ইসলাম অনুধাবন করতে হবে সাহাবীদের মত
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০২:৫২ সকাল
শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটি লেখচার শুনছিলাম। তিনি একটি ঘটনা তুলে ধরলেন যা বুখারী ও মুসলিম শরীফসহ বেশ কিছু কিতাবে এসেছে।
হযরত হাসান(রাঃ)এর পদত্যাগের পর মুয়াবিয়া(রাঃ)খলিফা হলেন। একবার হজ্জে মুয়াবিয়া তাওয়াফের সময় বায়তুল্লাহর ৪টি দিক স্পর্শ করলেন, আর এটি দেখতে পেয়ে ইবনে আব্বাস(রাঃ) সঙ্গে সঙ্গে তার পথ রোধ করে দাড়ালেন। মুয়াবিয়া এর কারন জানতে চাইলে ইবনে অাব্বাস জানালেন-আমি রসূল(সাঃ)কে দেখেছি তিনি তাওয়াফের সময় ২ প্রান্ত স্পর্শ করছেন,তাহলে আপনি ৪ প্রান্ত স্পর্শ করলেন কেন? এর জবাব না দিলে আপনি সামনে বাড়তে পারবেন না।
মুয়াবিয়া(রাঃ) এর জবাবই আমাদের আজকের সাংঘাতিক শিক্ষার অংশ। লক্ষ্য করুন !!! মুয়াবিয়া বলছেন-ইবনে আব্বাস ! এটা বায়তুল্লাহ..এটা আল্লাহর ঘর...বলতে পারো এর কোন অংশটা পবিত্র নয় ? এর তো সবটাই পবিত্র। তাই তো সবস্থানেই স্পর্শ করছি !!
(বিশ্বাস করুন একদল আলিম ঠিক এভাবেই অতি ভক্তিতে কথা বলে এবং সুন্নাহকে বর্ধিত করে বিদআত তৈরী করে)
ইবনে আব্বাস সঙ্গে সঙ্গে কুরআনের একটি আয়াত পেশ করে বললেন--আল্লাহ বলছেন-- তোমাদের জন্যে রসূলের(সাঃ) জীবনেই রয়েছে উত্তম আদর্শ....অর্থাৎ রসূল(সাঃ)যে কাজ যেভাবে করবেন সেটাই আমাদের পদ্ধতি।
ইবনে আব্বাস বললেন-আপনি কি আল্লাহর রসূলের(সাঃ) চাইতেও উত্তম পদ্ধতি আমাদেরকে উপহার দিতে চাচ্ছেন !!
মুয়াবিয়া(রাঃ) বিজ্ঞ সাহাবী ছিলেন, সঙ্গে সঙ্গে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হল এবং ইবনে আব্বাসের প্রশংসা করেন তাকে ভুল থেকে বিরত রাখার জন্যে। এটাই ছিলো সাহাবীদের পদ্ধতি বা আচরণ ,এর ভেতর আমাদের জন্যে শিক্ষা হল-যখন আমাদের সামনে সুন্নাহ উপস্থিত হবে তখন সেটাকেই গ্রহন করতে হবে। সে বিষয়ে মনগড়া আচরণ,কথা,বুজুর্গদের পদ্ধতি,ট্রেডিশন সব বাতিল বলে গণ্য হবে।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা জানি কম কিন্তু বুঝি বেশী
মন্তব্য করতে লগইন করুন