পরকীয়া নাকি স্বকিয়া !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ জুন, ২০১৬, ১১:৩২:৪০ রাত



একটা সংবাদে দেখলাম বাংলাদেশের এক বিশাল সাহসী আধুনিকা নারী সাদীয়া নাসরিন লিখেছেন :

.....অনেক হয়েছে। যথেষ্ট। এবার থামাও মেয়ে। ঘুরে দাঁড়াও। ওরা এমনিতে থামবে না। ওদের থামাতে হবে। চরিত্রের জুজুর ভয় আর কতো? “পরকিয়া” মানে কি? পরের সাথে যে কিয়া? আরে ! আমি যদি কারো সাথে “কিয়া” করি, সে কি আর “পর” থাকে? তাহলে পরকিয়া হয় কেমনে? সে তো “স্বকিয়া”। প্রতিটা প্রেম, প্রতিটা সম্পর্কই তো বাস্তবতা। সম্পর্কে অতীত বলে তো কিছু নেই। যদি কোন সম্পর্কে জড়িয়ে যাও জীবনের যে কোন প্রান্তে, সে সম্পর্ক স্বীকার করে নেয়ার সাহস অর্জন করো, মেয়ে।

ঘুরে দাঁড়াও। চিৎকার করে বলো, আমি “স্বকিয়া” করি। কোন সমস্যা? মনে রেখ, রাম-রহিম সবাই তোমাকে সীতা হিসেবেই চায়। অতএব, তোমাকেই ঠিক করতে হবে তুমি আর কতযুগ অগ্নিপরীক্ষা দিবে একটা চারিত্রিক সনদের জন্য। অতএব চ্যালেঞ্জ করো।

জাগো, মেয়ে, বাঁচো। যেমন খুশি তেমন বাঁচো। তুমুল বাঁচো।

=================================

আমার ধারনা বাংলাদেশের বেশীরভাগ লোক মনে করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে পরকীয়া অহরহ ঘটে থাকে। এটা ঠিক যে এসব দেশে ফ্রি-মিক্সিং হয় কিন্তু সেটার একটা রূপ আছে। নারী পুরুষ নিজেকে স্বাধীন মনে করার কারনে সহজে একে অপরের সান্নিধ্যে আসতে পারে এবং সমাজও তা সমর্থন করে। কিন্তু এর একটা বিশ্বস্ততা রয়েছে। প্রেমিক,প্রেমিকা বা স্বামী-স্ত্রীর ভেতর বিরাট বিশ্বাসগত সম্পর্ক রয়েছে এবং এরা সেই বিশ্বস্ততার মূল্য বোঝে। এরা মনে করে সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বস্ত হওয়ার কোনো বিকল্প নেই।

এই বিশ্বস্ততা এতটাই প্রবল যে কারো প্রেমিক বা প্রেমিকার সাথে কেউ যদি গোপনে সাধারন কথা,যেমন কেমন আছো ? কেমন চলছে ? হাই হ্যালো মার্কা কথাও বলে তাহলে প্রেমিক/প্রেমিকা(স্বামী-স্ত্রী) সন্দেহ শুরু করে। কেউ কেউ উদার বটে,তবে বেশীরভাগই বিষয়টাকে ভালোভাবে নেয় না। কারন ভালোবাসার লোকটিকে কেউ ভাগাভাগি করতে চায়না। আর ভালোবাসাটি তীব্রতর হলে সন্দেহের মাত্রাও বাড়ে। সবসময় আগলে রাখার প্রবনতা তৈরী হয়। এই প্রবনতাটি সহজাত।

এর বিপরীতে কেউ অন্যের সাথে সম্পর্ক তৈরী করেনা তা নয়। কিন্তু যখন সম্পর্ক তৈরী করে তখন তারা নিশ্চিত জানে যে ,আমার স্বামী/স্ত্রীর সাথে বিচ্ছেদ অনিবার্য। এসব ক্ষেত্রে বাংলাদেশী বা ভারতীয় নারী,পুরুষের থেকে ইউরোপ,আমেরিকার নারী পুরুষটা মারাত্মক কট্টর। এরে পারষ্পরিক সম্পর্ক সাধারনত দীর্ঘস্থায়ী হয়না,তার অনেক কারনও আছে কিন্তু এদের এই চরিত্রটি দেখে বাহবা দিতেই হয়। এরা একজনের সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্যের সাথে যোগাযোগ মোটেও পছন্দ করেনা,মেনে নেয়না।

