___ Sorry! গাইনি বিশেষজ্ঞ ___
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৭:২৯ রাত
.
বিষয়টা হইলো সিজার ও নরমাল ডেলিভারি নিয়া! আপনি কখনও শুনছেন হলিউড বলিউডের কোনো নায়িকার সিজার কইরা বাচ্চা হইছে? আত্মীয় বন্ধু যারা ইউরোপ আমেরিকায় বউ নিয়া থাকে তাদের বউয়েরও সিজারে বাচ্চা হইছে শুনি নাই। ওদের বাচ্চা হইবার আগে গাইনি ডাক্তার আত্মা শুকানো ভয় দেখাইয়া বলে নাই পানি শুকায়া গেছে! নুচাল কর্ড (নার) প্যাঁচায়া গেছে! পজিশন উল্টায়া গেছে! বিশ্বের কোথাও দাঁড় করানো অজুহাতে পেট কাইট্টা বাচ্চা বের করেনা।
.
অনলি বাংলাদেশে বাচ্চা জন্ম দিতে গেলে গাইনি ডাক্তারদের হাজারও অজুহাত! আপনেরে এমুনসব ভয় দেখাইবো যে, অনাগত বাচ্চার সামনেই কাল্পনিক কাঠগড়ায় দাঁড় করায়া দিবো! কইবো এ মুহুর্তে সিজার না করলে বাচ্চা বাঁচানো যাবেনা। দায় দায়িত্ব আপনার! এছাড়াও ডেলিভারি পেইন নিয়া ক্লিনিকে যাইবেন তো দিবো একটা ইঞ্জেকশন হান্দাইয়া। ব্যাথা শেষ! এইবার এ অজুহাতেও পেট কাটো!!
.
এখন ত আবার গাইনিওয়ালারা অজুহাতও দেখায় না। ডাইরেক্ট বইলা দেয় আমি নরমাল ডেলিভারি করাই না! কী আজব দেশ রে ভাই! এত সিজার ডেলিভারি বিশ্বের আর কোনো দেশে হয় কি?? অনেক মায়েরাও কম যায় না! আগেই চুজ কইরা ফালায় সিজারে বাচ্চা নিবে। একটুও কষ্ট সহ্য করবে না! এটা আরেক ফ্যাশন, ইস্টাইল!!
.
আজব এই দেশ! জন্ম নিয়ন্ত্রণ, শিক্ষার হার, বৃক্ষ রোপন, টিকা দান, শিশুমৃত্যু হার রোধ এসব কিছুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ মার্ক পাইলেও সিজার ডেলিভারি নিয়া লাল দাগ খাইয়া বইসা আছে অনেক বছর।সরকার কিন্তু স্পিকটি নট!!! স্বঘোষিত নরমাল ডেলিভারি না করনেওয়ালা গাইনি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ওয়াজিব হয়া গেছে।
.
এক বন্ধুর কাছে শুনলাম আমেরিকাতে নাকি বাইশ ঘন্টা ডেলিভারি পেইনের পরেও ডাক্তার সিজার করে নাই। সুস্থ বাচ্চা হইছিল, মাও সুস্থ ছিল।
.
আমার পরিচিত এক গাইনি ডাক্তার (MBBS, DGO) পঁচানব্বই ভাগ নরমাল ডেলিভারি করাইতো বিধায় কোনো ক্লিনিক তারে নিতে চায় না। এই ডাক্তার এ ক্লিনিক ওই ক্লিনিক এ জেলা ওই জেলা ঘুইরা ঢাকার মিরপুরের এক অখ্যাত ক্লিনিকে থিতু হইছে। আমার কন্যার ডেলিভারি কিন্তু এ ডাক্তারের হাতেই হইছিল। নরমাল। সেকেন্ডবার বউরে আরও বড় ডাক্তার দেখাইলাম (MBBS, FCPS)। অজুহাত দেখাইয়া, ভয় দেখাইয়া পেট কাইটা দিলো!! -
.
