আজকের স্বপ্ন

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ এপ্রিল, ২০১৫, ০৭:৫৬:৩২ সন্ধ্যা

আজ ৯ই এপ্রিল। একটু আগে ঘুম ভেঙ্গে গেল এবং ফজরের নামাজ আদায় করে লিখছি।

আমি স্বপ্ন দেখলাম আমি ঘুমিয়ে আছি আর একটি দুষ্ট জীন পাশ থেকে আমাকে ধরে রেখেছে। আমি খুব দ্রুত তার প্রচন্ড শক্ত এবং একটু মোটা হাতদুটো ধরে ফেললাম এবং দুটো সূরা তিলাওয়াত করলাম, আর সঙ্গে সঙ্গে সে আমার বশ্যতা স্বীকার করল। আমি হাত ধরেই রাখলাম এবং প্রশ্ন করলাম-আর কখনও এরকম করবি ? সে বলল- না। আমার মনে হল সে মিথ্যা বলছে। তারপর বললাম-তোর নাম কি ? সে একটা নাম বলল। আমার মনে হল সে নিশ্চিত মিথ্যা বলছে। আবারও বললাম, এই আমার সাথে মিথ্যা বলবি না,ভাল করে বল তোর নাম কি ? সে আরেক নাম বলল। আমার মনে হল এরা ব্যপক মিথ্যাবাদী।

এরপর জিন আমাকে কোথাও নিয়ে যেতে চাইল,আমি রাজি হলাম। এসময় আমার সাথে একজন ছোটভাই ও ছিল। জীন আমাকে তার পিঠে নিল আর আমার পেছনে ছিল সেই ছোটভাই। আমি তার গলা জড়িয়ে পিঠে বসে ছিলাম,আমার শরীরের কোনো ভার অনুভূত হলনা। মনে হচ্ছিলো আমার শরীরের ওজন শুন্য। আমি জিনের মুখ দেখিনি এমনকি তাকেও দেখা যাচ্ছিলো না,শুধু অনুভব করছিলাম তাকে ধরে রেখেছি।

সে হাটছিল, হঠাৎ দেখলাম রাস্তায় পানি জমেছে । ভাবলাম আমি পিঠ থেকে নেমে যাই আর তারপর হেটে পার হই। সে আমাদের দুজনকে পিঠে নিয়ে হয়তা চলতে পারবে না। কিন্তু সে ছোট্ট একটা লাফে পানির অংশটুকু পার হয়ে গেল। আমি অবাক হলাম তার শক্তিতে। তাকে জিজ্ঞেস করলাম যদি বাঘ সিংহ পড়ে রাস্তায় তুমি ভয় পাবে ? সে বলল-ওসব বাঘ সিংহ আমার ভয়েই অস্থির থাকে,ওসবে ভয় পাওয়ার কোনো কারন নেই।

দেখলাম একটি উচু গেট,আমি দরজা খুলে বের হবার কথা বললাম কিন্তু সে এক লাফের উচু গেটের উপর দিয়ে ওপাশে গিয়ে পড়ল। আমরা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে চলললাম। চলতে চলতে দেখলাম বিশাল বড় একটি বিল্ডিং এটি আইফেল টাওয়ারের চাইতে উচু হবে। আমি ভাবলাম এটা কি পার হওয়া সম্ভব ! কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে অতি দ্রুতগতির লিফটের মত উপরে উঠতে লাগল,অথবা আমার মনে হতে থাকল সে দাড়িয়ে আছে কিন্তু তার দেহ উপরের দিকে বাড়তেই আছে। কয়েক মুহুর্তেই সে আমাকে এবং আমার পেছনে ছোটভাইকে নিয়ে বিল্ডিং পার হল এবং আমরা একটি ব্যস্ত শহরে চলে আসলাম। আমরা অনেক উপর দিয়ে উড়ছিলাম,এরপর একটি একতলা বিল্ডিং এর ছাদে এসে নামলাম। আমার পেছনে সর্বদা ছোটভাই থাকলেও আমার সাথে তার স্পর্শ লাগেনি অথচ সেও একইভাবে আমার সাথে উড়ছিল। বিষয়টা বুঝতে পারলাম না,একইসাথে কিভাবে একই নিয়মে দুজনকে এভাবে নেওয়া সম্ভব !

