সুন্নতি পোষাক কি ?

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১২ আগস্ট, ২০১৫, ১২:১৫:২৩ দুপুর

সুন্নতি পোষাক কি ?

রসূল(সাঃ) কিছু বিষয় পছন্দ করেছেন যা তার একান্ত ব্যক্তিগত। আর তার একান্ত ব্যক্তিগত পছন্দনীয় বিষয়গুলো পছন্দ বা অপছন্দ করার ক্ষেত্রে প্রত্যেকে স্বাধীন। যেমন-খাবার দাবার,পোষাক,ব্যক্তিগত পছন্দ অপছন্দ ইত্যাদী। রসূল(সাঃ) তৎকালীন আরবের প্রচলিত পোষাক পরতেন। ইসলাম আসার পর আরবের পোষাকের পরিবর্তন হয়নি,বরং সতরের সঙ্গা পরিবর্তিত হয়েছে। নারী ও পুরুষের পোষাক কেমন ধরনের হবে সেটা এসেছে। পুরুষের জন্যে স্বর্ণ ও রেশমী কাপুড় নিষিদ্ধ হয়েছে। তবে এটা ঠিক রসূল(সাঃ)এর একান্ত ব্যক্তিগত বিষয়টিকেও যদি কেউ পালন করে ,তাতে বরকত রয়েছে কিন্তু সেটি বাধ্যতামূলক নয়।

রসূল(সাঃ)আর আবু লাহাবের চেহারার মধ্যে মিল ছিল।তারা একই রকম পোষাক পরতেন। পেছন থেকে দেখলে একজনকে আরেকজন বলে ভুল হত,অথচ দুজনের মধ্যে পার্থক্য আসমান জমিন। তাদের ভেতরকার পার্থক্য হল চিন্তাগত ও আচরণগত। মজার ব্যাপার হল কিছু মানুষ সুন্নতি পোষাক হিসেবে যা পরেন ,তা হল পাঞ্জাবী-পাজামা ,যা আরবের পোষাক নয়,এটি পাঞ্জাবের পোষাক। রসূল(সাঃ)এটা পরেননি। তবে রসূল(সাঃ)যে পোষাক পরতেন হুবহু সেটা পরলেও সুন্নাহ পালিত হবে। তাকে ভালোবেসে তার ব্যক্তিগত পছন্দের বিষয়টিকে নিজের পছন্দের বিষয় বানালে তাতে বরকত রয়েছে। কিন্তু যে বিষয়ে তিনি নির্দেশ দেননি সেখানে আমাদের স্বাধীনতা রয়েছে মূল সূত্র ঠিক রেখে নিজের মত করবার।

প্রখ্যাত ইসলাম প্রচারক ড: জাকির নায়েক সম্পর্কে এক বিশাল সংখ্যক মানুষ এমন বিষয়ে সমালোচনা করে যাতে তাদের জ্ঞান,বিবেক সম্পর্কে করুনা হয়। বেশীরভাগ মানুষই প্রচারিত কুরআন,সুন্নাহর বিষয়ের চাইতে পোষাক নিয়ে মন্তব্য করে ,এমনকি শুধু পোষাক দেখেই তাকে খ্রিষ্টানদের দালাল এমনকি কাফিরও বলে।

ডা. জাকের নায়েক কেন পাঞ্জাবি বা সুন্নতি পোশাক পরেন না- এক নারী এমন একটি প্রশ্ন করলে বিষটি আলোচনায় আসে। এরপর ‘ডা. জাকির নায়েক এর উন্মুক্ত প্রশ্নোত্তরসমূহ’ নামের ফেসবুক পেজ থেকে ওই প্রশ্নকারীর প্রশ্নের প্রেক্ষিতে জবাব দেয়া হয়েছে। ওই পেজে দেয়া সেই উত্তরটি হুবুহু দেয়া হলো-

উত্তর: বোন আপনি সঠিক বলেছেন, ডা জাকির নায়েক নিঃসন্দেহে একজন দীনের দা’য়ী, একজন দা’য়ী ইলাল্লাহ। ডা জাকির নায়েক সুন্নতি পোশাক পরেন না, এমন কথা আমার জানা নেই। আমার জানা মতে তিনি সুন্নতি পোশাক পরেন। আমার জানা মতে কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্নতি পোশাক হোলঃ

