এহি হে হাকিকাত...

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ জুলাই, ২০১৬, ০৮:৫২:৫৮ সকাল

পূর্বে কেউ আত্মীয়ের বাড়ি গেলে অন্তত এক সপ্তাহ থাকত,কেউ কেউ মাসাধিককালও থাকত। এতে কেউ কিছু মনে করত না। একেবারে গরিব মানুষের বাড়িতেও আত্মীয় স্বজন বেড়াতে আসত এবং দীর্ঘদিন থাকত। সম্পদের প্রাচুর্য না থাকলেও এ সাংষ্কৃতি সযত্নে রক্ষিত ছিলো।

অতিথীর সামনে কখনও অভাব প্রকাশ করা হত না। বরং অতিথী যেদিন চলে যেতে চাইত,সেদিন যেতে না দেওয়াই ছিলো রীতি। গৃহকর্তা বলত, আর কটাদিন থেকে যান,বা আগামী কাল ...পরশু যান। গৃহকর্তার কথা রেখে অতিথী থেকে যেত। অতিথী আত্মীয় বাড়িতে নিজের মত থাকত এবং বেশ খাতির যত্ন পেত। যদিও উপার্জনক্ষম ব্যক্তি মাত্র একজনই ছিলো কিন্তু তারপরও একাধিক সন্তানাদি নিয়ে তাদের চলে গেছে।

আজ সম্পদের প্রাচুর্য পূর্বের থেকে বেশী কিন্তু কেউ কারো বাড়ি যেতে চায়না অথবা কারো বাড়ি অতিথী আসাকে পছন্দ করা হয়না। অতিথীও তেমনই ব্যস্ত মানুষ তাই কারো বাড়িতার যাওয়াও হয়না। এমনকি মোবাইলের যুগেও দীর্ঘদিন ফোন করাও হয়না। একই পরিবারে উপার্জনক্ষম মানুষের পরিমান বেশী,উপার্জনকারীর সংখ্যা বেশী,অর্থের যোগান বেশী কিন্তু সকলেই যেন অভাবী।

পূর্বে বেকারের সংখ্যা যথেষ্ট বেশী ছিলো কিন্তু চাকুরীর জন্যে কুত্তা পাগল অবস্থা ছিলোনা। সকাল থেকে রাত পর্যন্ত জীবীকার পেছনে এত মেহনত পূর্বের লোকেরা করেনি অথচ তাদের বেশ চলে গেছে হাসি আনন্দে। এখনকার মানুষ হাসতেও ভুলে গেছে,সর্বদা টেনশন,হাহাকার। মানুষের ভেতর থেকে সরলতা উঠে গেছে,এখন কপটতা সে স্থান দখল করে ফেলেছে। অবিশ্বাস করাই এখনকার বৈশিষ্ট্য।

প্রযুক্তির উন্নয়ন,যোগাযোগের উন্নতি,অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদীর যে ফলাফল আশা করার কথা ছিলো তা হয়নি। বরং উল্টোটা হয়েছে। এর কারন হল মানুষের উপর থেকে রহমত ক্রমান্বয়ে উঠিয়ে নেওয়া হয়েছে তাদের আচরনের পরিবর্তনের কারনে। তারা এখন নিজেরাই নিজেদের দ্বারা নিষ্পেষিত। অকৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতেও লাঞ্চিত করেন !

