ওহী ছাড়াই যেভাবে হুজুরের ক্কেবলা পরিবর্তিত হল !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ জানুয়ারি, ২০১৬, ১২:৫২:৩৭ রাত

আমি এত ব্রিলিয়ান্ট তা তো বুঝিনি !! ইয়া আল্লাহ ক্ষমা করুন ! গত ২ বছর যে দিকে মুখ করে নামাজ আদায় করেছি আজ হঠাৎ ক্কিবলা ঠিক করার কম্পাস দিয়ে চেক করতে গিয়ে দেখী উত্তর দিকে না দাড়িয়ে পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করেছি।

আসলে ক্কিবলা আমার স্থান থেকে উত্তর দিক থেকে প্রায় ৩০ ডিগ্রী পূর্বে সরে এসেছে। একটু আগে এটা নির্ণয় করলাম সঠিকভাবে। পূর্বেও কম্পাস ব্যবহার করেছিলাম কিন্তু সেটা করতে শোনা তথ্যের সাথে মনে মনে মিল করে কম্পাস ব্যবহৃত হয়েছিলো।

নাহ , এতদিন পর্যন্ত নিজের বিদ্যার উপর নির্ভর করা উচিৎ হয়নি। তবে চেক করার উপকরণও ছিলো না। আজ জুম্মার দিন ১লা জানুযারী, নতুন বছরের নতুন দিনে সরকারী ছুটি। মসজিদে যাব। আপনারা আমার জন্যে দোয়া করবেন যাতে আল্লাহ আমার সকল পাপের জন্যে ক্ষমা করেন,আমাকে যেন আল্লাহ শাস্তি না দেন। আপনাদের জন্যেও একই দোয়া রইলো।

বিষয়: বিবিধ

১৬২৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355963
০২ জানুয়ারি ২০১৬ রাত ০১:৫৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
অবশেষে ভুল জানা থেকে বের হতে পেরেছেন এটাই শুকরিয়ার বিষয়।

আপনার দোআয় আমাদের শরীক রাখবেন।ফী আমানিল্লাহ!
০২ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:৪০
295610
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সাালাম। আমার জন্যে দোয়া করবেন। আপনার জন্যেও অনেক দোয়া।Happy Happy Happy
355964
০২ জানুয়ারি ২০১৬ রাত ০১:৫৮
শেখের পোলা লিখেছেন : আল্লাহ অজান্তে হওয়া ভুল মাফ করবেন৷ আপনার মসজিদকি অনেক দূর? আমার কম্পাস নেই, মসজিদও একটু দূরে তবুও মসজিদের লেবেলে কেবলা ঠিক করে নিয়েছি৷ ধন্যবাদ৷
০২ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:৪১
295611
দ্য স্লেভ লিখেছেন : জি মসজিদ অনেক দূর এই জন্যে এমন। আর এখন অনেক এ্যাপ আছে কিবলা চিহ্তি করার। এটা ভিজুয়ালী দেখায় কোনদিকে ক্কিবলা। Happy
355987
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনশাআল্লাহ বিশেষ ক্ষতি হবেনা। কারন জানা না থাকলে যে কোন দিকে নামাজ আদায় করা যায়। আর গোল পৃথিবিতে সব দিক থেকেই কিবলা ঠিক থাকে!
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৬
295622
দ্য স্লেভ লিখেছেন : জি তা তো বুঝেছি,কিন্তু প্রথমবারও তো বেশ গবেষনা করেছিলাম সেটাকেই বললাম....আমেরিকায় সকলেই একদিককে ক্কিবলা করেনি। অন্য পক্ষে আরেক দিক দিয়ে ক্কাবাকে ক্কিবলা করেছে। কারন দুটোই যুক্তিযুক্ত। ..পূর্ব পশ্চিম তো আল্লাহরই Happy
355995
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২২
তট রেখা লিখেছেন : সুরা বাকারার শেষ দুই আয়াত এ বর্ণিত দোয়া বেশী করে করুন।
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৬
295623
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান Happy
355997
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০৯
295629
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
356001
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৫৬
আবু জান্নাত লিখেছেন : শিরোনাম দেখে যে বিশ্ময় হয়েছিল, লিখা পড়ে তা উবে গেল। ভালো খাকুক সবসময়।
০৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৪
295680
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
356004
০২ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০৯
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহেহে....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File