একতলা যে ছাদের উপর এসে দাড়ালাম সেটা ছিল একটি ব্যস্ত এলাকা। সামনে ছিল রাস্তা,বামে ছিল ৩ রাস্তার সংযোগস্থল। রাস্তায় গাড়ি চলছিল। হঠাৎ দেখলাম রাস্তার অপর প্রান্তের বিল্ডিংএ আগুন লেগেছে। দুজন মানুষ ভেতরে আগুনে পুড়তে থাকা একটি লোককে বাইরে নিয়ে আসল। লেঅকটা নিথর পড়ে ছিল উপুড় হয়ে। হঠাৎ দেখলাম লোকটার বুকের নীচে জ্বলন্ত কাঠ এবং সে পুড়ছে,লোকটা ছটফট করতে লাগল। আমি তা দেখে পাশে থাকা ছোটভাইকে বললাম-দ্যাখ এই আগুনই এই লোকটা সহ্য করতে পারছে না, তাহলে জাহান্নাম কত ভয়াবহ ! যে লোকগুলো এই লোকটাকে ভেতর থেকে টেনে এনেছিল তাদের একজন এই লোকটাকে আগুনের হাত থেকে বাচাতে না পেরে বসে বসে মাথা চাপড়ে কাদতে লাগল।

রাস্তার এক পাশে কিছুটা বৃষ্টির পানি জমে ছিল। কিছু লোক পাত্রে ভরে পানি এনে এই লোকটার গায়ে ঢেলে দিল তাতে সে আরাম বোধ করল। আমি তখন লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বললাম, আপনারা লোকটাকে ওই পানির মধ্যে নিয়ে ছেড়ে দেন,সে সুস্থ্য হবে। ওদিকে যে লোকটা বাঁচাতে না পেরে কাদছিল সে আশাবাদী হয়ে উঠে দাড়ালো এবং এই লোকটাকে সাহায্য করল। লোকটা হামাগুড়ি দিয়ে পানির উপর গিয়ে পড়ল এবং শরীরের আগুন নিভে গেল।

লোকটা তখন তার শার্ট খুলে ফেলল এবং আমি দেখলাম তার শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই একেবারে নিঁখুত শরীর। আর সঙ্গে সঙ্গে ওই লোকটা তার সম্পদের খবর নিতে থাকল। মানুষের সাথে এমনভাবে কথা বলতে শুরু করল,যেন একটু আগে সে আগুনেই পুড়েনি। আমি তার আচরনে অবাক হলাম। ভাবলাম মানুষ এরকমই...

এরপর ঘুম ভেঙ্গে গেল, আমি আউযুবিল্লাহ হিমিনিাশ শয়তান হিররাজিম পড়ে পার্শ্ব পরিবর্তন করলাম এবং স্বপ্নে বিষয়টা ভাবতে থাকলাম। এর পূর্বে দেখেছিলাম-আমি একটি ইসলামিক সেমিনাকে বক্তব্য রাখছি। স্বপ্নের কিছু বিষয় আমি ভুলে গেছি। ......অন্য আরেকটি স্বপ্নের অংশ ছিল এমন যে, সেই ইসলামিক সেমিনারে আমি আমার প্যান্টের পকেটে হাত ঢুকালাম, এটা ছিল এমন প্যান্ট যেটা দীর্ঘদিন পরিনি। পকেটে অনাকাঙ্খিতভাবে ১৫০ টাকা পেলাম। খুব ভাল লাগল, মনে হল এটা দিয়ে নিজেসহ অন্যকে কিছু কিনে খাওয়ানো যাবে। আবারও পকেটে হাত দিয়ে দেখলাম ১৫০ নয়, বরং ৩০০ টাকা রয়েছে পকেটে.....কিছু লোককে বললাম আমার সাথে রেস্টুরেন্টে যেতে....

