ব্লগে ৩ বছর পূর্ণ হল এবং ৬টি সেন্সুরী !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৫ মে, ২০১৬, ১২:২৪:০০ রাত
আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিডি ব্লগে ৩ বছরের বেশী সময় ধরে আছি । ৬শতাধিক পোস্ট করেছি,যদিও বেশীরভাগই সুবিধার নয়। এই প্লাটফর্মটি খুব ভালো লেগেছে। ব্লগাররা অবস্থানগতভাবে দূরের লোক হলেও যেন অন্তরের মানুষে পরিনত হয়েছে। যতদূর বুঝি বেশীরভাগ ব্লগারই আমাকে ভালোবাসেন। আল্লাহ সকলকে উত্তম প্রতিদান প্রদান করুন। সকলের দোয়া প্রার্থী।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জী আপনি একজন ফ্রেস মনের ব্লগার তাই সবাই আপনাকে ভালবাসে
আরো বেশি বেশি লিখুন m/ m/
ধন্যবাদ খাদক হুজুর পুটির বাপ আমার ভাইয়া ।
জী আপনি একজন ফ্রেস মনের ব্লগার তাই সবাই আপনাকে ভালবাসে Rolling on the Floor Rolling on the Floor
আরো বেশি বেশি লিখুন m/ m/
ধন্যবাদ খাদক হুজুর পুটির বাপ আমার ভাইয়া।
লিখতে থাকেন ভাইজান। শুধু একটি লেখা যদি আল্লাহ্ কবুল করেন। সেইত সফলতা ...
দই নিয়ে আসলাম, প্রথমবার বানিয়েছি
আমিই বোধ হয়, যে আপনাকে ভালোবাসে না।
সবাই ভালোবাসলে ভালো না বাসার দুঃখ বুঝবেন কেমন করে, তাই আমি না হয় ঘৃণাই করলাম।
ব্লগ যতদিন আছে, আপনিও ততদিন থাকবেন, এই কামনা।
बधाई हो (অভিনন্দন)
এত বেশি ভালোবাসা ভালো না,
ঐ যে কথায় আছে না,
" বেশি গুরে,
মিডায় মুখ মাইরা নেয় "।
তাই অভিনন্দন অল্প,
যখন তিন পুটির বাপ হবেন,
তখন বেশি অভিনন্দন দিব।
আরো আরো সেঞ্চুরী চাই!!!
ধন্যবাদ....
মন্তব্য করতে লগইন করুন