আমি আমার সহকর্মীদের ভেতর বেশ কিছু অবস্থা লক্ষ্য করেছি। সুঠাম দেহী,সুন্দর চোহারার একজন বিবাহিত ছেলে সহকর্মীর সাথে সক্ষতা গড়তে চাচ্ছিলো আমার অন্য এক মেয়ে সহকর্মী। কিন্তু ছেলে সহকর্মী তাকে স্পষ্ট করে বলল-আমার স্ত্রী রয়েছে। এমনকি নারীসুলভ আচরনে তাকে অনেকবার আকৃষ্ট করতে ব্যর্থ হল। তারপর মেয়েটিও তাকে সম্মান করে অন্য জনের কাছে গেল। এরকম একটি ঘটনা নয় অনেকগুলো ঘটনা দেখেছি। মাত্র একটি ঘটনায় ব্যতিক্রম পেয়েছি কিন্তু পরে সে লোকটি নিজেই পিছু হটেছে।

পুরো ইউরোপ,আমেরিকার দেশগুলোতে জনমত জরিপ করেও খুব বেশী সংখ্যক লোক পাওয়া যাবেনা যারা উপরোক্ত আধুনিক জনাবার মতকে সমর্থন করবেন। কিছু সংখ্যক দুষ্চরিত্রবান মানুষ ছাড়া আর কারো সমর্থনের সুযোগ নেই। অবশ্য বিষয়টা যদি এমন হয় যে, এই লেখিকা তাসলিমা নাসরিনের মত উদার হয়ে সকলের ঘরে ঘরে প্রবেশ করবে, তাহলে তাকে পেতে চাওয়া সকলেই তার মত সমর্থন করবে কিন্তু নিজের প্রেমিকা,স্ত্রীকে এই তত্ত্ব মেনে উদার হয়ে অন্যের দিকে ঠেলে দিবেনা,সম্ভব নয়। কারন ভালোবাসা কেউ বিসর্জন দিতে চায়না।

এই মহিলা যেভাবে পরকীয়াকে জায়েজ বানানোর থিওরী আওড়ালো ,তা তার পক্ষ থেকে কিছু মানুষরূপী কুকুর এবং শুয়োর সম্প্রদায় গ্রহন করতে পারে। অথবা তাকে পেতে চেয়ে তার আশপাশে ঘুরঘুর করা কিছু পুরুষ এটা কপটতার সাথে সমর্থন করতে পারে। প্রানী জগতে শুওরের এই গুনটি রয়েছে। আশাকরি এই রমজানে শুয়োর থিওরীগুলো প্রত্যাখ্যাত হবে।

কেউ অশ্লীল কাজ করলে পাপটা কেবল নিজের উপরই বর্তায় এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করেন,কিন্তু যারা অশ্লীলতার প্রসার ঘটায়,তারা কেবল নিজেরা এটাতে জড়ায় না,বরং তারা একটি রাস্তা তৈরী করে যার মাধ্যমে অন্যরা এদিকে ধাবিত হয়,ফলে সে ব্যক্তি বহু সংখ্যক লোকে পাপের দায়ভার গ্রহন করে। তওবা করে ফিরে না আসলে আখিরাতে তাদের খবর আছে।

বি:দ্র: উক্ত লেখিকাকে শিক্ষিত বলা গেলনা,কারন উনি দুনিয়ার ব্যাপারে কোনো বিশেষ ধারনা রাখেন বা মানুষের চরিত্রের ব্যাপারে তেমন ধারনা রাখেন বলে প্রমানিত হয়নি। নিজের অশ্লীল চিন্তা জোর করে প্রকাশ করলেন,এছাড়া আর কিছু নয়।