ক। সুন্দর ও পবিত্র-পরিচ্ছন্ন পোশাক।

খ। ছতর আবৃত করে এমন পোশাক।

গ। টাখনুর উপরে পরিহিত পোশাক।

ঘ। দাড়ি।

ঙ। টুপি।

চ। নিষিদ্ধ নয় এমন পোশাক। যেমন- রেশমি পোশাক, সোনা খচিত পোশাক, নারীর পোশাক। আমার জানা মতে তিনি সুন্নতি পোশাকের সবগুলো শর্ত পূরণকরেই পোশাক পরেন। সুন্নতি পোশাকের শর্ত সমূহ: শর্ত নং-১, পোষাকের প্রথম শর্ত, পোষাক পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত ঢাকতে হবে। ( সুনানে তিরমিজি, ৫/১১০)। শর্ত নং-২, পোষাক পাতলা ও অাটোসাটো হবে না। ( হাইসামী, মাযমাউয যাওয়াইদ, ৫/১৩৬, এই পৃঃ দুটি হাদিস বর্ণিত হয়েছে, মুসান্নাফে ইবনে অাবি শাইবা, ৫/১৫৭, ইবনু সাদ, অাত তাবাবাত, ৫/১৯১, ৩২৮) ।

শর্ত নং-৩, পুরুষরা মেয়েদের পোষাক ও নারীরা পুরুষের পোষাক পরতে পারবে না। ( অাবু দাউদ, ৪/৬০, হাকিম, অাল মুসতাদরাক, ৪/২১৫, হাইসামী, মাওয়ারিদুয যামঅান, ৪/৪৫০, বুখারি, ৫/ ২২০৭,তাবারানি, অাল মু ‘জামুল অাউসাত,৪/২১২, মুসনাদে অাহমাদ, ২/৯৫৬)। শর্ত নং ৪, পোষাক অহংকারী হতে পারবে না। ( অাবু দাউদ, ৪/৪৩, ইবনে মাজাহ, ২/১১৯২, ১১৯৩)।

পুরুষরা রেশমি পোষাক পরতে পারবে না। ( নাসাঈ, ৮/১৬১, বুখারি, ৫/২২০২, সহিহ মুসলিম, ৩/১৬৩৫, বুখারি, ১/৩০২, ৫/২১৯৪)।

শর্ত নং ৫, পোষাক টাকনুর নিচে যাবে না। ( বুখারি, ৫/২১৮২, অাবু দাউদ, ৪/৫৯, বুখারি, ৩/১৩৪০, ইবনে হিব্বান, ১২/২৬২, অাবু দাউদ, ১/১৭২) ।

অনেকে আবার ডা, জাকের নায়েকের টাই পরাকে খ্রিস্টানের ক্রুসের প্রতীক বা পোশাক বলে থাকেন। এ বিষয়ে সঠিক উত্তর হলো- . উত্তর: টাই খ্রিষ্টানদের ক্রুসের প্রতীক হবে কেন? টাই একটি পোশাক। এর সাথে খ্রিষ্টানদের ক্রুসের কোন সম্পর্ক নেই। পোশাক হিসেবে প্যান্ট, শার্ট, টাই - এগুলোর সাথে ইসলামের কোন বিরোধ নেই। শীত প্রধান দেশে গলাবন্ধনী হিসেবে টাই এর প্রচলন শুরু হয়। আর কেউ ক্রুশ হিসেবে টাই পরেনা। এ নিয়ে জ্ঞানী মুসলিমদের মধ্যে কোন মতভেদও নেই। আর কেউ মতভেদ করলেও এগুলো সুন্নতি পোশাক হবার ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটবে না। মতভেদ আরও বড় বড় বিষয় নিয়েও হয়।

বিষয়: বিবিধ

৩৬৫৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335346
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৭
জ্ঞানের কথা লিখেছেন :

