'হে-আল্লাহ ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৪ আগস্ট, ২০১৫, ১২:২৭:৩৬ দুপুর
একবার হযরত উমর(রা.)বাজারের
মধ্যে দিয়ে যাচ্ছিলেন।তো বাজারে
যখন এক ব্যক্তির পাশদিয়ে
অতিক্রম করছিলেন,তখন শুনতে
পেলেন সেই ব্যক্তি দো'আ করতেছে-
'হে-আল্লাহ!আমাকে আপনার অল্পসংখ্যক
লোকের মধ্যে গন্য করে নিন,হে-আল্লাহ!
আমাকে আপনার অল্পসংখ্যক লোকের
মধ্যে গন্য করে নিন।'
হযরত উমর(রা.)সেই ব্যক্তিকে জিজ্ঞেস
করলেন- 'তুমি এই দো'আ কোথা থেকে
শিখেছো?' উত্তরে সেই ব্যক্তি
বললো-'আল্লাহর কোরআন থেকে।
আল্লাহ কোরআনে
বলেছেন- ﻞﻴﻠﻗﻭ ﻦﻣ ﻱﺩﺎﺒﻋ
ﺭﻮﻜﺸﻟﺍ - এবং আমার বান্দাদের মধ্যে
অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)
উত্তর শুনে হযরত উমর(রা.)কাঁদতে
লাগলেন, এবং নিজেকে উপদেশ
দিতে লাগলেন-
'হে-উমর!মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি।'
সাথে তিনিও দো'আ করতে
লাগলেন-'হে-আল্লাহ! আমাকেও আপনার
অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।'
.
আমরা দেখেছি;আমরা যখন কোনো
ব্যক্তিকে কোনো পাপকাজ ছেড়ে
দিতে বলি,তখন সেই ব্যক্তি বলে-
'এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে,
শুধু আমিই একা নই।'এখন যদি আমরা
কোরআনে 'অধিকাংশ ব্যক্তি'
লিখে অনুসন্ধান করি তখন পাবো- ﺱﺎﻨﻟﺍ ﺮﺜﻛﺍ ﻻ
ﻥﻮﻤﻠﻌﻳ -অধিকাংশ ব্যক্তিই তা জানে না।
( ৭:১৮৭) ﺮﺜﻛﺍ ﺱﺎﻨﻟﺍ ﻻ ﻥﻭﺮﻜﺸﻳ -
অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (২:২৪৩) ﺱﺎﻨﻟﺍﺮﺜﻛﺍ ﻻ ﻥﻮﻨﻣﺆﻳ -
অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না।
(১১:১৭)
আমরা যদি শুধু 'অধিকাংশ' লিখে
অনুসন্ধান করি তাহলে পাবো- ﻢﻛﺮﺜﻛﺍ ﻥﻮﻘﺴﻓ -
তোমাদের অধিকাংশই অবাধ্য। (৫:৫৯)
ﻥﻮﻠﻬﺠﻳ ﻢﻫﺮﺜﻛﺍ - তাদের অধিকাংশই মূর্খ। (৬:১১১) ﻢﻫﺮﺜﻛﺍ ﻻ ﻥﻮﻤﻠﻌﻳ ﻖﺤﻟﺍ -
তাদের অধিকাংশই সত্য জানে না।(২১:২৪)
ﻢﻫﺮﺜﻛﺍ ﻻ ﻥﻮﻠﻘﻌﻳ - তাদের অধিকাংশই বুঝে না।
(৪৯:৪) ﺽﺮﻋﺄﻓ ﻢﻫﺮﺜﻛﺍ ﻢﻬﻓ ﻻ
ﻥﻮﻌﻤﺴﻳ অতঃপর তাদের অধিকাংশই মুখ
ফিরিয়ে নিয়েছ, তারা শুনে না।
(৪১:৫) তারপর আমরা যদি 'অল্পসংখ্যক' লিখে
অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ
বলেছেন- ﻞﻴﻠﻗ ﻦﻣ ﻱﺩﺎﺒﻋ ﺭﻮﻜﺸﻟﺍ -
আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩) ﺂﻣﻭ ﻦﻣﺍﺀ ﻻﺇ ﻪﻌﻣ ﻞﻴﻠﻗ
- অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান
এনেছিলো।
(১১:৪০) ﺔﻠﺛ ﻦﻣ ﻦﻴﻟﻭﻻﺍ ﻞﻴﻠﻗﻭ . ﻦﻣ
ﻦﻳﺮﺧﻻﺍ - একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে।।
(৫৬:১৩-১৪)
.
তাই আসুন আমরা এই অল্পসংখ্যক
ব্যক্তিদের দলে শামিল হই।এবং ভয় ভীতি
ও দ্বিধা সংকোচ ছেড়ে দেই যে,আমিই শুধু
এই পথে।আল্লাহ আমাদের তাঁর অল্পসংখ্যক
লোকদের দলে শামিল করুন- আমীন।।
collected
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ! রহম কর ।
অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও।'
This post will inspire us inshaAllah.
Thanks.
আ মী ন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
-আল্লাহ আপনাকেও এতে শরীক করুন, আমাদেরকেও করুন।-স্বল্প সংখ্যক লোকদের মাঝে গণ্য>>
অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নাও ।আমীন
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন