চিন্তার বিষয়

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ জুন, ২০১৫, ০৪:২৯:৩৯ রাত

সাইয়িদ কুতুবের (র) মৃত্যুর আগে ওনার হাজতি এক রুমমেট জিজ্ঞাস করেছিল উনি কেন এতো কট্টর পন্থা বেছে নেন তাগুতের সামনে, উত্তরে উনি বলেছিলেনঃ "কারন ইসলামী আকিদায় সত্যকে লুকিয়ে রাখা জায়েয না এবং দ্বীনের ব্যাপারে একজন নেতা তা মেনেও নিতে পারে না"। "তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না" [সূরা বাকারা-৪২]

.

এরদোগান কে সাইয়িদ কুতুব এর বিপরীতে রেখে যদি বিচার করেন, তাহলে কিছু ভাইদের চিন্তার আলোকে বলতে হবে সাইয়িদ কুতুব ছিলেন অবিচক্ষণ এবং উম্মাহর প্রতি উনি যত্নশীল ছিলেন না কারন ওনার কট্টরপন্থা অবলম্বন করে অনেকের জীবন গেছে বেকুবের মতো। উনি নিজেও বেঁচে থাকলে *হারামের পাশাপাশি* হালাল কিছুও তো করতে পারতেন! এখন সে ভাইরা বলছেন এরদোগান যে পন্থা বেছে নিয়েছেন তাতে উনি এটলিস্ট রোহিঙ্গাদের বাঁচানোর জন্য জাহাজ পাঠিয়েছেন, অন্য মুসলিম নেতারা কয়জনই বা এই কাজ করছেন?! আসুন আমরা ভুলে যাই হুকুম শরিয়াহ অনুযায়ী *হারবি ফিলান* তথা মুসলিমদের সাথে যুদ্ধরত রাষ্ট্রের সাথে কোনো প্রকারের চুক্তিই হারাম - হারবি ইসরায়েলের ষষ্ঠ বৃহৎ বাণিজ্যিক পার্টনার হল তুরস্ক।

.

কিছু একটা হলেও করতে পারছে কিনা সেটা মুল প্রশ্ন হওয়া উচিৎ না, বরং সেই কিছু একটা করার পথে হাঁটতে গিয়ে কোন হারাম হচ্ছে কিনা সেটা বিবেচনায় আনতে হবে। গতকাল একভাইয়ের যুক্তি পড়ছিলাম এরদোগানের পক্ষে। উনি বলছিলেন সালাউদ্দিন আইয়ুবিও (র) অনেক সময় হাতে নিয়েই আল-আকসা বিজয়ের প্রস্তুতি নিয়েছিলেন (যেরকম এরদোগানও নিচ্ছেন)। সমস্যা হল সালাহুদ্দিনের সেই প্রস্তুতির সময় কোন হারাম উপাদান ছিল না। 'ন্যুড বীচ', 'নাইট ক্লাব' এর অনুমতির পাশাপাশি সালাহুদ্দিন এরদোগানের মতো এরকম নিশ্চয় বলতেন না, "প্রাইভেটলি মদ খাও কোন সমস্যা নাই, শুধু প্রকাশ্যে খেও না"।

.

এরদোগানকে পছন্দ অনেকের হতেই পারে কারন আমাদের সমাজে প্র্যাগম্যাটিসম 'অলিক' হলেও একটি জনপ্রিয় চিন্তা। এই চিন্তা উদ্দেশ্য হাসিলের জন্য হারাম কে হালাল মনে করে। এটাও জেনে রাখেন শরিয়ায় **একটা সিঙ্গেল** দলীল নাই এই পথে হাটার। যদি ম্যাকিয়াভেলিয়ান (ends justifies the means) অথবা কৌটিল্যর লেখা পড়েন, তাহলে ১০০% মিল খুঁজে পাবেন। আওয়ামীলীগ বিএনপির কৌশল কে যে কারনে সমর্থন করেন, সেই একই কারনে একিপি/এরদোগান কে করেন কোন সমস্যা নাই, শুধু ইসলাম দ্বারা জাস্টিফাই করতে যাবেন না, লেজে গোবরে করে ফেলবেন। আকিদা এবং শরিয়াহ কি সেটা ভাল করে বুঝলেন না, বরং সেটা বুঝতে গেলেন ম্যাকিয়াভেলির কাছ থেকে, আর যারা শরিয়াহকে মুল সোর্স (কুরআন, সুন্নাহ এবং ইজমা সাহাবা) থেকে টেনে আনেন ওনাদের মনে করেন মোটা মাথা যারা হাওয়ায় বাসা বানাচ্ছে!

সংগৃহীত

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324016
০২ জুন ২০১৫ সকাল ০৫:২০
সাদাচোখে লিখেছেন : Well written.
Unfortunately, we are not only resisting orders of the Quran - using a strange word called 'hikmah'

Nowadays, we are even trying to ignore 'hikmah' even - to bypass facts, figures, trends and simple logics.
324025
০২ জুন ২০১৫ সকাল ০৮:০৯
অবাক মুসাফীর লিখেছেন : এখন যদি রাতারাতি শরীয় বিধান কায়েম করতে হয়, তবে দৃশ্‌যপটও রাতারাতি পরিবর্তিত হয়ে মুরসি সাহেবের মত অবস্থা হতে পারে... জানি না আসলেই তিনি শরীয় বিধান কায়েম করতে চান কিনা বা তার প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, তবে এই ব্‌যাপারটা ধীরে ধীরে এগোনো ভালো না?? (বি.দ্র: এই ব্‌যাপারে আমার জ্ঞানের স্বল্পতা ব্‌যাপক)
324094
০২ জুন ২০১৫ দুপুর ০১:২২
egypt12 লিখেছেন : এরদোগান আমার অনেক প্রিয় ব্যক্তিত্ব তবে সিরিয়া ও আইএসএল নিয়ে তার কাজ আমাকে ব্যথিত করে এবং জাহাজ পাঠানোর খবরটি এখনো ভালো কোন উৎস থেকে পাইনি বরং এটা রিউমারই মনে হচ্ছে।
324215
০২ জুন ২০১৫ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটি অতি বিপ্লবি দৃষ্টিভঙ্গি থেকে লিখা। বাস্তবতা অনুধাবন না করে এই ধরনের চিন্তা উগ্রবাদ কে প্রমোট করে।
324216
০২ জুন ২০১৫ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটি অতি বিপ্লবি দৃষ্টিভঙ্গি থেকে লিখা। বাস্তবতা অনুধাবন না করে এই ধরনের চিন্তা উগ্রবাদ কে প্রমোট করে।
324549
০৪ জুন ২০১৫ দুপুর ০১:০৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সাইয়িদ কুতুবের (র) মৃত্যুর আগে ওনার হাজতি এক রুমমেট জিজ্ঞাস করেছিল উনি কেন এতো কট্টর পন্থা বেছে নেন তাগুতের সামনে, উত্তরে উনি বলেছিলেনঃ "কারন ইসলামী আকিদায় সত্যকে লুকিয়ে রাখা জায়েয না এবং দ্বীনের ব্যাপারে একজন নেতা তা মেনেও নিতে পারে না"। "তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না" [সূরা বাকারা-৪২]
আজকের দুনিয়ার মুসলিমদের নিয়ে কথা বলার মানুষই যেখানে নেই, সেখানে এরদোগানের মত লোক খারাপ কিসে !!!
আপনার সাথে পুরোপুরি একমত হতে পারলাম না।
ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File