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375486
২৯ জুলাই ২০১৬ সকাল ১১:৩৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি যেহেতু ভোজন রসিক তাই মনে হয় আপনার আত্নিয়রা আপনাকে ভয় পায়। হাহা। অবশ্য ঠিক বলেছন মানুষ এর আন্তরিকতা নষ্ট হয়ে গেছে
৩০ জুলাই ২০১৬ রাত ০৯:৫৯
311382
দ্য স্লেভ লিখেছেন : ঠিক কথাই বলেছেন,একেবারে উত্তমHappy Happy
375490
২৯ জুলাই ২০১৬ দুপুর ১২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেরা মানবতা বোধ হারিয়ে আল্লাহর উপর কেন রহমত উঠিয়ে নেওয়ার অভিযোগ করছি!!!
৩০ জুলাই ২০১৬ রাত ০৯:৫৯
311381
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ বলেছেন খারাপ যা কিছু পাই তা অআমাদের কামাই....রহমত এমনেই উঠেনি....কিছু যে আছে সেটাই বেশী
375501
২৯ জুলাই ২০১৬ রাত ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : হাজার কথার সেরা কথা-" অকৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতেও লাঞ্চিত করেন !"আমার বাড়ি দাওয়াত দিলাম। আমার ধারণা যে যার কিসমতেরটাই খায়, তা যেখানেই হোক।ধন্যবাদ।
৩০ জুলাই ২০১৬ রাত ০৯:৫৮
311380
দ্য স্লেভ লিখেছেন : জি ইনশাআল্লাহ পুটির মাকে নিয়ে আসব দুটো ভালো মন্দ খাব Happy
375508
২৯ জুলাই ২০১৬ রাত ১০:১৯
আফরা লিখেছেন : আগের দিনের কথা আর বলে লাভ নেই । আগে যোগাযোগ ব্যাবস্থা ভাল ছিল না কারো খোজ খবর নেওয়ার জন্য তাদের বাড়ি যেত হত । এখন তো ঘরে বসেই সেটা করা যায় !!

তবে মনে হয় একে অন্যের কাছে যাওয়া-আসাতে যে আন্তরিকতা বাড়ত ফোনে যোগাযোগে সেটা সম্ভব না ।
৩০ জুলাই ২০১৬ রাত ০৯:৫৬
311379
দ্য স্লেভ লিখেছেন : লেখাটা মনে হয় ভালো করে পড়েননি। বলেছি যে মোবাইল থাকলেও দীর্ঘদিনেও খোজ খবর করেনা এখন Happy
375600
৩১ জুলাই ২০১৬ সকাল ০৭:৫১
কুয়েত থেকে লিখেছেন : কেউ কারো বাড়ি যেতে চায়না অতিথী আসাকে পছন্দ করা হয়না। অতিথীও তেমনই ব্যস্ত মানুষ তাই কারো বাড়িতার যাওয়াও হয়না। অনেক ধন্যবাদ
৩১ জুলাই ২০১৬ সকাল ১০:৪০
311432
দ্য স্লেভ লিখেছেন : জি ভাই সবাই ব্যস্ত
375619
৩১ জুলাই ২০১৬ সকাল ১১:৫৯
তবুওআশাবা্দী লিখেছেন : কতগুলো দোষেতো দেখি আমিও অপরাধী চূড়ান্ত ভাবে|তাই আর কোনো মন্তব্য করতে পারছি না|সত্যিই বলেছেন সব| ঝরঝরে সত্যি|ধন্যবাদ রইলো|
৩১ জুলাই ২০১৬ রাত ১০:৪২
311481
দ্য স্লেভ লিখেছেন : জি একেবারে নিরেট সত্যি। সময় থাকতে এখনও ঠিক করতে হবে নইলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী......
375656
৩১ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৬
হতভাগা লিখেছেন : তবে যারা প্রবাসী তারা যদি দেশে বেড়াতে আসে তাহলে আত্মীয় স্বজনের তরফ থেকে সমাদরের কমতি থাকে না ।
৩১ জুলাই ২০১৬ রাত ১০:৪২
311482
দ্য স্লেভ লিখেছেন : জি এটা চরম সত্যি Happy
০১ আগস্ট ২০১৬ সকাল ০৯:০০
311490
হতভাগা লিখেছেন : গরুর গোস্ত , কাচ্চি , চিকেন ফ্রাই খুবসে সাটিয়ে দেওয়া যায়
০২ আগস্ট ২০১৬ রাত ০৮:৩০
311564
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহাহাহা...তা তো যায়'ই Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File