তোকে আমি সূতো বানাবো রে !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৮:৪৪ রাত



পাতলা হয়ে ঘুরে বেড়াবি আমার আশপাশে। অভূক্ত হয়ে হাসফাস করবি, খাবার পাবিনা রে হারামখোর ! আর যদি কখনও খেয়ে ফেলিস,,,,তোকে বমি করতে বাধ্য করব । তুই আমার খাওয়া দেখবি,,,মাগার স্বাদ পাবিনা। ছটফট করবি কিন্তু তোকে কিছু দেবনা। তোকে আমি না খাইয়ে সূতোর মত করে ফেলব। তুই সুতো হয়ে ঘুরবি, উড়বি....। তোকে আমি শুটকো বানবো রে হারামজাদা। আসলে তুই'ই পিওর হারামজাদা, কারন তোর আদী বাপ ছিলো হারামখোর, নিমক হারাম।

সকালে ভুল করে তোকে এক কামুড় আপেল ভাইয়েছি,,,,ওতে তোর পুষ্টি হবেনারে....। খানিক পরে ডাল-ভাত,ডিম খেলাম,প্রায় ১ লিটার স্মুথী আরও কত কি....ওসব তোর কপালে নেই রে....। খাবার বিসমিল্লাহ বলে ঢেকে রাখব,,,দেখতেও পাবিনারে....। অপুষ্টিতে কঙ্কাল হয়ে ঘুরে বেড়াবি তুই। তোকে পেটানোর ভেতর যে কি আনন্দ তা যদি জানতিস,,,তাইলে শুরুতেই তওবা করতিস !!

যখন কোনো বাড়িতে বা ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয়, তখন তার সাথে বহিরাগত শয়তান প্রবেশ করতে পারেনা। তবে আরও অনেক রকমের জিন আছে যারা আমাদের নানানভাবে ধোকা দেওয়ার কাজে নিয়োজিত থাকে। আমাদের প্রত্যেকের সাথে একজন করে শয়তান থাকে জন্মগতভাবে। সে আমাদের খাবারে ভাগ বসায়। জিনরা যদিও শুকনো গোবর,হাড় এসব খায়। এক হাদীস অনুযায়ী হাড় তারা ধরলেই তাদের জন্যে সেখানে গোস্ত তৈরী হয়। আবার অনেক সহি হাদীস অনুযায়ী জিনরা বিসমিল্লাহ বলে না খাওয়া খাবারে ভাগ বসায়। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাবারের মাঝে বলতে হবে-বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু....তাহলে জিন শয়তান বমি করে দেয়। এ কথা শুনে একজন বলেছিলো,,যদি আমার খাবারের পাতে বমি করে !! যাইহোক,,বিষয়টা প্রাকটিক্যালী আমরা দেখিনি। তাদের খাওয়ার স্টাইল ও বমি করার স্টাইল আমাদের জানা নেই। আল্লাহ তার রসূলের(সাঃ)মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন তা বিশ্বাস করতে হবে। আসুন ওদেরকে সূতো বানাই.....

যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন।’

[আবূ দাঊদ : ১৫২০; ইবন মাজা : ৩৮১৯; তাবরানী : ৬২৯১]

‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।’

বুখারী : ৫৯৮৫; মুসলিম : ৪৬৩৯]

বিষয়: বিবিধ

৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File