দিনটি কাটলো দারুন !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ এপ্রিল, ২০১৫, ০৭:০১:৩৭ সকাল



সকালে চিড়া-দৈ,তারপর ঘুম,তারপর স্যামন মাছের বার্গার,নানান রকম ফল ও সব্জীর জুস খেলাম এরপর দৌড়,তারপর নানান ফল ও সব্জী ব্লেন্ড করে শরীরের খনিজের ঘাটতি মেটালাম। এরপর সাইকেল নিয়ে রাস্তায় ঘুরলাম। এক পার্কের পাশ দিয়ে যাবার সময় এক মহিলা কলিগকে(উচ্চতা মাত্র ৬.৬') তার স্বামীর সাথে বসে থাকতে দেখলাম। দুজনই আমার সাথে কাজ করেন। খানিক কথা হল। উনি হাত দিয়ে ইশারা করে দেখালেন উনার স্বামী থাকেন ওই দিকে,আর উনি থাকেন এই দিকে। ধাধায় পড়ে গেলাম....তাহলে এতদিন স্বামী বলে যাকে চিনতাম সে কে ? বুঝলাম এরা পরিবর্তনে বিশ্বাসী। যে সন্তানটি খেলা করছে সেটা মায়ের মত দেখতে,সম্ভবত পেটেরটা এই ভদ্রলোকের। যাইহোক এসব গবেষনা না করে নদীর ধারে চললাম। আজ বেশ কয়েকজন এসেছে এদিকটাতে। নদীর ধারের অনেকদূরব্যপী সুন্দর রাস্তা তৈরী করা হয়েছে যেটা হাটার ও বাইক চালানোর জন্যে। সেদিকে গেলাম। রাস্তার কিছুদূর পরপর বিশাল কাঠের ব্রিজ বানানো হয়েছে তা ধরে নদীর খানিকটা ভেতরে গিয়ে দাড়াবার জন্যে ও সুন্দর দৃশ্য অবলোকনে। সেদিকে বাইক নিয়ে নদী ও সুন্দর প্রকৃতি দর্শন করতে থাকলাম। এবার একেবারে নদীর কিনারে গেলাম। এদিকে রয়েছে বালু আর নূড়ী পাথর। অনেকে এখান থেকে সুদৃশ্য পাথর সংগ্রহ করে। পাশে আছে সুন্দর ঝোপঝাড়। আমি হাটতে থাকলাম নদীর পাশ ধরে। বালুহাস,রাজহাস,সাধারণ হাস এদিকে বিচরণ করে। পাশ দিয়ে হেটে গেলেও এদের ভাবান্তর হয়না,কারন কেউ এদিকে হাড়ি,পাতিল মশলাপাতি নিয়ে আসেনা......বিশাল অংকের জরিমানা না হলে হয়ত অনেকেই প্রলুব্ধ হত।

নদীতে পানি কমছে,আগামী মাসে হয়ত আরও কমবে। সে সময় প্রচুর লোক সমাগম হয় এদিকে। অনেকে দল বেধে আসে। নদীতে নানান রকমের স্পিডবোট চালায়,নৌকা চালায়। সেসব বোট ও নৌকা বিভিন্ন স্টোরে ইতিমধ্যেই বেচা কেনা শুরু হয়েছে। ফেরার পথে নদীর ধারে আরেক পুরুষ কলিগকে দেখলাম নদীতে ঢিল ছুড়ে আনন্দ প্রকাশ করছে। সাথে তার ছেলে বন্ধু !! কিছু বুঝলেন ? এরা হল হযরত লূত(আHappyএর বিপথগামী উম্মতের অবশিষ্টাংশ। কিছুক্ষন কথা হল,তারপর দ্রুত চলে আসলাম।

ফেরার পথে লাইব্রেরীতে গেলাম। এটাই প্রথমবার গমন। এত সুন্দর একটা লাইব্রেরী আমার বাসা থেকে মাত্র দেড় মাইল দূরে আর আমি কখনই সেখানে প্রবেশ করিনি...হায় পরিতাপ ! এখানে ছোট,বড় সকলের জন্যে হাজার হাজার বই,ভিডিও রয়েছে। অসাধারন ডিজাইনের ২ তলা বিল্ডিং এবং অন্তত ২০হাজার ব:ফুট হবে প্রতি ফ্লোর। বিভিন্ন স্থানে রয়েছে চমৎকার ও আরামের সোফা,সেখানে বসে অনেকে বই পড়ছে দেখলাম। ফ্রি কম্পিউটার রয়েছে অন্তত ৫০টি। লোকজন তেমন একটা এদিকে আসেনা। এখানে বই পড়তে,কম্পিউটার ব্যবহার করতে বা বই,ভিডিও নিতে কোনো পয়সা লাগে না। যে কেউ এসে পড়তে পারে। এখানে ঢুকলে বই পড়তে ইচ্ছে জাগবেই......কিন্তু আমি চলে আসলাম...ডাল রান্না করে চারটে খেতে হবে......রান্না চলছে...আমি লিখছি....দেখী কতদূর হল...

হুমম আজকের ডাল হয়েছে সুপার। খাওয়ার সময় দুই পিচ্চি দরজা নক করল,বয়স ৭ হবে। বলল-তাদের তৈরী বিশেষ ড্রিংক খাব কিনা ? দাম মাত্র ২৫সেন্ট প্রতি গ্লাস। গলাটা শুকনো ছিল,বললাম ২ গ্লাস নিয়ে এসো,পয়সা দিলাম। খানিক পর দেখলাম দৌড়াতে দৌড়াতে ছোট্ট কাপে করে নিয়ে আসল। এমনিতেই ছিল অর্ধ গ্লাস,আর আনতে আনতে আরও অর্ধেক ফেলে দিল। দেখলাম নীল রঙের এক পানীয়,বুঝলাম বাজারী কোনো ড্রিংক গুলে এনেছে। একটু খেয়েই বুঝলাম এ স্রেফ কেমিকেল....আমি কেমিকেল খাওয়া লোক না....

