আজকের হালচাল

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩০ এপ্রিল, ২০১৬, ১১:০০:৪৯ সকাল



আজ মসজিদে জুম্মা পড়তে গেলাম। একেবারে সামনের কাতারে নামাজ আদায় করলাম। শান্তি লাগল মনে। পেটে আগেই শান্তি ছিলো। নামাজ শেষে দু এক জন পরিচিত ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় হল। এরপর সুদর্শন এক যুবক আমাকে সালাম দিয়ে কথা বলা শুরু করল। জানতে পারলাম সে আফগানিস্থান থেকে এসেছে। শুনেই আরেকবার হ্যান্ডশেক করলাম। অঅরও ঘনিষ্ঠ হয়ে কথা শুরু করলাম। ওদিকে বৃষ্টি নেমেছে মুষলধারে।

নাম মোহসিন,ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশন বিষয়ে মাস্টার্স করছে। এ মসজিদের এক পাল যুবক মুসল্লীর বেশীরভাগই ও.এস.ইউ এর ছাত্র। বাংলাদেশ থেকে দু এক জন এসেছে পি.এইচ.ডি করতে। একজন বাংলাদেশী প্রফেসর আছেন যিনি এখানে শিক্ষকতা করছেন। মাঝে মাঝে এদের সাথে দেখা হয়। উনার বাড়িতে এক ঈদে জম্মের খাওয়া খেয়েছিলাম।

যাইহোক মোহসিন পরিচয় করিয়ে দিল বয়োবৃদ্ধ মুয়াজ্জিন ও খাদেক সাঈদ ভায়ের সাথে। উনি বহুকাল পূর্বে পাকিস্থান থেকে এসেছেন। চমৎকার মিশুক উনি।

এবার উইনকো নাকম গ্রোসারী স্টোরে আসলাম। বেশ কিছু কেনাকাটা করলাম। কিন্তু এলাচী কেনার পর দাম পরিশোধ করতে গিয়ে বুঝলাম এলাচ গুড়ার দাম প্রতি পাউন্ড বা ৪৫৩ গ্রামের দাম ৩১ ডলার। অথচ এর আগে ভারতীয় স্টোর থেকে কিনেছি অর্ধেকেরও কম দামে। এখানে গ্রীক দৈ তুলনামূলক সস্তায় পাওয়া যায় আর হালাল ভেড়ার গোস্ত। আগামী দু এক দিন একটু ভিন্ন জিনিস খাব ভাবছি। খাটি আটার রুটি বানাইছি। বড় বড় করে বানিয়ে ব্যাগে ভরে রেখেছি প্রতিদিন ২পিছ খাব.....সাথে সব্জী। তবে চলুক

বিষয়: বিবিধ

১৪৯৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367530
৩০ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৩
নেহায়েৎ লিখেছেন : এখানে কয়টা ছেলে বা বালক আছে? কেন দেখি?
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৮
304945
আবু জান্নাত লিখেছেন :
বার জন।
০১ মে ২০১৬ সকাল ১০:৩৩
304999
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
367535
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১০
সন্ধাতারা লিখেছেন : Salam. Plz to know that ur mind n tummy r peaceful.
০১ মে ২০১৬ সকাল ১০:৩৪
305000
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহাহাহা.....জি সিস্টার পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা....এ আমার কথা না...কবি গুরু চন্দ্রবিন্দুর কথা...Happy
367539
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সংক্ষিপ্ত হালচাল..ভাল লাগল..
০১ মে ২০১৬ সকাল ১০:৩৫
305001
দ্য স্লেভ লিখেছেন : জি খাওয়া সমাচারও বলা যায় Happy
367544
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২০
আফরা লিখেছেন : বছরে একদিন মসজিতে গিয়েছে সেটা আবার মানুষকে জানাতে হয়!!!!!!!------হুজুর ধন্যবাদ ।
০১ মে ২০১৬ সকাল ১০:৩৬
305002
দ্য স্লেভ লিখেছেন : বেশী পন্ডিত.....বছরে ১বার গেছি এইটা আপনাকে বলছে কোন শিয়াল !!!Smug Smug Smug
০১ মে ২০১৬ দুপুর ০২:০৭
305029
আফরা লিখেছেন : আপনি তো যা করেন তাই ব্লগে জানান দেন তাই ধরে নিয়েছি ------শিয়ালপন্ডিত ।
367555
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২১
কুয়েত থেকে লিখেছেন : মসজিদে গেছেন ভালো কথা শুধূ খাওয়ার কথাটাই কয়েকবার আসলো পুটির মার বারোটা বাজবে আপনার খাওয়ার আয়োজনে। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০১ মে ২০১৬ সকাল ১০:৩৭
305003
দ্য স্লেভ লিখেছেন : যেই অলস....রান্নার কথা শুনলে গায়ে জ্বর আসে তার....অঅবার যা তা খেলেও পছন্দ করেনা....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
367566
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৯
আবু জান্নাত লিখেছেন :
সামান্য যে বাজার করলেন, বার জনকে হবে না।
০১ মে ২০১৬ সকাল ১০:৩৮
305004
দ্য স্লেভ লিখেছেন : এমনই হোক আমার পুটিরা। খাওয়ার অভাব হবেনা...খাবে গরুর মত.....বড় এক পাত্রে সবাইকে একসাথে খেতে দেব Happy
367582
৩০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দই আবার গ্রিক কেন??
বাসি আটার রুটি থেকে গ্যাস হতে পারে। আর খাদেম কে তো থাদক বানিয়ে দিয়েছেন টাইপ মিসটেক করে!!!
০১ মে ২০১৬ সকাল ১০:৪০
305005
দ্য স্লেভ লিখেছেন : বাসি হোক নগদ হোক ভেতরে ঢুকলে রক্ষা নেই .......শরীরটা আল্লাহ দিয়েছে বেশী খাওয়ার জন্যে...চালাচ্ছি বেশ....Happy টাইপিং মিসটেক না....অঅমার হাতও জানে আমি খাদক Happy
367706
০১ মে ২০১৬ রাত ১১:২৫
হাফেজ আহমেদ লিখেছেন : হুম খাওয়া চলবে। ভাল লাগল। ধন্যবাদ
০১ মে ২০১৬ রাত ১১:৩০
305079
দ্য স্লেভ লিখেছেন : জি ইনশাআল্লাহ চলবে Happy
367717
০২ মে ২০১৬ রাত ১২:৫৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : পুটির বাপের খানার তারিপ করতে হয়।
১০
367734
০২ মে ২০১৬ রাত ০২:৫৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই বাসি রুটি খেয়ে পেট নষ্ট করবেন!!! যেখানে মার্কেটে প্রতিদিনের ফ্রেস রুটি পাওয়া যায়!!!
০২ মে ২০১৬ সকাল ১১:৪৮
305138
দ্য স্লেভ লিখেছেন : দোকানের রুটির চাইতে আমার রুটি ভালো। ওটাতে সংরক্ষনের জন্যে অনেক রকমের গু দেয়। অবশ্য মাঝে মাঝে কিনি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File