ওরে আজ ঈদ,,,সত্যি আজ ঈদ....!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ জুলাই, ২০১৬, ০৮:৫৮:১০ সকাল
আহা আজ ঈদ তাই পেটের আনাচে কানাচে আনন্দ।
আজ ঈদ তাই পেটের অনু মরমানুতে আনন্দ।।
আজ ঈদ তাই পেটের নিউট্রন ইলেকট্রনে খাবারের সুগন্ধ।
আজ ঈদ তাই নেপালের রাজধানী নেপচুন থেকে আমেরিকার রাজধানী প্লুটো পর্যন্ত আনন্দ।।
সাত সকালে ফজরের পর লেবুর রস,এপল সাইডার ভিনেগার,অলিভ ওয়েল খেলাম খালি পেটে। এরপর আর কিছু খাইনি...কারনটা বুঝতেই পারছেন....দুই দুইটা দাওয়াত !!
প্রথমে এক ব্যবসায়ী বড় ভায়ের বাসায় গেলাম সকাল সাড়ে ৭টার পর। বিফ পেটিস আর ঘন দুধের সাথে চমৎকার রান্না সেমাই টানলাম। কিন্তু বেশী না। পেটের আন্দাজ বুঝে খেলাম। পার্ফেক্ট মাপ !
এবার ঈদের নামাজে গেলাম। বরাবরের মত আরবীয়রা আয়োজন করেছে। ১২ তাকবীরে নামাজ আদায় করলাম। এরপর হুজুর প্রায় ঘন্টাকাল ব্যপী লম্বা খুৎবা দিলেন,যা মানুষের ধৈর্যচ্যুতি ঘটালো প্রায়। সবসময়ই এই ভুলটা দেখী। আমার ধারনা মতে এটা সর্বোচ্চ ২০/২৫ মিনিট হওয়া ভালো। পেছনের সারীতে নারীগন ছিলেন এবং শিশুরা। অনেক বাচ্চা কান্নাকাটি করছিলো তবুও হুজুরের বয়ান থামল না। প্রচুর আমেরিকান নও মুসলিম দেখলাম।
নামাজ শেষে ব্যপক কোলাকুলি করলাম। এদের পক্ষ থেকে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে কিন্তু ফিরেও তাকালাম না। বাইরে এক এরাবিয়ান টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিল,দিলাম জাতির উদ্দেশ্যে ১ মিনিট ভাষণ। ওরেগন স্টেট ইউনিভার্সিটির প্রসিদ্ধ প্রফেসরের বাসায় গেলাম,পূর্বেই উনি দাওয়াত করেছিলেন। অবশ্য আমি দাওয়াত ছাড়াও খাই।
প্রফেসর সাহেব দেশী মাস্টার মশাইদের মত গরিব নন। ব্যপক পয়সা ওয়ালা লোক। ওসবে কাজ নেই, আমার খাওয়া দরকার। আল্লাহ পুরো ৩০টা দিন দিনের বেলা আমাকে খেতে দেয়নি,তাই উনি আজ এরকম একটি খাবার আমাকে খাওয়ালেন। মুরগী খাওয়া লোক আমিনা,কারন এটা দেশী মুরগী না। গরুর গোস্তের ঝোল ঝোল রান্না,গরুর গোস্ত কিমা করে রান্না,গরুর গোস্ত হাফ কিমা করে ভিন্ন স্বাদের রান্না। আরও যে কত কি......জেলেরা নদীতে জাল ফেলে যেভাবে টানে আমি শুধু সেভাবে টানলাম.......টানতেই থাকলাম।
এবার নানান রকম মিস্টি আর পায়েস। আমি সচরাচর পায়েস খেয়ে মজা পাইনা। কিন্তু এ পায়েস তো অমৃত। গলায় আঙ্গুল না দিয়েই অনুমান করলাম আরও ১" খালি আছে,পূর্ণ করলাম। সেই থেকে এই পর্যন্ত আর কিচ্ছু খাইনি। সাইকেল চালালাম প্রায় ঘন্টা খানেক,সাতার কাটলাম ১১৫০মিটার। এরপর অল্প আনারস আর আম খেলাম। মোটেও ক্ষুধা লাগেনি। সাতার কাটার সময় খেয়াল করলাম রোজা আমার স্টেমিনা বাড়িয়ে দিয়েছে। রোজা সত্যিই অসাধারন। আমার ওজন কমেছে ২কেজী শরীর বেশী ঝরঝরে লাগছে। ভাবছি মাঝে মাঝে রোজা রাখলে মন্দ হয়না। আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউসে ব্যপক খাওয়ান !
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইস আপনার ফর্মুলা টা যদি আগে পাইতাম লেবু,ভিনিগার,অলিভ ওয়েল সব বাসায় ছিল!!!
আমিও এই মাত্র বাসায় আসলাম প্রথম কিস্তির খানা শেষ করে। আহ!!!
খানাদানার মধ্যে ঈদের আনন্দ একশত ভাগ পূর্ণ হোক এটাই প্রত্যাশা।
ঈদ মোবারক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ঈদ মোবারক, تقبل الله منا و منكم
খাওয়া মুবারাক
মন্তব্য করতে লগইন করুন