এই মেঘ, এই রৌদ্রছায়া
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৬ মে, ২০১৫, ০৪:৪২:৩৭ রাত
আজ ছিল ছুটি। সকালে চিড়া দৈ খেলাম। এটা মোটামুটি প্রতিদিনকার নাস্তা। দুপুরে নানান ফল খেলাম। এরপর ভাবলাম ফার্মহাউসের রাস্তা ধরে ড্রাইভ করলে মন্দ হয়না। চলতে শুরু করলাম লেবানন হয়ে সুইট হোমস। সুইট হোমসে এক দোকান থেকে ৪ প্যাকেট এমন্ড কিনলাম,এটা আমার প্রিয়,তবে সয়া সস ফ্লেভারড হতে হবে। চলতে থাকলাম উদ্দেশ্যহীন। সুন্দর ফার্ম হাউসের রাস্তা ধরে চলতে দারুন লাগল। কখনও সবুজ ঘাসের ক্ষেত,কখনও ফুলের বাগান,কখনও ওয়ালনাট,হ্যাজল নাটের বাগান,কখনও সুন্দর ছোট্ট নদী,কথনও ফাকা মাঠ পড়তে লাগল। সবুজ ঘাসের উপর চরে বেড়াতে দেখলাম পুটির মায়ের ভেড়া,গুরুর পাল। বিরাট নাদুস নুদুস চেহারা তাদের। মাঝে মাঝে পড়তে লাগল সরিষা ক্ষেত,একেবারে হলুদ রঙে শোভিত হয়েছে। তারই বুক চিরে চলে গেছে আকাবাকা সুন্দর রাস্তা। অসাধারণ !
আজ তাপমাত্রা ৬৪ফারেনহাউট ,আকাশে কখনও সূর্য,কখনও মেঘ । তাপমাত্রা বেশ দারুন। মনের সুখে ড্রাইভ করতে থাকলাম আর দুচোখ ভরে সুন্দর প্রকৃতি দর্শন করতে থাকলাম। একদিকে নানান রঙে শোভিত ভ্যালী,আরেক দিকে সবুজ পাহাড়...আল্লাহর সৃষ্টি সত্যিই অসাধারন। .....
বি:দ্র: এখন ডাল রান্না করছি,মাছ ভিজিয়েছি, রাতে ওটাকে সাইজ করব।
বিষয়: বিবিধ
১৪৮৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার বর্ননা পড়লাম, মনে হলো নিজের চোখে দেখলাম!
আল্লাহর সৃষ্টি সত্যিই অসাধারন । এবং তিনি কোন কিছুই অনর্থক সৃষ্টি করেননি!
জাযাকাল্লাহু খাইর!
আজকাল কি নিরামিষাশি হচ্ছেন?
মন্তব্য করতে লগইন করুন