সোডাভিল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০২:৫৭ দুপুর
গতকাল হঠাৎ কয়েক মিনিটের মত তুষারপাত হল, কিন্তু হঠাৎই বৃষ্টিতে তা নেই করে দিল। এরপর আবার আকাশ মেঘযুক্ত হল। আমি সাতার দিয়ে আসলাম। এরপর ভাবলাম কোথাও যাওয়া উচিৎ। বেশীদূরে নয়, লেবাননের উদ্দেশ্য রওনা হলাম। মেগাফুড নামক স্টোর থেকে কেনাকাটা করলাম। এরপর এক থাই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম। এরপর সোডাভিলের দিকে এগিয়ে গেলাম ।
পাহাড়ী সুন্দর মসৃন রাস্তা ধরে যাচ্ছিলাম। অসাধারন সুন্দর ফার্ম হাউস আছে এদিকে। আমার অনেক ইচ্ছা এরকম সুন্দর ফার্ম হাউস কিনি। আল্লাহ তাওফিক দিলে কিনব ইনশাআল্লাহ। দেখলাম গরু,ঘোড়া,ভেড়ার বিশাল সব খামার। পাহাড়ের ভেতর বিশাল সব ফসলের ক্ষেত। একেবারে নিখুত মসৃন করে এরা তৈরী করে ক্ষেতগুলো। অত্যন্ত ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি সমান করে আর সবুজ ঘাস বপন করে। এখন সবুজের সমারোহ চারিদিকে। তারই মাছে সুন্দর রাস্তা ধরে চলেছি। রাস্তায় আমি ছাড়া আর কোনো গাড়ি তেমন দেখিনি।
এবার একটা পাহাড়ী এলাকায় আসলাম,এটা যেন স্রেফ স্বপ্নময় এলাকা। লোকেরা সুন্দর সব বাড়ি তৈরী করেছে এখানে। কিছুদিন আগে এখানে তুষার পড়েছিলো, বৃষ্টি তার সবটা ধুয়ে নিতে পারেনি। এসব এলাকা সত্যি অনেক দারুন লাগে।
কোনো বেরসিক লোক এসব এলাকা দেখলে পাগল হয়ে যাবে আনন্দে। খানিক পর ওয়ালমার্টের দিকে ফিরলাম। ব্যাটারী কিনলাম অনেক। বিরাট মূল্যহ্রাস চলছিলো। এবার বাসায় ফেরার পথে ভিন্ন এক রাস্তা ধরলম যেদিক দিয়ে কখনই যাইনি। অনেক পথ ঘুরে ফিরলাম এমন একটা এলাকার উপর দিয়ে,যেখানে মাইলের পর মাইল সমান্তরাল সবুজ ফসলের ক্ষেত আর তার ভেতর দিয়ে রাস্তা। মানুষেরা তাদের মাইল ব্যপী বিস্তৃত ফসলের ক্ষেতের এক কোনে বাড়িঘরও নির্মান করেছে। এখানে একটা পাহাড় আছে সেটার মাথায় তেমন গাছপালা নেই। আর সেটা খুবই সমৃনভাবে ফসলের ক্ষেতে এসে মিশেছে। কিছু মানুষ এর উপর থেকে হ্যাং গ্লাইডার নিয়ে নীচের দিকে উড়ে যায়। এটা অসাধারণ স্থান।
যাইহোক আমি বাসায় ফিরে এক মগ কফির ভেতর বিস্কুট ডুবিয়ে খেলাম। অথচ দুপুরে কিন্তু অনেক খেয়েছি,,,,, শালা খাদক !
বিষয়: বিবিধ
৭৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক দিন পর আসলাম। ক্ষনিকের জন্য।
আপনার লেখা দেখে ভাল লাগলো।
মন্তব্য করতে লগইন করুন