আমেরিকান টিভিতে ইসলামের মহাত্ব প্রকাশ !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৩:১৯ দুপুর
টিভিতে মোস্ট শকিং ভিডিও নামক একটি অনুষ্ঠান দেখছি। অনেক ভয়ঙ্কর সব ঘটনা তুলে ধরা হয়েছে যা গোপন ক্যামেরায় ধারন করা। একটি ভিডিও ইউটিউবে পূর্বে দেখেছিলাম কিন্তু সেটা আমেরিকান টিভিতে এভাবে তুলে ধরবে ভাবিনি।
মোহাম্মদ একটি ছোট গ্রোসারী স্টোর চালায়,সে মালিক এটার। হঠাৎ একদিন সেখানে অস্ত্রসহ ডাকাত এসে হাজির। ডাকাত ক্যাশ বাক্স চাইলো,কিন্তু মোহাম্মদ সাহসীকতার সাথে হঠাৎই একটি শর্টগান তুলে নিয়ে ডাকাত বরাবর তাক করল। এতে ডাকাত ভয় পেয়ে তার রিভলবার নীচে ফেলে দিয়ে প্রাণ ভিক্ষা চাইলো,কারন এ অবস্থায় মোহাম্মদ গুলি করলে তার কোনো দোষ তো হবেই না বরং পুলিশ তাকে বাহবা দিবে। সে তার অসহায়ত্বের কথা বলে করুনা ভিক্ষা চাইলো।
কিন্তু মোহাম্মদ ডাকাতকে ক্ষমা করে দিল এবং তাকে নগদ ৪০ ডলার দিল এবং স্টোর থেকে ইচ্ছামত খাবার নিতে দিল। মোহাম্মদের এই তাৎক্ষনিক উদারতায় ডাকাতের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসল। সে সঙ্গে সঙ্গে বলল তুমি এটা কেন করলে ? মোহাম্মদ ইসলামের উদারতার কথা বলল। আর সঙ্গে সঙ্গে ডাকাত বলল-আমাকে মুসলিম হতে হলে কি করতে হবে ? আমি তোমার মত মুসলিম হতে চাই।
মোহাম্মদ তাকে বলল এবং সঙ্গে সঙ্গে ডাকাত ইসলাম গ্রহন করল। টিভি সাক্ষাৎকারে সেটি প্রকাশ করা হল। এবং ভাষ্যকর বলল-মুহাম্মদদের স্টোরে ডাকাত লুট করতে এসে শুধু অর্থ ও খাদ্যই পেলনা বরং সে ইসলাম নিয়ে গেল,সে এখন একজন মুসলিম। মোহাম্মদ এই ডাকাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি পুলিশের কাছে। বরং সেসময় টিভি সাক্ষাৎকারে বলেছে -আমার বিশ্বাস সে ভবিষ্যতে একজন ভালো মানুষ হবে।
আল-কুরআনে আল্লাহ বলেন-আমি কাফিরকে দিয়েও কখনও কখনও আমার কাজ করিয়ে নেই.....
বিষয়টা বোধহয় এরকম করেই হয়। চ্যানেলটির নাম বুঝলাম না,একটি বাংলা "ত" এর মত একটি লোগো ঝুলে আছে দেখছি। এটি ওরেগনের অনেক জনপ্রিয় চ্যানেল। টিভিতে ইসলামের বিসয়টি সততার সাথেই প্রকাশ করা হয়েছে।
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টা বোধহয় এরকম করেই হয়...১০০% খাঁটি কথা...অনেক মজাই পেলাম না আনন্দও পেলাম ঘটনাটি পড়ে....আল্লাহু আকবার.... অনেক ধন্যবাদ ভাই। পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
আমরা চাই দুনিয়ার মানুষ শান্তিতে মিলেমিশে থাকুক।
মাঝে-মধ্য ইতিবাচক সংবাদগুলি এই ভাবে আমাদের জন্য তরজমা করে দিলে উপকার হয়।
জাযাকাল্লাহ খায়ের
ওবামাকে মাইরের পর মাইর দিচ্ছে কেন সে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতে ইসরাইলীদেরকে সাহায্য করছে
রিপাবলিকান ও ডেমোক্রেটরা আসন্ন নির্বাচনে জিততে পুরো মুসলিম কমিউনিটিকে তেলাচ্ছে
উনারা বলছেন যে জিতলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলমানসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য তাদের সমস্ত সম্পত্তি এর ৯৯% দিয়ে দেবেন এবং এটা আমেরিকানরা চায়ও ।
মধ্যপ্রাচ্যে আর কোন অশান্তি যাতে না হয় সে জন্য এখন থেকে আমেরিকা ইসরায়েলকে মাইরের উপরে রাখবে
এখন থেকে আমেরিকার আর কোন পারমানবিক অস্ত্র বানাবে না আর যেগুলো আছে সে গুলোকে জ্বালানী হিসেবে মুসলিম দেশে পাঠিয়ে দেবার তড়িৎ ও ফলপ্রশূ ব্যবস্থা নেবে ।
সব ঐ এক ঘটনারই কারিশমা
আমাদের সতর্ক থাকতে হবে যে , যখনই তারা এরকম কিছু করে ঠিক কিছুদিন পরেই তারা ইসলামকে বড় ধরনের পঁচান দিতে যাচ্ছে ।
এদের ভাল হবার পিছনে অবশ্যই কিছু Bad intension কাজ করে
মন্তব্য করতে লগইন করুন