ওরে আজ ঈদ,,,সত্যি আজ ঈদ....!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ জুলাই, ২০১৬, ০৮:৫৮:১০ সকাল



আহা আজ ঈদ তাই পেটের আনাচে কানাচে আনন্দ।

আজ ঈদ তাই পেটের অনু মরমানুতে আনন্দ।।

আজ ঈদ তাই পেটের নিউট্রন ইলেকট্রনে খাবারের সুগন্ধ।

আজ ঈদ তাই নেপালের রাজধানী নেপচুন থেকে আমেরিকার রাজধানী প্লুটো পর্যন্ত আনন্দ।।

সাত সকালে ফজরের পর লেবুর রস,এপল সাইডার ভিনেগার,অলিভ ওয়েল খেলাম খালি পেটে। এরপর আর কিছু খাইনি...কারনটা বুঝতেই পারছেন....দুই দুইটা দাওয়াত !!

প্রথমে এক ব্যবসায়ী বড় ভায়ের বাসায় গেলাম সকাল সাড়ে ৭টার পর। বিফ পেটিস আর ঘন দুধের সাথে চমৎকার রান্না সেমাই টানলাম। কিন্তু বেশী না। পেটের আন্দাজ বুঝে খেলাম। পার্ফেক্ট মাপ !

এবার ঈদের নামাজে গেলাম। বরাবরের মত আরবীয়রা আয়োজন করেছে। ১২ তাকবীরে নামাজ আদায় করলাম। এরপর হুজুর প্রায় ঘন্টাকাল ব্যপী লম্বা খুৎবা দিলেন,যা মানুষের ধৈর্যচ্যুতি ঘটালো প্রায়। সবসময়ই এই ভুলটা দেখী। আমার ধারনা মতে এটা সর্বোচ্চ ২০/২৫ মিনিট হওয়া ভালো। পেছনের সারীতে নারীগন ছিলেন এবং শিশুরা। অনেক বাচ্চা কান্নাকাটি করছিলো তবুও হুজুরের বয়ান থামল না। প্রচুর আমেরিকান নও মুসলিম দেখলাম।

নামাজ শেষে ব্যপক কোলাকুলি করলাম। এদের পক্ষ থেকে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে কিন্তু ফিরেও তাকালাম না। বাইরে এক এরাবিয়ান টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিল,দিলাম জাতির উদ্দেশ্যে ১ মিনিট ভাষণ। ওরেগন স্টেট ইউনিভার্সিটির প্রসিদ্ধ প্রফেসরের বাসায় গেলাম,পূর্বেই উনি দাওয়াত করেছিলেন। অবশ্য আমি দাওয়াত ছাড়াও খাই।

প্রফেসর সাহেব দেশী মাস্টার মশাইদের মত গরিব নন। ব্যপক পয়সা ওয়ালা লোক। ওসবে কাজ নেই, আমার খাওয়া দরকার। আল্লাহ পুরো ৩০টা দিন দিনের বেলা আমাকে খেতে দেয়নি,তাই উনি আজ এরকম একটি খাবার আমাকে খাওয়ালেন। মুরগী খাওয়া লোক আমিনা,কারন এটা দেশী মুরগী না। গরুর গোস্তের ঝোল ঝোল রান্না,গরুর গোস্ত কিমা করে রান্না,গরুর গোস্ত হাফ কিমা করে ভিন্ন স্বাদের রান্না। আরও যে কত কি......জেলেরা নদীতে জাল ফেলে যেভাবে টানে আমি শুধু সেভাবে টানলাম.......টানতেই থাকলাম।

এবার নানান রকম মিস্টি আর পায়েস। আমি সচরাচর পায়েস খেয়ে মজা পাইনা। কিন্তু এ পায়েস তো অমৃত। গলায় আঙ্গুল না দিয়েই অনুমান করলাম আরও ১" খালি আছে,পূর্ণ করলাম। সেই থেকে এই পর্যন্ত আর কিচ্ছু খাইনি। সাইকেল চালালাম প্রায় ঘন্টা খানেক,সাতার কাটলাম ১১৫০মিটার। এরপর অল্প আনারস আর আম খেলাম। মোটেও ক্ষুধা লাগেনি। সাতার কাটার সময় খেয়াল করলাম রোজা আমার স্টেমিনা বাড়িয়ে দিয়েছে। রোজা সত্যিই অসাধারন। আমার ওজন কমেছে ২কেজী শরীর বেশী ঝরঝরে লাগছে। ভাবছি মাঝে মাঝে রোজা রাখলে মন্দ হয়না। আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউসে ব্যপক খাওয়ান !

