এই মেঘ, এই রৌদ্রছায়া

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ মে, ২০১৫, ০৪:৪২:৩৭ রাত



আজ ছিল ছুটি। সকালে চিড়া দৈ খেলাম। এটা মোটামুটি প্রতিদিনকার নাস্তা। দুপুরে নানান ফল খেলাম। এরপর ভাবলাম ফার্মহাউসের রাস্তা ধরে ড্রাইভ করলে মন্দ হয়না। চলতে শুরু করলাম লেবানন হয়ে সুইট হোমস। সুইট হোমসে এক দোকান থেকে ৪ প্যাকেট এমন্ড কিনলাম,এটা আমার প্রিয়,তবে সয়া সস ফ্লেভারড হতে হবে। চলতে থাকলাম উদ্দেশ্যহীন। সুন্দর ফার্ম হাউসের রাস্তা ধরে চলতে দারুন লাগল। কখনও সবুজ ঘাসের ক্ষেত,কখনও ফুলের বাগান,কখনও ওয়ালনাট,হ্যাজল নাটের বাগান,কখনও সুন্দর ছোট্ট নদী,কথনও ফাকা মাঠ পড়তে লাগল। সবুজ ঘাসের উপর চরে বেড়াতে দেখলাম পুটির মায়ের ভেড়া,গুরুর পাল। বিরাট নাদুস নুদুস চেহারা তাদের। মাঝে মাঝে পড়তে লাগল সরিষা ক্ষেত,একেবারে হলুদ রঙে শোভিত হয়েছে। তারই বুক চিরে চলে গেছে আকাবাকা সুন্দর রাস্তা। অসাধারণ !

আজ তাপমাত্রা ৬৪ফারেনহাউট ,আকাশে কখনও সূর্য,কখনও মেঘ । তাপমাত্রা বেশ দারুন। মনের সুখে ড্রাইভ করতে থাকলাম আর দুচোখ ভরে সুন্দর প্রকৃতি দর্শন করতে থাকলাম। একদিকে নানান রঙে শোভিত ভ্যালী,আরেক দিকে সবুজ পাহাড়...আল্লাহর সৃষ্টি সত্যিই অসাধারন। .....

বি:দ্র: এখন ডাল রান্না করছি,মাছ ভিজিয়েছি, রাতে ওটাকে সাইজ করব।

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318402
০৬ মে ২০১৫ সকাল ০৭:০৬
রাইয়ান লিখেছেন : ইশ , ছবিটা যে কি সুন্দর !!!
০৬ মে ২০১৫ সকাল ০৯:২৪
259648
দ্য স্লেভ লিখেছেন : এটা খুব সাধারণ একটি দৃশ্য। আমি যা দেখেছি তা অতিরিক্ত সুপার। আমার স্টেটটা একেবারে সবুজ এবং ছবির মত সুন্দর। Happy Happy Happy
318441
০৬ মে ২০১৫ দুপুর ০২:০৫
আফরা লিখেছেন : এত সুন্দর পরিবেশে গান গান নাই খাদক হুজুর ।
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
259728
দ্য স্লেভ লিখেছেন : আমি গান গাওয়া হুজুর না,আর সবার জন্যে গান গাইনা। আমার গান শুধু পুটির মায়ের জন্যেHappy
০৮ মে ২০১৫ সকাল ০৭:৩১
259998
এবেলা ওবেলা লিখেছেন : আপনার পুটির মাকে এই গানটি শুনাতে পারেন নিজ কন্ঠে-- কাজে দিব কইলাম----- Give Up Give Up Give Up

318464
০৬ মে ২০১৫ দুপুর ০৩:৩৬
আবু জান্নাত লিখেছেন : সূখে থাকুন। ধন্যবাদ।
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
259729
দ্য স্লেভ লিখেছেন : আপনিও সুখে থাকুন,জান্নাতে থাকুন Happy
318482
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

চমৎকার বর্ননা পড়লাম, মনে হলো নিজের চোখে দেখলাম!

আল্লাহর সৃষ্টি সত্যিই অসাধারন । এবং তিনি কোন কিছুই অনর্থক সৃষ্টি করেননি!

জাযাকাল্লাহু খাইর!
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
259730
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। সত্যিই আল্লাহর সৃষ্টির তুলনা নেই। দেখে মন ভরেনা। জান্নাত তাহলে কত সুন্দর !
318492
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : আচ্ছা ভাল করে সাইজ করেন৷ সকালে কথা হবে৷
০৬ মে ২০১৫ রাত ০৮:০৮
259733
দ্য স্লেভ লিখেছেন : চাচা ভাই রাতে খেলাম ধুমধাম। আলু আল টমেটোর সাথে ঝোল ঝোল ভুনা করেছিলাম।
318508
০৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওই দেশে ষড়িষা চাষ হয়!!!
আজকাল কি নিরামিষাশি হচ্ছেন?
০৬ মে ২০১৫ রাত ০৮:১০
259734
দ্য স্লেভ লিখেছেন : না, মাংস খাওয়া কমিয়েছি,মাছ বেশী খাচ্ছি। আমেরিকার লোক প্রচুর পরিমানে শরিষা বাটা খায়,বা অঅমরা কল্পনাও করিনা। এরা খাবারে এটা যোগ করে। স্টোরে বোতলজাত শরিয়া পেস্ট পাওয়া যায়। এখানে এটা অনেক উৎপাদিত হয়
318699
০৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাইয়া, আপনি একা একা খাবেন? নাকি আমিও আসবো?
০৮ মে ২০১৫ দুপুর ০১:১৩
260024
দ্য স্লেভ লিখেছেন : ভাগাভাগি করে খেলেই ভালো Happy
318753
০৭ মে ২০১৫ রাত ০৯:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমাকে একটু দেয়া যাবে.........
০৮ মে ২০১৫ দুপুর ০১:১৩
260025
দ্য স্লেভ লিখেছেন : দাওয়াত করলাম আপনাকে
318993
০৯ মে ২০১৫ সকাল ১০:৪৭
বৃত্তের বাইরে লিখেছেন : খুব সুন্দর ছবি, বর্ণনাও ভালো লাগলো।এসময় আমাদের এদিকটায় সবুজ মাঠগুলো সব হলুদ রংয়ের ঘাস ফুলে ছেয়ে থাকে। ঘাসফুলও যে এত সুন্দর হয় তা না দেখলে বলে বুঝানো সম্ভব নয় । ধন্যবাদ আপনাকে
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
260919
দ্য স্লেভ লিখেছেন : এখানেও হলুদ ঘাসফুল দেখেছি কিন্তু এখন জানলাম ওটা ঘাসফুল। আমার পুটির মাকে ঘাসফুল ছিড়ে উপহার দেব,সাথে সরিষা ফুল। Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File