পারত। বিমান ল্যান্ড করার পূর্ব মুহুর্তেও যারা মনোরম একটি পরিবেশে সুন্দর সুময় অতিবাহিত করার কথা ভাবছিলো, তারা পরবর্তী মুহুর্তেই এমন একটি গন্তব্যের দিকে চলে গেল যেখানে যাবার ব্যাপারে তাদের বিন্দুমাত্র প্রস্তুতি ছিলো না, কেবল নিজেকে দেওয়া কিছু প্রবোধ ছাড়া.....।
সেই প্রবোধগুলো আমাদের সকলেরই এমন:
১. আমি এত তাড়াতাড়ি মরব না, অথবা মরবই না।
২. আমি মরলেও অন্তত এক'শ বছর পরে মরব,,,আমার দাদার বাপ শত বছর বেচেছিলো, ফলে আমারও সেই চান্স আছে।
৩. অথবা মরতে তো একদিন হবেই,,,,এখন যৌবন,,,,পরে দেখা যাবে..
৪. যা কিছু করছি তা তো খারাপ না,,,, আমার কোনো সমস্যা নেই। আমি তো কারো ক্ষতি করিনি,,,আল্লাহ মাফ করে দিবে।
৫. যা ইবাদত করেছি যথেষ্ট,,,,,মৃত্যু ! সে তো অনেক পরে !
৬. সবচেয়ে বড় সত্য হল এই যে---মৃত্যুে বিষয়টা কল্পনাতেও তেমন থাকেনা,, থাকলেও নিজের মৃত্যুর বিষয় থাকেনা।
৭. যারা অবিশ্বাসী তারা এসব নিয়ে ভেবে বর্তমানকে নষ্ট করেনা।
কিন্তু বাস্তবতা হল এই যে, স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় মৃত্যুকে আল্লাহর ইচ্ছায় বরণ করতে হয়। এ বিষয়ে কোনো ছাড় নেই। মালাকুল মউত আসার পর আর দোয়া কবুলেও সময় নেই।
চিন্তা করুন যখন প্লেনের পাত্রীগণ দেখল যে প্লেনটি নিশ্চিত ক্রাশ করছে, এবং যখন এরপর তারা মালাকুল মউতকে দেখল,,,তখন তাদের কাওকে আর সময় দেওয়া হয়নি তওবার। আল্লাহ ভালো জানেন তাদের ঈমান সম্পর্কে (আল্লাহ তাদেরকে ক্ষমা করুন,জান্নাত দিক) কিন্তু শেষ সময়টি সম্পর্কে চিন্তা করুন ! সকল জ্ঞান বুদ্ধি তখন পরাভূত হবে। আমলের পথই বন্ধ হয়ে যাবে। নিশ্চিত বুঝতে পারবে সে একটি পরিনতির দিকে এগিয়ে যাচ্ছে। তখন তার ভাবোদয় হবে--- আহ যদি আরও কিছুটা সময় পেতাম !! তবে আল্লাহর পথে থাকতে পারতাম !! কিন্তু হায়,,,সকল সময় তখন শেষ হয়ে গেছে। আর পেছনে ফেরার সময় নেই....
রসূল(সাঃ) দুনিয়াতে আমাদেরকে মুসাফিরের মত চলতে বলেছেন এবং মৃত্যুকে সবসময় শ্মরণ করতে বলেছে, তাহলে আমাদের আচরনে পরিবর্তন আসবেই।
"ওদের মন্দ কর্মগুলি ওদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে ওরা ঠাট্টা-বিদ্রূপ করত, তা ওদেরকে পরিবেষ্টন করবে।"
(সূরা আল-জাসিয়া, আয়াত-৩৩)
"যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দ কাজ করলে ওর প্রতিফল সেই ভোগ করবে। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে।"
(সূরা আল-জাসিয়া, আয়াত-১৫)
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ।
আল্লাহ তাদের ধৈর্যশক্তি বৃদ্ধি করে দিন !
ভাল থাকেন।পরিচিত অনেকেই এখানে আর দেখিনা। বিষয়টা কি?
সঠিক সময়ে সঠিক পর্যালোচনা। এসব ঘটনা থেকে সকলের বোধদয় হোক। আমিন।
দিন থাকতে দ্বীনের সাধন
কেন করলে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মীন জল শুকালে
কি হবে আর বাঁধাল দিলে
শুকনা মোহনা.।।
মন্তব্য করতে লগইন করুন