আমার সকালবেলার রুটি

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৯ অক্টোবর, ২০১৫, ১১:০০:১৭ রাত





সকালে সাতার কেটে এসে রুটি বানালাম একে একে ২২টা,তারই দুটি আপনারা দেখতে পাচ্ছেন তাওয়ায়। ডান পাশেরটার সাথে শ্রীলংকার ম্যাপের বেশ মিল আছে। ভাবছি.....আমি এক বিরাট প্রতিভা !!!.....আমি নিশ্চিত ওপাশের রুটিটাও কোনো না কোনো দেশের ম্যাপ।

বেগুনের তরকারী আর ডিম ভাজি দিয়ে খেলাম বেশ কয়েকটা...একেবারে জান্নাতি খাবার !!!

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345195
০৯ অক্টোবর ২০১৫ রাত ১১:০১
দ্য স্লেভ লিখেছেন :
345197
০৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৩০
আফরা লিখেছেন : আহারে বেচারা Crying Crying খাওয়ার কত শখ !! এই না হলে খাদক !! Rolling on the Floor Crying

তবে আপনার শুকরিয়া দেখে ভাল লাগল । ধন্যবাদ ।
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:২২
286428
দ্য স্লেভ লিখেছেন : এত হিহিহিহি করছেন,,,বানাতে পারেন এরকম ? তবে অল্পের জন্যে রুটিগুলো গোলাকার হতে পারেনি...Tongue
১০ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৪
286468
আফরা লিখেছেন : আমি কখনো রুটি বানাইনি , চেষ্টা ও করিনি । আলহামদুল্লিলাহ ! যদি কখনো কোন কাজ করার ইচ্ছা করি সেটা সুক্ষভাবেই করতে পারি ।
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৭
286541
দ্য স্লেভ লিখেছেন : হ্যা এটা ঠিক, আপনি যা কিছু বানান সুন্দর করেই বানান। মিস্টিটা দেখে তেমনই মনে হয়েছিলো
345198
০৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৯
অবাক মুসাফীর লিখেছেন : শেপ খারাপ হয় নাই... শেপও খারাপ না...! Winking
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:২২
286429
দ্য স্লেভ লিখেছেন : জি আমিও তা বলিHappy Happy
345207
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:১৭
ব্লগার ছোট ভাইয়া লিখেছেন : ভাইয়া রুটি আমার খুব পছন্দ
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:২২
286430
দ্য স্লেভ লিখেছেন : তাইলে দুটোই আপনার Happy Happy
345213
১০ অক্টোবর ২০১৫ রাত ০১:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

রুটির সাইজ দেখে আমার পুত্র প্রশ্ন করেছে রুটি বানানেওয়ালার বয়স কতো? I Don't Want To See

যাই হোক পুত্র এখন রুটি খাওয়ার আব্দার করেছে! এখন রুটি খাওয়তে হবে! Time Out Cook

প্রাক্টিস মেকস আ ম্যান পারফেক্ট! ট্রাই এন্ড এগেইন ট্রাই ! একদিন গ্লোবের মতোই গোলাকার হবে ইনশা আল্লাহ! Praying
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৮
286542
দ্য স্লেভ লিখেছেন : গ্লোবও কিন্তু পুওরা গোলাকার না Happy তবে স্বাদ কিন্তু খারাপ হয়নি। এবার আরেক কাহিনী বানাব।
345220
১০ অক্টোবর ২০১৫ রাত ০২:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। পুঁটির মাকে পাগল করে ছাড়বেন বুঝা যাচ্ছে! রুটি বানতে গেলে বিভিন্ন দেশের মানচিত্র বানাতে হবে....!
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৮
286543
দ্য স্লেভ লিখেছেন : পুটির মা রুটি বানায় সুন্দর করে। আর তরকারীও মাশাআল্লাহ Happy
345229
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:১৫
বৃত্তের বাইরে লিখেছেন : সাদিয়া আপুর পুত্র প্রশ্ন করেছে রুটি বানানেওয়ালার বয়স কতো? Rolling on the Floor ভালো হয়নি, মাইনাস। Smug শতবার চেষ্টা শেষ হলে জানাবেন।
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:১০
286544
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহেে...্এটা হল বুড়ো খোকা....তা আপনি বৃত্তের বাইরে এসেছেন তাহলে...। হঠাৎ হঠাৎ২/৩ বছর পর পর হাজির হন...। এবার বানাবো সিঙ্গাড়া...জাতি বুঝবে প্রতিভা কারে কয়Happy Happy Happy Happy
345237
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৮
শেখের পোলা লিখেছেন : নেই মামার চেয়ে কানা মামা ভাল চাচা৷তয় পুঁটির মা দেখলে কবুল কইবেনা কলাম৷
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:১১
286545
দ্য স্লেভ লিখেছেন : ওরে না চাচা। পুটির মা ভালো লোক। কবুল না বলে উপাই আছে ! Happy Happy Happy
345242
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৩২
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার রুটি।
আমি রুটি বানাই না, ইন্ডিয়ান ষ্টোর থেকে
ক্রয় করি। মনে হয়, তৈরী করলে আপনার চেয়ে
খারাপ হতো।
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:১১
286546
দ্য স্লেভ লিখেছেন : যাক তাইলে ভরসা পেলাম। কেনা রুটি ভালো লাগেনা
১০
345245
১০ অক্টোবর ২০১৫ সকাল ০৬:১৯
অপরিচিত লিখেছেন : বেশ হয়েছে।
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:১১
286547
দ্য স্লেভ লিখেছেন : হতেই হবে Happy
১১
345248
১০ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০২
আবু তাহের মিয়াজী লিখেছেন : পুটির মা,এমন রুটি দেখলে বলবে জামাই আমার কাজের কাজি
১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:১২
286548
দ্য স্লেভ লিখেছেন : একমাত্র আপনিই বুঝলেন। ধন্যবাদ Happy
১২
345380
১২ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৮
হতভাগা লিখেছেন : Eকটা শ্রী লংকার ম্যাপের মত , আরেকটা হয়েছে Apple এর logo এর মত


১২ অক্টোবর ২০১৫ সকাল ১১:১২
286549
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে হুবহু লোগো...
১৩
345608
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫১
ইবনে হাসেম লিখেছেন : খুব মজা হলো। পারেন ও বটে। গো এ্যাহেড
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:১৮
286867
দ্য স্লেভ লিখেছেন : হেহেহে তা পারি বটে। সিঙ্গাড়া বানালাম তো..Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File