ছাইপাশ দিয়ে ৫ টি সেন্সুরী হাকালাম !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ মে, ২০১৫, ১১:১১:৩৩ সকাল
পোস্ট লিখেছেনঃ ৫০০ টি
মন্তব্য করেছেনঃ ২২২৫ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৫৬৩৩ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৫৬১৬৭ বার
ব্লগে আছেনঃ ২ বছর ২ মাস ১৫ দিন
আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ব্লগার ভাই-বোন,কেমন অঅছেন আপনারা ? আমার অন্তরের অন্তস্থলের শুভেচ্ছা গ্রহন করুন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে ২ বছরের অধিক সময় ধরে আপনারা অামার লেখা পড়েছেন। নি:সন্দেহে আপনারা ধৈর্যশীল,কারন ছাইপাশের সংখ্যাই বেশী ছিল।
আমি আমার সকল কথা আপনাদেরকে অবগত করাই এ কারনে যে,আপনি অাপনাদেরকে পছন্দ করি এবং বিশ্বাস করি। আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে এবং অঅমি আনন্দ পাই। আপনাদেরকে অনেক আপন মনে হয়। এই ব্লগটিতে বিভিন্ন লেখা পড়া,নিজে লেখা,মন্তব্য করা আমার দৈনন্দিন কাজের মতই অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।
দীর্ঘ সময় আপনাদের সাথে থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্যে অন্তর থেকে দোয়া করবেন,যাতে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে সফল করেন।
আমি ইসলামকে আমার দ্বীন হিসেবে গ্রহন করেছি তাই আমার লেখায় ইসলামের ছোয়া থাকে,যেটা আমার দৈনন্দিন কর্মকান্ডের অংশ। আমি আমার মনের ভাব প্রকাশ করতে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করিনা। আমি শুধু আল্লাহকেই ভয় পাই। আল্লাহ যেন আমাকে তার অনুগত বান্দা হিসেবে কবুল করেন। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা এবং অফুরন্ত দোয়া রইলো !!
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাই এর ও মুল্য আছে ভাল পরিস্কারক হিসেবে।
আপনার প্রিয় বিষয় নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম পড়ে দেখুন!
অভিনন্দন!!
আপনি লিখেন খারাপ না তবে পড়েন কম । তবে আমার লিখা পড়েন এটা আমি স্বীকার করছি কিন্তু আমি অন্যদের কথা বুঝিয়েছি ।
দুয়া আগামী ১ বছরে আরো ৫টা সেন্সুরী করেন চুরি করে হলে ও ।
ধন্যবাদ হুজুর ।
বাহ বাহ! আপনি তো একজন সফল ব্লগার! মডারেশনকে চিনলে আপনার জন্য পুরষ্কার দাবী করতাম!
ব্লগার হিসেবে আমি আপনার থেকে ২ মাসের বড় হয়েও একটা সেন্চুরিও করতে পারলাম নাহ
আপনাকে অভিনন্দন- বেশি বেশি লিখুন, সুন্দর ও সত্যের তরে লিখুন-
জাযাকাল্লাহু খাইর!
৫০০ বিশাল সংখ্যা, এই পর্যন্ত যাওয়াটাও অনেক বড় ব্যাপার। এই সংখ্যা দ্বিগুন -তিনগুন হয়ে ছাড়িয়ে যাক অভিনন্দন রইলো
ছাইচাঁপা রতন আপনি! অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা!
মন্তব্য করতে লগইন করুন