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374141
০৭ জুলাই ২০১৬ সকাল ১০:১৫
নাবিক লিখেছেন :
আজ ঈদ তাই নেপালের রাজধানী নেপচুন থেকে আমেরিকার রাজধানী প্লুটো পর্যন্ত আনন্দ।।
Day Dreaming

০৭ জুলাই ২০১৬ সকাল ১১:০৩
310414
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৭ জুলাই ২০১৬ সকাল ১১:০৪
310415
দ্য স্লেভ লিখেছেন : ঈদ মোবারক
374145
০৭ জুলাই ২০১৬ দুপুর ০১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেপচুনের খানা খান না্ই????

ইস আপনার ফর্মুলা টা যদি আগে পাইতাম লেবু,ভিনিগার,অলিভ ওয়েল সব বাসায় ছিল!!!
আমিও এই মাত্র বাসায় আসলাম প্রথম কিস্তির খানা শেষ করে। আহ!!!
০৮ জুলাই ২০১৬ রাত ০৩:০৮
310436
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহাহাহা....তবে টানতে থাকেন...আপনাদের ঈদ তো চলবে ৭দিন Happy
374147
০৭ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই। আপনার লিখা পড়ে হাসতে হাসতে শেষ। এমন ভোজন রসিক আর ভোজন বিলাসী মানুষ জীবনে দেখার খুব কমই অভিজ্ঞতা আছে আমার!

খানাদানার মধ্যে ঈদের আনন্দ একশত ভাগ পূর্ণ হোক এটাই প্রত্যাশা।

ঈদ মোবারক।
০৮ জুলাই ২০১৬ রাত ০৩:০৯
310437
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। দুনিয়ায় আল্লাহ যে নিয়ামত রেখেছেন তার প্রধান হল আত্মা জুড়ানো স্ত্রী,আর দ্বিতীয়টা হল খাওয়া। খাওয়া ছাড়া দুনিয়ায় মহান আর কোনো কাজ নেই। থাকলেও তা পরে.....ঈদ মোবারক
374153
০৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:১৪
তবুওআশাবা্দী লিখেছেন : "ভাবছি মাঝে মাঝে রোজা রাখলে মন্দ হয়না। আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউসে ব্যপক খাওয়ান "| আমিন !
০৮ জুলাই ২০১৬ রাত ০৩:১১
310438
দ্য স্লেভ লিখেছেন : আসলেই কাহিনী সত্য। রোজা দারুন জিনিস। সওযাবও পাব আবার স্বাস্থ্যও ভালো থাকবে.....আল্লাহর কি কাহিনী,,,ভেবে কুল পাইনা..Happy
374157
০৭ জুলাই ২০১৬ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : ঈদ মুবারক। টানা শুনে ঢিল দিলাম। চলুক। দোওয়া করি জান্নাতে আল্লাহ যেন আপনাকে খাদ্য মন্ত্রী নিদেন বাবুর্চী বানিয়ে দেন।
০৮ জুলাই ২০১৬ রাত ০৩:১১
310439
দ্য স্লেভ লিখেছেন : তাইলে জান্নাতে আপনকে দাওয়াত। আল্লাহকে অনুসয়ের সাথে অনুরোধ করব,আপনার স্টাটাস যেন কয়েট কাঠি বাড়িয়ে দেন সেখানে Happy
374175
০৮ জুলাই ২০১৬ রাত ১২:১০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ জুলাই ২০১৬ রাত ০৩:১৩
310440
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম জনাবা সিস্টার। আপনার খাওয়াটা ভালো লাগল শুনে প্রিত হলুম Happy
374237
০৯ জুলাই ২০১৬ দুপুর ০২:৫০
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ঈদ মোবারক, Rose Rose Rose Rose تقبل الله منا و منكم


খাওয়া মুবারাক Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat Eat
১০ জুলাই ২০১৬ সকাল ১০:২৭
310522
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। ঈদ খাওয়া মোবারক Happy
378666
১৩ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:০৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জানিনা এর সমালোচনা করা উচিত নাকি উৎসাহ দেয়া উচিৎ? তবে লেখা বরাবরের মতই উপভোগ্য।
১৪ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
313689
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File