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314133
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

স্বপ্ন হলেও খুব শিক্ষনীয় বিষয় ছিল! মানুষের সারাদিনের করা চিন্তা চেতনার অনেকটাই স্বপ্নে দেখে থাকে। জাহান্নামের আগুনকে ভয় পান এজন্যই স্বপ্নেও এই চিন্তা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ!

আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বোনের জন্য দোআর আবেদন রইলো!
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৪
255172
দ্য স্লেভ লিখেছেন : সত্য বলেছেন। আমার মাথার মধ্যে আল্লাহর বিষয়গুলো ঘোরে। আর আমি আল্লাহর শাস্তি থেকে পানাহ চাই। আপনাকে আল্লাহ যেন সহজ হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করেন
314140
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৩
আবু জান্নাত লিখেছেন : দারুন স্বপ্ন, বিনে পয়সায় আকাশ ভ্রমণ, ভাগ্য ভালো যে শহরের ময়লায় নিয়ে ফেলা হয়নি Rolling on the Floor Rolling on the Floor
আপনার মত খাদককেও তো ৩০০ টাকা হবে না, অন্যদের কি খাওয়াবেন। ধন্যবাদ।
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৫
255173
দ্য স্লেভ লিখেছেন : ৩০০ টাকায় হবেনা তা মনে ছিলনা...হেহেহেহে কথা সত্যRolling on the Floor Rolling on the Floor
314151
১০ এপ্রিল ২০১৫ রাত ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভয়ংকর কিন্তু শিক্ষনিয় সপ্ন।
রেষ্টুরেন্ট এ আমাদের দাওয়াত কবে?
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
255174
দ্য স্লেভ লিখেছেন : রেস্টুরেন্ট খোলা আছে, দাওয়াত সব সময় HappyRolling on the Floor Rolling on the Floor
314178
১১ এপ্রিল ২০১৫ রাত ০১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ লেখটি অন্তর ছুয়ে গেল ধন্যবাদ।
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
255286
দ্য স্লেভ লিখেছেন : হুমম অন্তর ছুয়ে তাইলে চলে গেছে,,,থেকে যায়নি..Rolling on the Floor
314190
১১ এপ্রিল ২০১৫ রাত ০২:১৭
শেখের পোলা লিখেছেন : ঘুমটা ভেঙ্গে গিয়ে খাওয়াটা ফসকে গেল৷ পরের বারে হবে৷ কেমন৷
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
255287
দ্য স্লেভ লিখেছেন : এই এক জ্বালা মোক্ষম সময়ে শুধু ঘুম ভাঙ্গে...Rolling on the Floor Rolling on the Floor
314255
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩০
প্রেসিডেন্ট লিখেছেন : ৩০০ টাকায় আপনার নিজেরও তো ঠিকমত খাওয়া হবে না, অন্যদের কি খাওয়াবেন।
তবে সিঙ্গারা, সমুচা, চা খাওয়ানো যেতে পারে এই টাকায় বেশ কিছু লোককে। Angel
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
255288
দ্য স্লেভ লিখেছেন : তবে চলুন আমার সাথে, চা সিংগাড়া খাই Happy
314285
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
আফরা লিখেছেন : মানুষ যে স্বপ্ন এমন করে বর্ণনা করতে পারে জানাই ছিল না আসলেই আপনি একটা - - - - -।
১১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
255289
দ্য স্লেভ লিখেছেন : আমি কি Smug Smug ?
314320
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:৩০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। মানুষের অবচেতন মন যা কল্পনা করে এবং ভাবে সেটাই অনেকসময় স্বপ্ন হয়ে আসে।

আপনার স্বপ্নের চমৎকার সাবলীল বর্ণনা মনে করিয়ে দেয় আপনার সুন্দর ভাবনার কথা সর্বোপরি আল্লাহ্‌ পাকের কথা।
হৃদয়ছোঁয়া শিক্ষণীয় লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৮
255666
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনাকে সুন্দর রাখুন,শান্তিময় হোক আপনার জীবন সকল কালে,সকল সময় । আপনার জন্যে এক বাটি মসুরের ডাল আর আলুভর্তার শুভেচ্ছাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File