দুনিয়ার পরিক্ষার চাইতে আখিরাতের পরিক্ষায় পাশ করা অতি সহজ।
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ এপ্রিল, ২০১৬, ১২:৪৮:১৩ দুপুর
দুনিয়ার পরিক্ষায় অসম প্রতিযোগীতা থাকে এবং বিচারকরা পক্ষপাত্বি করে,অথবা নিজেদের সীমাবদ্ধতার কারনে ব্যপক ভুল বিচার করে। এখানে স্বার্থের দ্বন্দের কারনে অথবা কারো অহংকারের কারনে বা কোনো কারনে মানুষ তার প্রাপ্য থেকে বঞ্চিত হয়। হর হামেশা নানান পদের জুলুমের শিকার হয়।
কিন্তু আল্লাহ মানুষের অন্তর বুঝেন,তার সাধ্য বুঝেন আর তিনি তার ৯৯টি দয়ার মাত্র ১টি দিয়েছেন সকল সৃষ্ট মাখলুকাতকে,যার কারনে তারা একে অপরকে দয়া করে। ফেল মারা স্টুডেন্টকেও একটু এগিয়ে গেলেই উনি ফার্স্ট বানিয়ে দেন। এছাড়া তিনি প্রশ্নপত্র নিজেই ফাঁস করে দিয়েছেন। সিলেবাস সকলের জন্যেই কমন,আবার অনেকের জন্যে অতি সহজ করে দিয়েছেন। এছাড়া তিনি অন্যের দোষ গোপনকারীর দোষ গোপন করেন। এছাড়া তিনি অতিরিক্ত দয়া করে বিনা কারনে মাফ করেন।
এছাড়া...তিনিই মালিক,খালিক,রাহিম,জব্বার,বারিক,ক্বাদির....।...এছাড়া তিনিই একমাত্র তিঁনি।...এছাড়া তিঁনিই....সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক এবং তিঁনি তার এতসব দয়ার কর্ম অথবা কঠোরতা, কোনো কিছুর জন্যে কারো কাছে কৈফিয়ৎ দেন না.....
আর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না...তিনি যুলুম করেন না। আর তিনি ক্ষমা প্রার্থীকে ফিরিয়ে দেন না। অতএব....অনুধাবন করুন কোনটি সোজা। ...এ কারনে আখিরাতে ফেল মারা স্টুডেন্টরা বেশী আফসোস করবে...কারন দুনিয়াতে বসে অাখিরাতের পরিক্ষায় পাশ করা এত সহজ ছিলো তা তারা অনুধাবন করবে.......
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন
ধন্যবাদ হুজুর ।
মন্তব্য করতে লগইন করুন