এইবার আরেকটা সত্য ঘটনা (তাও ফেনীবাসি ডাক্তার বন্ধুর কাছে শোনা) বলি, ফেনীতে এক গর্ভবতী মহিলা প্রসব বেদনা নিয়া ক্লিনিকে ভর্তি হইছে। নার্সরা সাথে সাথে ওটিতে নিয়া গেছে এবং গাইনি ডাক্তাররে ফোন দিছে। ডাক্তার ফোনে কয়েকটা ইঞ্জেকশন দিতে নির্দেশনা দিয়ে জাস্ট দশ মিনিটের মধ্যে আইসা সিজার করবো বইলা ফোন রাইখা দেয়। নার্স নীচে যায় ইঞ্জেকশনের জন্য, ডাক্তারও দশ মিনিটের মধ্যে পৌঁছায়া দেখে নার্স ইঞ্জেকশন পুশ করার আগেই বাচ্চা নরমাল ডেলিভারি হয়া গেছে! ডাক্তারের গেছে মিজাজ খারাপ হইয়া! নার্সদের সে কী বকাবকি! এই বাচ্চা হইলো কেমনে? তোমরা কী করছিলা? আমার চুল (হিন্দি) ফালাইতেছিলা? দশটা মিনিট স্টপ করাইতে পারছিলা না?? আমার চুলের (হিন্দি) নার্সগিরি করো.......!!!!!!!!!!!!!
.
কই যাই, কই যাইবেন??
সংগৃহীত
বিষয়: বিবিধ
২৪১১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মনে হয়, মুসলিমদের জন্মের হার কমানোর জন্য এটা কোন চক্রান্ত কি না, ভেবে দেখার সময় এসেছে।
বিপরীত কাহিনী বলি-
নর্মাল ডেলিভারীর পরেও কিন্তু কোন সমস্যা হলে লাঠিসোঁটা নিয়ে দৌড়ে এসে ক্লিনিক ভাংবেন
মামলা করে ক্লিনিকে লালবাতি জ্বালাবেন
ডাক্তারকে লালদালানের শ্বশুরবাড়ী পাঠাবেন-
আরো কত্তো কী!!!
অথচ সিজার করলে-
পেট কাটা যাবে আপনার,
বিলও দিবেন আপনি,
কষ্টও পাবেন আপনি,
বাচ্চার মালিকও আপনি-
সুতরাং
আমার এতো ঝামেলার কাম কী??
পেট কেটে বাচ্চা বের করে আনলে আপনার হাত-পা বান্ধা, নট নড়ন-চড়ন!!
****
দেশের আইন-শাসন-সমাজব্যবস্থার অব্যবস্থার মাঝে শুধু ডাক্তারের দোষ দেয়া অবিচার হবে!!
গোড়ায় পরিবর্তন প্রয়োজন- তাহলে আগায়ও ঠিক হয়ে যাবে!!
১নং হচ্ছে দাঁতের ব্যথা ,
২য় তে আছে প্রসব বেদনা এবং
৩য় তে হার্ট আ্যটাকের ব্যথা ।
আগে নরমাল ডেলিভারীই হত বেশী , কঠিন হলে হত ফোরসেপ ডেলিভারী । এটা খুবই ভয়ংকর ও বিদঘুটে একটা ম্যাথড । এটা এখন বাতিল হয়ে গেছে ।
আগে কোন উপায় ছিল না বিধায় মায়েরা প্রসব বেদনা সহ্য করতেন ।
সিজারে পেইন ওঠার আগেই ডেলিভারী করে ফেলা হয় বলে এটাই এখন নরমাল ডেলিভারীতে পরিনত হয়েছে ।
তাহলে শুনেন দাতের ব্যাথা এত মারাত্বক সংসার ভাংলেও মানুষ এত এত কষ্ট পায় না ।
দেশে চিকিৎসা ক্ষেত্রটা পুরোই ব্যবসা হয়ে গেছে! দেশের বাইরে আমরা দেখি ডাক্তারের কোন লাভ-লস নাই রোগীর নরমাল বা সিজার হলে তার একমাত্র দায়িত্ব রোগীর সেবা করা। আমাদের দেশে নরমাল বা সিজারের উপর ডাক্তারদের বেতন উঠা নামা করে!
সিস্টেম পরিবর্তন জরুরী! মানুষ বাধ্য হয়েই হাসপাতালে যায় আর এই দুর্ভোগের স্বীকার হয়!
শুকরিয়া!
আসলে আমাদের দেশের এখনকার মহিলাদের বেশির ভাগ হসপিটালে শিশু ডেলিভারি করানোকে ফ্যাসন হিসেবে নিয়েছে....।
দোষ যার ই হউক মাঝ খান থেকে যারা নরমাল ডেলিভারী করাতে চায় তারা ভুক্তভোগী হচ্ছেন.....
১০/১২ টা সন্তান আপনার চারপাশ দিয়ে ঘুরাঘুরি করবে, হৈ-হোল্লর করবে, আপনার ঘাড়ে চড়বে, পিঠে চড়বে,আপনার কান ধরে টানবে..<:-P
মন্তব্য করতে লগইন করুন