কোর্ট টাই হচ্ছে সুন্নাতি পোষাক। আপনি না মানলে আমার কিছু করার নাই। আমার পীর সাহেব মানেন ও তা ব্যাবহার করেন।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫২
277324
নেহায়েৎ লিখেছেন : আংগো পীরসাপ হুজুর কোট পিন্দেন কিন্তু কোন দিন টাই পিন্দেন না।
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৩
277368
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরকে নিয়ে বেয়দবি কিন্তু বরদাস্ত করা হবে না!!
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০১
277478
দ্য স্লেভ লিখেছেন : হুমম
335351
১২ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হাদিসের আলোকে লেখাটা সুন্দর হয়েছে
অনেক ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০১
277479
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
335352
১২ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৭
নাবিক লিখেছেন : দারুণ জবাব দেয়া হয়েছে, পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ।
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০১
277480
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ ভাই
335375
১২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫১
নেহায়েৎ লিখেছেন : মুসলিম পোশাক রীতিতে পুরুষের জন্যে ৬ ধরনের পোশাক পরিধান করা নিষিদ্ধ করা হয়েছে।-
১. পুরুষের পোশাক রেশমের তৈরি হতে পারবে না। রেশমি পোশাক পরা পুরুশের জন্যে হারাম।
২. সতর খুলে যায়, অর্থাৎ নাভির উপর থেকে হাঁটুর নীচ পর্যন্ত কোনো অংশ উন্মুক্ত হয়ে যায়, এমন পোশাক পরা নিষিদ্ধ।
৩. পুরুষের পোশাক যেনো নারীদের মতো না হয়। অথবা এভাবেও বলা যায় যে, নারীর পোশাক পুরুষের জন্যে পরা নিষেধ।
৪. পোশাক যেনো এমন না হয়, যা পরলে তার মধ্য থেকে অহঙ্কার প্রকাশ পায়। এই রীতি নারী-পুরুষ উভয়ের জন্যে প্রযোজ্য।
৫. পুরুষের পোশাক পায়ের গোড়ালির নীচে যেনো ঝুলে না যায়। টাখনুর নীচে নেমে যায় এত লম্বা পোশাক পরা হারাম।
৬. ইচ্ছাকৃতভাবে কাফের-মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করার উদ্দেশ্যে তাদের পোশাক পরিধান করা হারাম। [হাশিয়ায়ে শামায়েলে তিরমিজি-২৯]
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
277327
অপ্রিয় সত্য কথা লিখেছেন : ইচ্ছাকৃতভাবে কাফের-মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করার উদ্দেশ্যে তাদের পোশাক পরিধান করা হারাম। [হাশিয়ায়ে শামায়েলে তিরমিজি-২৯]
আহলে হদস আর জাকির নাটকের পূজারিরা কিন্তু অনিচ্ছা পরে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০৩
277482
দ্য স্লেভ লিখেছেন : শার্ট প্য্যান্ট কোনো ধর্মমে মিন করেনা। ফলে এটা পরা না পরা আমাদের ইচ্ছাধিন। আর মানুষকে বিকৃত নামে ডাকা হাদীসে নিষেধ করা হয়েছে
335379
১২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৯
অপ্রিয় সত্য কথা লিখেছেন : কিতাবুল লিবাস ভাল ভাবে পড়ে নিন। টাইর উৎপত্তি কোথায় থেকে শুরু হল???

জাকির নায়েককে প্রতিষ্ঠা করতে আহলে হদস গোষ্টি এখন পাগলের মত প্রলাপ শুরু করে দিয়েছে ।
এতদিন ছিল মউদুদীর অপর্কম গুলির জন্য ্ওদের মিশন ।আর এখন মউদুদীর যোগ্য উত্তরসুরি ,মউদুদীর অসমাপ্ত অপকর্মের বাস্তবায়নের অন্যতম ব্যাক্তি জাকির নাটকের মিশন।
সেলুকাস



জাকির অনুসারিরা এখন থেকে আল্লাহকে ভগবান ডাকছে ।কারন তাদের গরু এটাকে জায়েয ফতোয়া মারছে।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৪
277333
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :

হুজুর অপ্রিয় সত্যবাদী মশাই। আপনি ছবিটাকে এডিট করে দিলেন কেন? ওখানে দেওবন্দের বিখ্যাত আলেম ও ভারতীয় কংগ্রেসের নেতা এবং লোক সভার সদস্য মাওলানা মাহমুদ মাদানী সাহেবও তাদের সাথে ছিলেন। তার ছবিটাকে কেটে বাদ দিলেন কেন? এটা কেমন অপ্রিয় সত্য বুঝলাম ভাইজান।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৫
277335
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এটা কেমন অপ্রিয় সত্য কথা বুঝলাম না ভাইজান।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫১
277337
অপ্রিয় সত্য কথা লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি-যেখানে সেখানে আপনাদের দায়িত্ব গ্যাঞ্জাম করা।তো আপনি এত বড় মিথ্যা না বলল্ও পারতেন ।সব ছবিটা আপনি দেন না কেন ? নেন আপনারদের কর্মকান্ড--
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:০৫
277483
দ্য স্লেভ লিখেছেন : আপনি আল্লাহকে ভয় করুন। আমার সম্পর্কে না জেনেই মন্তব্য করছেন। আর এর জন্যে আল্লাহ জবাব চাইলে আপনার চিন্তার কারন আছে। আপনি এ বিষয়ে একটি পোস্ট দিন এবং সম্মানের সাথে কথা বলুন
335393
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
277486
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
335395
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৩
হতভাগা লিখেছেন :
শর্ত নং-১, পোষাকের প্রথম শর্ত, পোষাক পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত ঢাকতে হবে।


০ এর উপরে নিচে যদি খালি গা থাকে তাহলে সেটা কি সুন্নতি পোশাক থাকবে ? এমতাবস্থায় নামাজ পড়া কি জায়েজ হবে?
১২ আগস্ট ২০১৫ রাত ১০:১১
277417
আবু জান্নাত লিখেছেন : নাভি থেকে হাটু পর্যন্ত ঢাকা পুরুষের জন্য ফরজ, এর দ্বারা পুরুষের নামায হয়ে যাবে। মহিলাদের জন্য ভিন্ন হিসাব। হাত পা ও মুখ ছাড়া পরিপূর্ণ শরীর ঢাকা ফরজ,নতুবা নামায হবে না। ফরজের অতিরিক্ত যেটা, ঐটাকে সুন্নাত বলে,
(জ্ঞানী ভাইয়েরা আছেন, আমার কথায় ভূলও হতে পারে)
১৩ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৪
277449
হতভাগা লিখেছেন : মানে , যখন বেশ গরম থাকবে তখন আমি শুধু থ্রি-কোয়ার্টার প্যান্ট ( নাভির কিছু উপর থেকে হাঁটুর সামান্য নিচ পর্যন্ত) পড়ে মাসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো ?
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১০
277485
জ্ঞানের কথা লিখেছেন : সাহাবী (রা) দের আসার থেকে পওয়া যায়, ফরজ সতর ঢাকলে সালাত হয়ে যাবে। তবে রসুল (সা) এর অন্য হাদীস থেকে ও সাহাবী (রা) দের আসার থেকে পাওয়া যায়যে, ফরজ সতর ঢাকার পরে কাধেঁর উপর কাপড়ের একটি অংশ রাখতে হবে নামাজের সময়।

তাই আপনাকে কাঁধের উপর একটি কাপড় রাখতে হবে।

ত্রিকোয়াটার প্যান্ট প্রশ্ন: আপনার কি ত্রি কোয়াটার ছাড়াও অন্য কাপড় আছে?
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
277487
দ্য স্লেভ লিখেছেন : না ভাই এ বিষয়ে হাদিস রয়েছে। ওটা সতর। ওটুকু ঢাকলে পুরুষ মুক্ত। কিন্তু রসূল(সাঃ)বা সাহাবারা খালি গায়ে নামাজ পড়েননি। নামাজের বিষয়ে অবস্থা ভিন্ন। সেক্ষেত্রে গায়ে কাপুড় পরা সুন্নাহ।
১৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
277523
হতভাগা লিখেছেন : অন্য কাপড়ও আছে । তবে যেহেতু সতরের মিনিমাম রিক্যুয়ারমেন্ট থ্রি কোয়ার্টার দ্বারা পূরণ করা সম্ভব তাই কথাটা বললাম।
335407
১২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ! সহীহ তথ্যযুক্ত অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী পোস্ট।.. ধন্যবাদ..
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
277488
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। কিছু লোক অযথা এসব নিয়ে মানুষকে কাফির বলে। খুবই হাস্যকর...
335413
১২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২১
শুভ কবি লিখেছেন : ভালো লাগলো
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
277489
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১০
335470
১২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
যখন নাকি হালাকু খান বাগদাদ অভিযান করছিলেন তখন বাগদাদ এর দারুল হিকমাহ এর আলিম রা লিপ্ত ছিলেন ইসলামের আলোকে পায়জামার দৈর্ঘ কতটুক হবে সেই বিতর্কে!!
এখনও আমাদের তথাকথিত আলেমরা সেই অভ্যাস ছাড়তে পারেন নাই।
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:১৯
277490
দ্য স্লেভ লিখেছেন : ঠিক পাজামার দৈর্ঘ নিয়ে আলোচনা করেছিলো কিনা জানা যায় না,তবে মুস্তাহাব নিয়ে মারমারি করত। ফরজের খবর নেই। উটের মুত্র পবিত্র নাকি অপবিত্র ইত্যাদীও শুনেছি। কিছু আলেম নামধারী বেকুফ অন্যকে কাফির বলে এই খারাপ ভাবে সমালোচনা করে। অথচ তারা শিরকের মত পাপেও লিপ্ত
১১
335506
১২ আগস্ট ২০১৫ রাত ০৯:২৪
আফরা লিখেছেন : আমি কিছু বলব না তবে হুজুর আপনার কাছে হতভাগা ভাইয়ার প্রশ্নটা সহ আরও দুইটা প্রশ্ন আছে ।

হুজুরের প্যান্ট কি গোড়ালির উপরে থাকে ? হুজুরের গালে কি দাড়ি আছে নাকি ??
১২ আগস্ট ২০১৫ রাত ১০:০৭
277415
আবু জান্নাত লিখেছেন : সাইয়ারা বোন, আপনি হুজুরকে এত বড় ধরা দিলেন কেনু?
দাড়ি রাখা ওয়াজিব, টাখনুর নিছে কাপড় পরা হারাম। আমিও হুজুরের জাওয়াবের অপেক্ষায়.......
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:২০
277491
দ্য স্লেভ লিখেছেন : এত কথা কয় ক্যান এই মেয়ে!!!phbbbbt phbbbbt phbbbbt phbbbbt phbbbbt
১২
335513
১২ আগস্ট ২০১৫ রাত ১০:১২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই জাগায় প্রতি মন্তব্য করতে করতে হয়রান। অসাধারণ পোষ্ট, সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
277492
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান জনাব ভাই ব্রাদার Happy
১৩
335554
১৩ আগস্ট ২০১৫ রাত ০৪:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : ছমৎখার ফোস্টের লাগি ধন্যপাত।
১৩ আগস্ট ২০১৫ সকাল ১১:২১
277493
দ্য স্লেভ লিখেছেন : সুপার ভাষায় মন্তব্যের জন্যে ধন্যবাদ Happy Happy Happy
১৪
335693
১৩ আগস্ট ২০১৫ রাত ০৯:১৪
তিমির মুস্তাফা লিখেছেন : http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/7287/tmirmustafa/68167
দ্য স্লেভ এর সমর্থনে লেখা !
১৩ আগস্ট ২০১৫ রাত ১০:৫১
277617
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ, আমি পড়েছি
১৫
335803
১৪ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৪
নারী লিখেছেন : জাকির নায়েকের পোশাক নিয়ে লেকচার আমি কয়েকবার দেখেছি।আমার সাথে অনেকেই জায়ের নায়েকের পোশাক নিয়ে তর্ক করতে এসেছিল।বিশেষ করে টাই টা নিয়ে।তখন তাদেরও দেখিয়েছিলাম।

যাই হোক ভালো লাগলো।ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
278031
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১৬
336651
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১২
ইবনে হাসেম লিখেছেন : ভালো টপিক নিয়ে আলোচনা। কোন কোন বিষয় আছে বারবার পড়া লাগে। তাই এ ধরণের বিষয় পেলে পড়ার সময় বার করে নেই। ধন্যবাদ্
১৮ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
278503
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান পড়ার জন্যে। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File