আজ ঈদ তাই টানলাম !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪২:২৫ সকাল
সকালে ঈদের মাঠে সর্বপ্রথম আমিই গিয়েছি। সকালে বেশ ঠান্ডা ছিলো। ভেতরে সুয়েঠার ও বাইরে পাঞ্জাবী এবং মাথায় শীতের টুপি পরে এক শেডের নীচে বসে ঈমাম বুখারীর কিতাবুল মাগাজী পড়ছিলাম। কিতাবুল মাগাজী হল রসূল(সাঃ)এর জীবদ্দশায় ঘটিত যুদ্ধসমূহ। বেশ ভালো লাগছিলো।
বেশ কিছুক্ষন পর এক বুড়ো ভাই আসল। উনি ওরেগন স্টেটের পানি সংক্রান্ত বিষয়ে একজন বিশেষজ্ঞ প্রকৌশলী হিসেবে কর্মরত। খানিক পর বুড়ো ঈমাম সাহেব আসলেন এবং আমার অবস্থা দেখে রসিকতা করে আলাস্কান লোক হিসেবে রসিকতা করলেন। এরপর একে একে মানুষ আসতে থাকল। যুবক ঈমাম ইউসুফ ভাই সকাল ৮টায় ১২ তাকবীরের সাথে ঈদ নামাজ পড়ালেন।লম্বা ২ কাতার হল পুরুষের আর নারীরা আমাদের অনেক পেছনে সম্ভবত ২ কাতার করেছিলো যদিও ঠিক খেয়াল করিনি কয়টা কাতার করেছিলো। ইউসুফ অত্যন্ত স্মার্ট ,সুন্দর লোক। খুবই সাংঘাতিক বক্তা। মুসলিমের চরিত্র,আচরন ঠিক কেমন হওয়া উচিৎ এবং বর্তমানে কেমন সেটা তার বক্তব্যে আসল। নও মুসলিশদের জন্যে প্রেরনামূলক বক্তব্যও ছিলো।
সবশেষে খাওয়া দাওয়া। যদিও এবার আইটেম কম ছিলো কিন্তু যা ছিলো তা টানলাম আযান দিয়ে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির আরবীয় স্টুডেন্টরা আমার সাথে ফটোসেশনে অংশ নিলো। মনে হল আমি তাদের কেন্দ্রীয় চরিত্র। নানান লোক একে একে এসে ছবি উঠালো। আমি আমার ক্যামেরায় মাত্র একটি তুলেছি তাদের সাথে। বেশ কিছু বাঙ্গালী ভাই,আফ্রিকান ভাই,আরবী ভায়েদের সাথে অত্যন্ত আবেগঘন মুহুর্ত কাটলো। খুবই খাতির করল। আল্লাহ তাদের সবাইকে কবু করুক এবং সর্বোত্তম প্রতিদান প্রদান করুক !
আজ ঈদের দিন, কিন্তু কিছু রান্না করিনি। সময় পাইনি।নামাজ থেকে ফিরে কাজে গেলাম। পরে আর রান্না করা হয়নি। তবে মনে ফুর্তি আছে ১৬ আনা।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ আমেরিকাতে ঈদের দিন সরকারী ছুটি দেওয়া হয় না ?
নাকি আমরা একটু বেশীই উৎসব প্রিয় (ধর্ম যার যার উৎসব সবার !)?
ঈদ মোবারক!!
আইটেমলিস্ট দিতে সময় মেলেনি, তাই!!
টানতে যে বেশি পারেন নাই সেটা বর্ণনা দেখেই বুঝা যায় ।
মন্তব্য করতে লগইন করুন