আল্লাহ যেন আমার মামীকে জান্নাতুল ফিরদাউস দান করেন !!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৬ আগস্ট, ২০১৫, ০৮:১৬:১২ সকাল
শ্রীচন্দ্রপুরে গেলাম একবার। আটলের স্কুলের কাছে যখন পৌছলাম, দেখলাম দুপুরের কাঠ ফাটা রোদের মধ্যে মাঠ ভেঙ্গে দ্রুত গতিতে মামী কোথায় যেন যাচ্ছে। আমি সালাম দিলাম। উনি থামলেন,বললাম কোথায় যাচ্ছেন ? উনি বললেন-ছুটিপুর ডাক্তারের কাছে যাচ্ছি। বললাম-ছুটিপুর তো অন্তত ৪/৫কি:মি: হেটে যাচ্ছেন ? উনি বললেন-এ বেলা ভ্যান গাড়ী যাবে না। জিজ্ঞেস করলাম,তা আপনার সমস্যা কি ? উনি বললেন-আমার হার্টের সমস্যা। চিন্তায় পড়ে গেলাম। যে লোকের হার্টের সমস্যা সে এই দুপুর রোদে ব্যপক গতি নিয়ে ৪/৫ কি:মি: দূরের ডাক্তারের কাছে যাচ্ছে !!!
বললাম ঠিক আছে তাহলে যান । উনি বললেন- না , আজ যাব না। জিজ্ঞেস করলাম কেন ? উনি বললেন-তুমি এসেছো,বাড়ী চলো, ডাক্তারের কাছে পরে যাওয়া যাবে। তার রোগের ধরন বুঝে গেলাম। দুজনে একই গতিতে মামুবাড়ি চললাম। একমাত্র মামু। একেবারে অন্তর থেকে যত্ন করতেন মামী আমাদের।
পরেরবার যখন গেলাম, মামী তখন প্যারালাইজড। মুখের দিকে তাকিয়ে মনে হল এরকমটা হবে তা কখনই কল্পনা করেননি। গ্রামের সহজ সরল অতি ভালো একজন মানুষ। সারাদিন ঘর সংসারের নানান রকম কাজের উপর থাকতেন,অসুস্থ্যও তেমন হননি, কিন্তু হয়ত কোনো অনিয়মে সমস্যা হয়েছে বুঝতে পারেননি। মামুই তার সেবাযত্ন করেছেন। দীর্ঘদিন রোগ-শোকে ভোগার পর গতকাল মামী মারা গেল।
তার জন্যে অন্তরের অন্ত:স্থল থেকে দোয়া রইলো। আল্লাহ যেন এই সহজ সরল ভালো মানুষটাকে সকল শাস্তি মওকুফ করেন,তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন।
আপনারা উনার জন্যে দোয়া করেন।
বিষয়: বিবিধ
২৪৮৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন এই সহজ সরল ভালো মানুষটাকে সকল শাস্তি মওকুফ করেন,তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন
রিপোর্ট করুন
একেবারে অন্তর থেকে যত্ন করতেন মামী আমাদের।
আমরাও অন্তর থেকেই আপনার মামীর জন্য দোয়া ও আপনদের জন্য সহানুভূতি জানাই
মন্তব্য করতে লগইন করুন