ডালের মধ্যে টমেটোর পাশাপাশি আমও দিয়েছিলাম। আমের দাম অনেক। ভারতীয় স্টোরে বরফজাত অবস্থায় পাওয়া যায় ৩৫০গ্রামের দাম প্রায় ৫ ডলার পড়ে,তাও আবার খোসা সুদ্ধ। কিছু করার নেই, নেশা বলে কথা। নেশার জন্যে এক চিমটি হেরোইন কিনতে মানুষ অবলীলায় হাজার টাকা ছেড়ে দেয়....আর এ তো আম... !!

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317276
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : ডালটা সুপার হয়েছে৷ জমবে ভাল৷ ভাল থাকেন৷ আপনার কাছাকাছি কানাডার কোন শহর পড়ে বলতে পারবেন? সাইকেল নিয়েই চলে আসেন৷
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:০০
258436
দ্য স্লেভ লিখেছেন : আমার কাছাকাছি নয়, আমার পাশের স্টেট ওয়াশিংটনের পাশে আলবার্টা...Happy ঠিক আছে সাইকেল চালিয়েই হবে.....তবে দোয়া করেন যাতে সাথী কেবল সাইকেল না হয় Happy
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
258472
শেখের পোলা লিখেছেন : দোওয়া করি সাইকেল নয় তবে কোয়ী জীবন সাথী সথ হো৷ আপনি তাহলে ভ্যানকুভারের দিকে৷ প্লেনে সাড়ে তিন ঘন্টা৷ ভাল থাকেন৷
317289
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার আজকের দিন!!!
সকালে পাউরুটি কলা দিয়ে নাস্তা খেয়ে ভোট পরিদর্শনে বের হলাম। সকাল দশটার মধ্যে দেখলাম এলাকার সব ভোট কেন্দ্র দখল হয়ে গেছে!!!
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
258468
সাদিয়া মুকিম লিখেছেন : বহুদিন পাউরুটি কলা খাওয়া হয় না!চিড়া দৈ তো আরো না! Happy
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
258473
দ্য স্লেভ লিখেছেন : আমি নিয়মিত খাই Happy
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
258474
দ্য স্লেভ লিখেছেন : সকালে পাউরুটি না খেয়ে পান্তা খেলে হয়ত কেন্দ্র দখল হতনা..Tongue Tongue Tongue Tongue
317312
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

এতো কষ্ট করে লাইব্রেরী গেলেন আর একটু বই নিয়ে পড়লেন না?

পিচ্চিদের শরবত কিনেছেন জেনে ভালো লাগলো! পিচ্চিরা বেশ ক্রিয়েটিভ মনে হচ্ছে! এই বয়সেই নিজে উপার্জনের বুদ্ধি টা মাথায় চলে এসেছে!

আপনার ভালো কেটেছে জেনে আমরাও আনন্দিত হলাম! আলহামদুলিল্লাহ! Good Luck Angel Praying
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
258471
দ্য স্লেভ লিখেছেন : হুমম আপনি আনন্দিত হলেন শুনে আমিও পুলকিত হলুম। চমৎকার ডাল আলু ভর্তা ঝেলুম একেবারে হাপুস হুপুস..Tongue
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৫
258552
সাদিয়া মুকিম লিখেছেন :
Happy
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২০
258577
সন্ধাতারা লিখেছেন : তোমার ইলিশের মৌ মৌ গন্ধে পুরো ব্লগ পাড়া সুগন্ধিতে ভরে উঠেছে আপু!! Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck Good Luck
২৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২১
258602
সাদিয়া মুকিম লিখেছেন : Happy Love Struck Praying Angel Good Luck
২৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৭
258649
দ্য স্লেভ লিখেছেন : এই ছবি দিয়ে আপনি আমাকে ধ্বংস করলেন...আহ কি চমৎকার চেহারা....ইলশ মাছ কথা বলতে পারলে ওকেই বিয়ে করতাম...
৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:০৮
258664
সাদিয়া মুকিম লিখেছেন : Happy Praying Good Luck
317437
২৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৮
সন্ধাতারা লিখেছেন : আপনার কথা কই ছোট ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। এখানে দেখি ইলিশের মৌ মৌ গন্ধ খাবারের আয়োজন, সেইসাথে স্বাস্থ্যকর বিনোদন। খুব ভালো লাগলো আমার স্বাস্থ্য সচেতন দ্বীনি ভাইটির জন্য।
আপনার জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। বোনের জন্য দোয়া রাখবেন বেশী বেশী করে আবেদন রইলো।
২৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৫
258656
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম নিরামিষ বোন। ইলিশ মাছটা আপনার জন্য দিলাম। আমি আছি বেশ মোজে। নিজেই নিজের রাজ্যের রাজা। আপনার জন্যে দোয়ার দরজা খুলে দিলাম। আপনার স্বাস্থ্য কেমন আছে ?
317481
২৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : পাঁচ মিশালি ভালো লাগলো। Happy
২৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৬
258657
দ্য স্লেভ লিখেছেন : আপনার ভালো লেগেছে শুনে ভাল লাগল Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File