বিষয়: বিবিধ

২৭৯৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373340
২৭ জুন ২০১৬ রাত ১১:৪৬
নাবিক লিখেছেন : কতোটা মস্তিষ্ক বিকৃতি ঘটলে এ ধরণের কথা বলা যায় বসে বসে তাই ভাবছি। Thinking
২৮ জুন ২০১৬ রাত ১২:১৯
309902
দ্য স্লেভ লিখেছেন : হ্যা অামিও তাই ভাবছিলাম কতটা ছাগী
373341
২৭ জুন ২০১৬ রাত ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনি বোধহয় এই বেসিক চিন্তা টাই করেন নি যে পরকিয়া শুধু নারী নয় পুরুষরাও করতে পারে। কিংবা তার চিন্তা হচ্ছে এমন একজন স্বামির থেকে ভরনপোষন নিবেন আর অসংখ্য পুরুষ এর দেহ ভোগ করবেন!!
এই ধরনের চিন্তা ধারা যার কখনই মানসিক ভাবে সুস্থ হতে পারে না।
২৮ জুন ২০১৬ রাত ১২:২০
309903
দ্য স্লেভ লিখেছেন : অসুস্থ্য চিন্তা ভাবনা,এরা ব্যক্তি জীবনে চরম অসন্তুষ্ট তাই এরকম করে থাকে।
373343
২৮ জুন ২০১৬ রাত ১২:২৬
শেখের পোলা লিখেছেন : চাচা ভাতিজা এক মত। বাংলাদেশে বসে অনেকেই অনেক পরীর স্বপ্ন দেখে, কানাডা আমেরিকায় এসে দেখে উল্টোটা। ফ্রি মিক্সিং মানে বহুগামী নয় এটা বুঝতে সময় লাগে না। কেউবা ধরা খেয়ে বোঝে। ঐ মহীলা হয়ত তাসলীমা, তারাণা,সারাদের মুরীদ। এরা সাজের বিষাক্ত কীট। ধন্যবাদ।
২৮ জুন ২০১৬ রাত ০১:৫১
309905
দ্য স্লেভ লিখেছেন : আসলেই ছাগল। মাথায় সাধারন জ্ঞানও নেই। সে কাওকে গবীরভাবে ভালোবাসলে এরকম কথা বলত না।
373355
২৮ জুন ২০১৬ রাত ০৪:৪৭
পললব লিখেছেন : মনে হয় পঞ্চরস (প্রেমভাজা)খেয়ে মেতেছে।
২৮ জুন ২০১৬ সকাল ০৫:১৩
309914
দ্য স্লেভ লিখেছেন : হ্যা বাউলদের প্রেমভাজা খেয়েছে....
373370
২৮ জুন ২০১৬ সকাল ১০:৫৫
হতভাগা লিখেছেন : আমেরিকানদের নিয়ে যেসব ধারণা হয়েছে এইসব পরকীয়া নিয়ে তা তাদের হলিউডি মুভি দেখেই । আপনাদের মত ভাগ্যবান কতজন আছে যে স্বপ্নের দেশে গিয়ে চাক্ষুষ উনাদের স্বভাব চরিত্র সম্পর্কে জ্ঞান লাভ করবে ?

যেসব মুভি উনাদের সম্পর্কে নেতিবাচক ইঙ্গিত দেয় এরকম মুভি ওরা বানাতে দেয় কেন ?

অন্যদেরকে খারাপ পথ দেখিয়ে নিজেরা সাধু সেজে থাকা কি ভাল মানসিকতার লক্ষণ ?
২৮ জুন ২০১৬ রাত ০৯:৫৪
309979
দ্য স্লেভ লিখেছেন : ওরা জানে বোঝে সব কিন্তু নিজেরা খারাপ কাজ করে খারাপ পরিনতি ভোগ করেছে,এখন অন্যদেরকেও সেভাবে চায়
373373
২৮ জুন ২০১৬ সকাল ১১:০৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ঐ মাইয়ার চেহারা সুরত দেখলাম বাংলা পাঁচ। বিয়েশাদী আদৌ হয়েছে কিনা কে জানে! হলেও মনে হয় স্বামী লাইক করে না। তাইতো কামনা মেটাতে পরকীয়া তার পছন্দ। ন্যাংটারতো বাটপারের ভয় নেই।

পতিতাদের মাঝেও সম্ভবত একটা অপরাধবোধ কাজ করে। এ মেয়ে পতিতারও অধম।

২৮ জুন ২০১৬ রাত ০৯:৫৫
309980
দ্য স্লেভ লিখেছেন : মনে হয় তার নিজের জীবনটা ছ্যাড়াবেড়া,,,তাই অন্যকেও টানছে
373381
২৮ জুন ২০১৬ দুপুর ০২:৩১
কুয়েত থেকে লিখেছেন : উনি দুনিয়ার ব্যাপারে কোনো বিশেষ ধারনা রাখেন না মানুষের চরিত্রের ব্যাপারে তেমন ধারনা রাখেন বলেও প্রমানিত হয়নি। নিজের অশ্লীল চিন্তা জোর করেই প্রকাশ করলো লেখাটি ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২৮ জুন ২০১৬ রাত ০৯:৫৬
309981
দ্য স্লেভ লিখেছেন : জজাকাল্লাহ খায়রান, আসলেই তাই। এরা লিখতে পারে এটা ঠিক কিন্তু মাথায় মাল মশলা কম।
373402
২৮ জুন ২০১৬ বিকাল ০৪:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! যার লাজ্জা নাই তার চোখে আবার মোটা কাজল। এসব জ্ঞানহীনকেই বলা হয় পশুর সমান রোজা রেখে আর বেশী কিছু বলতে পারবোনা। আল্লাহ্ হেদায়াত দিক এইসকল উম্মাদদেরকে।
২৮ জুন ২০১৬ রাত ০৯:৫৮
309982
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা কুপমুন্ডুক। কিছু সুশীল আর মিডিয়া বাতাশ দেয় বলে এখনও বেচে আছে। ব্যক্তি জীবনে চরম অসুখী তসলিমার মত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File