গরুর গোস্ত দিয়ে সংযম শুরু করলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ জুন, ২০১৬, ০২:০১:৫৬ রাত
আলহামদুলিল্লাহ আজ থেকে আমেরিকা ও কানাডায় রোজা শুরু হল। এবার প্রচন্ড গরম পড়ছে। কিন্তু অবাক কান্ড আবহাওয়া ওয়েবসাইটে দেখলাম আমার এখানে আগামী ১৫ দিন পর্যন্ত বেশ আরামদায়ক আবহাওয়া। পরবর্তী ১৫দিনও এমন কঠোর গরম নয় তবে গরম। অথচ গতকাল এবং পূর্বের ৩/৪দিন প্রচন্ড গরম ছিলো। একেই বলে রহমত।অবশ্য প্রচন্ড গরম পড়লেও আমি আল্লাহর উপর খুশীই থাকতাম এবং রহমতের প্রত্যাশী হতাম। এটাই তাওয়াক্কুল। আল্লাহ কাওকে কষ্ট দিয়ে আবার কাওকে হালকা কষ্ট দিয়েও সফল করতে পারেন। বান্দার বিষয় হল এই যে, সে সর্ব অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহ আমাকে ও আমাদেরকে কবুল করুন !
ইফতার ও সেহরীর সময়ের বিষয়ে আসা যাক। এ বিষয়ে বুখারী ও মুসলিম শরীফে অনেকগুলো হাদীস এসেছে,যেখানে তাড়াতাড়ি ইফতার ও দেরীতে সেহরী করতে আদেশ করা হচ্ছে।...রসূল(সাঃ)বলেন-আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যানের উপর থাকবে,যতদিন পর্যন্ত দেরীতে সেহরী করবে এবং তাড়াতাড়ি ইফতার করবে"
ইহুদীরা দেরী করে ইফতার করত,আর তার কারনে রসূল(সাঃ) এটা বলেন। অথচ অনেক স্থানে সূর্য ডোবার অন্তত ২/৩ মিনিট পর ইফতারীর সময় ঘোষনা করা হয়। এই বাড়তি সতর্কতা সুন্নাহ সমর্থিত নয়। আবার সেহরীর অনেক আগে অনেকে সেহরী করে,অনেকে অন্যকে ব্যপক ডাকাডাকি করে মাঝ রাতে সেহরী খাওয়ায়। এটাও সুন্নাহ সমর্থিত নয়। বরয় সেহরীর শেষ সময়ে এসে খাওয়াই কল্যানকর। আর এটা শরীরের জন্যেও ভালো।
সেহরীর সময় তখন শেষ হয় যখন পূর্ব আকাশে হঠাৎ একটু সাদা আলো দেখা যায়। এ সময় হঠাৎ পাখিরা ডেকে ওঠে। এটার নাম সুবহে সাদীস। ইংরেজীতে এটাকে নটিক্যাল টুইলাইট বলা হয়। এর প্রায় ৩০ মিনিট পর আকাশ বেশ সাদা হয়,আর এর প্রায় ৪০/৪৫ মিনিট পর সূর্য ওঠে।
রসূল(সাঃ)সেহরী ও ফজরের সময়ের হিসাব দিয়েছে ৫০টি আয়াত তিলাওয়াত সমপরিমান। তবে ধীর স্থিরভাবে তিলাওয়াত করলে সেটা ৪০/৪৫ মিনিট লাগতে পারে। এ বিষয়ে ব্যাখ্যাগত মতপার্থক্য থাকা স্বাভাবিক।
আমি মসজিদ কর্তৃপক্ষ থেকে যে সময় তালিকা পেলাম ,সেখানে দেখলাম আজ ইফতার ৮.৫৭ তে। অথচ আমি আমার এলাকার সূর্য অস্তের সময় দেখলাম ৮.৫৫তে। অতএব অবশ্যই আমাকে সূর্য যোবার সাথে সাথেই ইফতার করতে হবে।
এক সাহবী সফরে রসূল(সাঃ)এর সাথে ছিলেন। সূর্য ডুবে আসল...রসূল(সাঃ)ইফতারির জন্যে সাহাবীকে ছাতু গোলাতে বললেন,কিন্তু সে বলল-ইয়া রাসুলুল্লাহ এখনও তো দিন অবশিষ্ট আছে....তিনি(সাঃ)বললেন--ছাতু গোলাও....এভাবে ৩ বার বললেন। ...সম্ভবত বুখারী...
এখানে দ্রুত ইফতারীর বিষয়টি ছিলো। আমি আজকের সেহরী শেষ সময় দেখছিলাম। আবহাওয়া চ্যানেল অনুযায়ী নটিক্যাল টুইলাইট ছিলো ভোর ৪.০৩ এ। আর সূর্যদয় সকাল ৫.২৫ এ। আমি সেহরী করে বাইরে দাড়িয়ে আকাশ দেখছিলাম। পুরোই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একেবারে শেষের দিকে ইফতার করেছি। অথচ সতর্কতার কথা বলে অনেক আগেবাগে সেহরী বন্ধ করা হয়,যেটা ঠিক নয়। তবে এটা নিয়ে বিতর্ক একেবারেই অযথা। আমি আমার অভিমত প্রকাশ করলাম। আর এ ব্যাপারে বিশাল সংখ্যক আলিমের ব্যাখ্যামূলক অভিমত রয়েছে।
বি:দ্র: গরুর গোস্ত,ভাত আর ডাল রান্না করেছিলাম রাতে
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর দেরীতে উঠার প্র্যাকটিস করলে শয়তান তার উপর চড়াও হয় , আলসেমী চলে আসে । কারণ শেষ রাতের ঘুম বেশ ডীপ হয় । সাহরীও খাওয়া হয় না , নামাজও কাযা হয়ে যাবার সমূহ সম্ভাবনা দেখা দেয় ।
আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রমজান মাসের কর্তব্যগুলো পালন করার এবং এর অভ্যাস সারা বছর বয়ে নেবার তৌফিক দান করুন -- আমিন ।
কিন্তু তার চেলাপেলারা বহাল তবিয়ত এ ই আছে
আলহামদুলিল্লাহ, আমি খেলাম মুরগী ভূনা আর লইট্যা শুটকি।
আর যেটা বলেছেন ঠিক বলেছেন। কিন্তু আমি একেবারে লোকাল সান রাইজ,সান সেটা টাইম দেখী। আপনি আপনার এলাকার সানসেট, ও নটিক্যাল টুইলাইট কখন তা জেনে নিতে পারেন। আর আমি সেহরীর সময় বাইরে দাড়িয়ে দেখী আমার বিবেচনা ঠিক আছে কিনা। উক্ত সময় থেকে অন্তত ১.২৫ ঘন্টা পর সূর্যদয় হয়। ফলে হাদীস অনুযায়ী এই টাইম ঠিক আছে। মূলত সাদা ও লাল সুতোর পার্থ বুঝতে নটিক্যাল টুইলাইট থেকে আও খানিকটা সময় অপেক্ষা করতে হয়। কিন্তু আমি ওটাকেই শেষ সময় নির্ধারন করেছি।
খাওয়াতো-খাওয়াতো মাস্তুতো ভাই।
হে হে উপদেশ কি আর লিখলেন কি!
তাড়াতাড়ি ঠিক করেন।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন