সালাম আজাদী ভাই !! শুনতে পাচ্ছেন ? আমি আপনাকে ভালবাসি !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৬ মার্চ, ২০১৫, ০৫:২৮:০২ সকাল



আজ সকালে লম্বা দৌড় দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া তেমন সুবিধার না হওয়াতে শুয়ে থাকলাম। ব্লগে অনেক সময় কাটালাম,বিভিন্ন স্কলারদের লেকচার শুনলাম অনলাইনে তারপর ভাবলাম কিছু একটা লিখি কিন্তু কি লিখব সেটা নিয়েও সিদ্ধান্ত নিতে পারলাম না। দুপুরে পিস.টিভি দেখলাম আর দেখি সালাম আজাদী ভাই কথা বলছেন।

ইনার কথা এত মিস্টি যে,কারো কাছে তার কথা পৌছালে তিনি এই লোকটির কথা ফেলতে পারবে বলে মনে হয়না। অত্যন্ত আবেদনময়ীভাবে তিনি কথা বলেন। বিষয়বস্তু খুবই সাধারণ কিন্তু তার উপস্থাপনটা দারুন। উনার কথা শুনে মনে হচ্ছিল,আমি পেছনের সেই সময়ে ফিরে গিয়ে ঘটনা বাস্তবে দেখছি।

তিনি হিজাবের ব্যাপারে বলছিলেন এবং এই ব্যাপারে সাহাবাদের ডেডিকেশন তুলে ধরলেন। তার যে বিষয়টা আমাকে হিট করল তা তুলে ধরছি।

আমাদের ভেতর ইসলামের বিভিন্ন ক্ষেত্রে হীনমন্যতা কাজ করে। এটা না বোঝার কারনে হতে পারে আবার বুঝেও লোক লজ্জার কারনে হতে পারে। সে কি ভাববে? এটা মাথায় আসার পর এমনটা হতে পারে। আর এ কারনে আমরা অন্যকে ইসলামের ব্যাপারে বলতে লজ্জা পাই। দেখা যায় স্ত্রী,বোন,আপনজন বা আত্মীয়দের অনেকে বেপর্দা চলছে কিন্তু অত্যন্ত মনোরমভাবে তাদেরকে হিজাবের কথা বলিনা। অথচ যখন পর্দার আয়াত নাযিল হল তখন পুরুষরা তাদের নারীদেরকে নির্দেশ দিলেন এবং তারা তা সঙ্গে সঙ্গে মেনে নিলেন। তারা চিন্তা করার সময়ও নেননি,কারন এই আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে।

আবার যখন আয়াত নাযিল হল-নারীরা তাদের মাথার কাপড় এমনভাবে রাখবে যাতে তাদের বুক ঢেকে যায়। এটা নারী সাহাবীরা শোনার সাথে সাতে সেই কাপড়টা চিরে এমনভাবে পরলেন যাতে সমস্ত বুকের অংশ ঢেকে যায়। এটাই ডেডিকেশন। এ কারনেই তারা সাহাবা। তারা কোনো আদেশ শোনা মাত্রই ঝাপিয়ে পড়ে আমল করতেন। আর এজন্যেই তারা কল্যানের উপর আছেন আর আল্লাহ তাদেরকে সর্বাধিক সম্মানিত করেছেন।

আজাদী ভাই দুটো উদাহরণ আনলেন যা আমার মাথায় গেথে গেছে। মূত লজ্জা ঈমানের অংশ এবং রসূল(সাঃ)বলেছেন তোমার যদি লজ্জা না থাকে তবে যা খুশী তা করতে পারো।-বুখারী

পর্দা মূলত লজ্জারই অংশ। আর লজ্জা শালিনতা আল্লাহর পছন্দ। এ কারনে একজন মুসলিম মহিলা শুধু বাধ্য হয়েই নয়,বরং তার লজ্জার কারনেও পর্দা করে। আর সবকিছু সে আল্লাহর উদ্দেশ্যেই করে। এই লজ্জার দুটো উদাহরণ তিনি দিলেন।

১. হযরত আয়েশার(রাঃ)কাছে হযরত ওমর আবেদন করেছিলেন আবু বকর,রসুল(সাঃ)এর কবরের কাছে যেন তাকে দাফন করা হয়। আয়েশা(রাঃ)বললেন-ঠিক আছে আমি রাজি,যদিও স্থানটি আমার জন্যেই মনে মনে ঠিক করে রেখেছিলাম। এর কিছুকাল পর ওমর(রাঃ)মৃত্যুবরন করেন। আর তাকে সেখানে দাফন করা হয়। মা আয়েশা(রাঃ)বলেন এরপর যখনই আমি কবরগুলোর কাছে যেতাম,আমি পর্দা করতাম। যদিও তারা জিবিত নন,তারপরও ওমর সেখানে শায়িত থাকার কারনে আমার লজ্জাবোধ প্রবল হত,মনে হত তিনি বোধহয় দেখতে পাচ্ছেন...

আমি খেয়াল করলাম মা আয়েশার পয়েন্ট অব ভিউ কত মারাত্মক পর্দার ব্যাপারে। সুবহানআল্লাহ !

২. রসূল(সাঃ)এর কন্যা ফাতিমা(রাঃ) জান্নাতের নারীদের সর্দার। তিনি একজন মহিলা সাহাবীকে বলেছিলেন আমার জন্যে একটি খাটিয়া বানাতে চাই। সেটি এমন খাটিয়া যার দুপাশে উচু রেলিং থাকবে তার উপর আমাকের শোয়ানোর পর উপরে খেজুর পাতা দিয়ে ঢেকে দিতে হবে। যাতে মরার পরও আমার অবয়ব মানুষ স্পষ্ট বুঝতে না পারে। আর আমাকে গোসল এবং দাফন করাতে হবে রাতে্। উনার মৃত্যুর পর তার ওসিয়ৎ মোতাবেকই কাজগুলো করা হয়।

যদিও মৃত্যুর পর মানুষ আর তার দেহের ব্যাপারে দায়ী হয়না,তারপরও তারা এতটাই লাজুক ছিলেন যে তাদের মৃত্যুর পরের কথাও ভেবেছেন। মূলত এই লজ্জাবোধটিই পর্দা। আর অন্যের সামনে নিজের শারিরীক প্রকাশ না ঘটানোটা হল আল্লাহর নির্দেশ,যার মাধ্যমে তার অন্তরের সেই লজ্জাশীলতা রক্ষিত হয়। এই বিষয়টিই সালাম আজাদী ভাই দারুন করে তুলে ধরলেন আর তার সুমিষ্ট কথায় পাশে থাকা গ্রীন টি খেতে থাকলাম। তার কথা আমার গ্রীন টির উপরও যেন প্রভাব বিস্তার করল এবং সেটার স্বাদও সুমিষ্ট হয়ে উঠল।

জাজাকাল্লাহ ভাই জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান প্রদান করুক ! আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন ! আল্লাহ আপনাকে সর্বোত্তম স্থানে থাকা রসুল(সাঃ)এর কাছাকাছি থাকার ববস্থা করুন ! আপনি যেন হন সেইসব মানুষদের অন্যতম,যারা আল্লাহর পথে থেকে সর্বোচ্চ সফল হয়েছেন।

সমালোচনা: আপনি একটা হাদীস উল্লেখ করেছেন-এক লোক রসূলকে(সাঃ) বলল-আমি আপনাকে ভালবাসি,জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি(সাঃ) বললেন-তুমি এ ব্যাপারে আমাকে সাহায্য করো বেশী বেশী সেজদার মাধ্যমে।

আপনি এরপর কিছু দুর্বল কথা বলেছেন। বলেছেন,আমরা তো আর তেমন হতে পারব না ! এরপর আপনার ভয়েস যেমন হওয়া উচিৎ ছিল তেমন বলিষ্ঠ হয়নি্ (আমার দৃষ্টিতে)। মনে হয়েছে আপনি বলিষ্ঠ আশার স্থলে দূর্বল বা হতাশার অবস্থায় গিয়ে কথা বলছেন। আমার ধানা মতে এসব হাদীসের শিক্ষা হচ্ছে আমরা এমনভাবে আশান্বিত হব যেন আমিও হতে পারি সেই সাহাবীর মত। এটা সম্ভব। আল্লাহর রহমতের উপর আস্থা থাকবে হিমালয়ের চাইতে কঠিন এবং দৃঢ়। বক্তব্যের ওই অংশে আমি আপনার কন্ঠে হিট আশা করছিলাম। ইনশাআল্লাহ আমরাও হতে পারি সেই সাহাবীর মত ....এর উপর আরও বেশী জোর দেওয়া আমার দৃষ্টিতে উচিৎ ছিল বলে মনে হয়েছে।

একটা হাদীসে পড়েছিলাম রসূল(সাঃ)বলেছেন-তুমি তোমার ভাইকে ভালবাসলে তাকে তা জানাও...সহি হাদীস,তবে ভাষাটা হুবহু হয়নি

সালাম আজাদী ভাই, আমি আপনাকে আল্লাহর জন্যেই ভালবাসি,খুব ভালবাসি। অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সমালোচনার জন্যে আন্তরিক দৃ:খিত।

বি:দ্র: সেদিন আমার ছোটবোন আমাকে বলল-ভাইয়া, আমি পর্দা করা শুরু করেছি। আমি জানি এটা শুনে তোর মত এত খুশী আর কেউ হবেনা।....সত্যিই আমি মারাত্মক খুশী হয়েছি।

পিস.টিভিকে ধন্যবাদ। আজাদী ভারে কাছে অনরোধ,আপনি এ ব্যাপারে ভাবুন,কিভাবে বাংলার গৃহবধুদেরকে হিন্দি সিরিয়াল থেকে বাইরে আনা যায়। যারা ঘরে আছে তাদের জন্যে একটা কম্পিলিট প্যাকেজ নিয়ে যদি বলতেন,তারা অনেক উপকৃত হত। এটা অতি জরুরী।

বিষয়: বিবিধ

৩১১২ বার পঠিত, ৫২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311156
২৬ মার্চ ২০১৫ সকাল ০৬:১৪
শেখের পোলা লিখেছেন : আমিও সাথে থাকলাম৷
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:৩৯
252243
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন আমার এই চাচাকেও কবুল করেন। আমার বাপ এক বাপের এক ছেলে। কোনো বোনও নাই,ফলে আমার চাচা,ফুফু কিচ্ছু নাই। আপনি হলেন আমার জান্নাতি চাচা Happy HappyRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দাত নড়ে গেছে শুনেছিলাম,,,সমস্যা নাই ,, জান্নাতে দাতের ডাক্তারদের কোনো কাম নাই...লোহা চাবাবেন লোহা চকলেট হয়ে যাবে,...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
311161
২৬ মার্চ ২০১৫ সকাল ০৯:১৬
আবু জারীর লিখেছেন : জাজাকাল্লাহ ভাই জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান প্রদান করুক ! আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন ! আল্লাহ আপনাকে সর্বোত্তম স্থানে থাকা রসুল(সাঃ)এর কাছাকাছি থাকার ববস্থা করুন ! আপনি যেন হন সেইসব মানুষদের অন্যতম,যারা আল্লাহর পথে থেকে সর্বোচ্চ সফল হয়েছেন।

যারা দীনের কথাগুলো সুন্দর ভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেন তাদেরকে সর্বত্তম পন্থায় আল্লাহর দীনের দাওয়াত দিতে হবে মানুষের মাঝে যাতে আলতু ফালতু বয়ান কারীরা সমাজে বিভ্রান্তি ছড়াতে না পারে।
ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:৪০
252244
দ্য স্লেভ লিখেছেন : অতি উত্তম বলেছেন আপনি। আল্লাহ আপনার উপর রহমত বর্ষন করুক।
311163
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আজাদি স্যার আর আপনি উভয়কেই ধন্যবাদ!!!
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:৪০
252245
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ব্রাদার
311173
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:৩৯
মোতাহারুল ইসলাম লিখেছেন : আল্লাহ আজাদী ভাই এবং আপনাকে এবং সকল মুসলমানকে উত্তম জাজা দান করুন।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:২২
252295
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
311176
২৬ মার্চ ২০১৫ দুপুর ০১:০১
বাকপ্রবাস লিখেছেন : দীর্ঘ লিখা পড়িনা, কারন অপিস আর কাজের সমস্যা হয, মাথায় ঢুকে যায় তাই ঘোরের মধ্যে থাকি, এটা পড়লাম, প্রতিদিন এমন লিখা অন্তত একটা পড়া দরকার, যাতে শয়তান থেকে দুরে থাকা যায়, আর চিন্তাকে শানিত করা যায়, আমলটাও যাতে সুন্দর স্বাভাবিক সুস্থ হয়, ধন্যবাদ ভাইযান
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:২২
252297
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ভাই খুশী হলাম
311187
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:০১
সালাম আজাদী লিখেছেন : ফেইসবুক থেকে খান সাহেবের কাছে জানলাম তিনি এই লেখাটা লিখেছেন। পড়লাম, অশ্রু গড়িয়ে পড়লো দু'চোখ দিয়ে, আয়নায় নিজের মুখ দেখেছি, কিন্তু মনুষ্য আরশীর প্রতিবিম্ব দেখার সুযোগ হওয়ায় নিজকে ধন্য মনে করছি।
জাযাকাল্লাহু খায়রান প্রিয় ভাই, আহাব্বাকাল্লাহু বিমা আহববাতানী ফীহ।
ব্লগের জগতে নিয়ে এসেছিলেন আমার এক ছাত্র, জোর করে একটা নিক 'আবু আফরা' ও ইউজার নেইম ও পাস ওয়ার্ড ও তার তৈরি। এর পরথেকে যাদের সাথে প্রতিটি দিনের উঠা বসা তারা এই ব্লগার সমাজ। আল্লাহ আমাকে যেন তাদের সাথেই রাখেন এবং জান্নাতে যাওয়ার একটা পথ করে দেন।
আমি আমার প্রিয় ভাই এর জন্য দুআ করছি, আপনার প্রশংসা আমাকে উদ্বেলিত করেছে। ভাই, আপনাকে আল্লাহ উম্মাতের জন্য কবুল করুন।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩০
252299
দ্য স্লেভ লিখেছেন : ভাই আমিই আপনাকে ফেসবুকে মেসেজ পাঠিয়েছিলাম রাতে। আপনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না,তাই আপনাকে সার্চ করে পেলাম এবং ভাবলাম আমি আপনাকে ভালবাসি এটা আপনাকে জানানো দরকার। যদিও আমি পুরোপুরি মিথ্যা থেকে মুক্ত নই কিন্তু আমি সত্য বলতে পছন্দ করি। আমি যা বলি অন্তর থেকে বলি। আমি পাপী,গাফেল কিন্তু আল্লাহকে ভয় পাই এবং তাকে ভালবাসি। অনেক বেশী ভালবাসি। আর আল্লাহর জন্যেই আমি আপনাকে ভালবাসি। যা বলেছি অন্তর থেকেই বলেছি। আপনি আমার কাছে অনেক মূল্যবান ভাই। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ যেন আমাদেরকে ধন্য করেন। আমরা যেন সেসব সফলদের সাথে থাকতে পারি,যারা যান্নাতের উত্তরাধীকার পেয়ে ধন্য হয়েছেন। যারা হয়েছেন সর্বাধিক সফল। আল্লাহ শুধু কুন শব্দটি উচ্চারণ করলেই সব হয়ে যাবে। আমাদের আমলের দিকে চেয়ে নয়,আল্লাহ যেন আমাদের অন্তরের ইচ্ছাটার দিকে তাকিয়ে শুধু বলেন- ক্ষমা করে দিলাম, দোয়া কবুল করলাম। কে আছে এমন ,যে আল্লাহর সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত নেয়..!!!
২৭ মার্চ ২০১৫ সকাল ০৭:১৪
252400
গাজী সালাউদ্দিন লিখেছেন : সালাম আজাদী ভাই, আমি আপনাকে একজন ভাল ব্লগার হিসেবেই জানতাম, কিন্তু জানতাম না আপনি অনেক বড় মাপের দায়ী ইলাল্লাহও! যখন চিনেছি আবেগে আপ্লুত হৃদয় আপনার প্রতি শ্রদ্ধাই নিবেদন করেছে।

আমরা অনেক ছোট, জানার জগতে, লিখার জগতে একেবারেই শিশু, আপনাদের মত বিদ্বান লোকদের সাহচর্য খুবই দরকার, আশা করি মাঝে মাঝে এসে সংগ দিয়ে আমাদের ধন্য করে যাবেন।

আল্লাহ্‌ আপনাকে উত্তম হায়াত দারাজ করুন। আমিন।
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৪
252524
আহমদ মুসা লিখেছেন : আমার প্রিয় ব্লগার শ্রদ্ধেয় দ্য স্লেভ ভাইকে অনেক অনেক মোবারকবাদ। আমিও ভেবেছিলাম কোনো একদিন ড. আব্দুস সালাম আজাদী স্যার, ড. আবুল কালাম আজাদ স্যার, ড. মাহমুদুল হাসানদের মতো মহান ব্যক্তিদের সাথে অল্প কিছুদিনের সাহচার্জ পেয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু লিখবো। কিন্তু সেটা ব্যক্তিকেন্দ্রিক পোস্ট হয়ে যাবে, কেউ হয়তো ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে অথবা কারো স্বাক্ষাতে তার নিজের প্রশংসা করার অপ্রয়োজনীয়তার বিষয় মনে করবে বিবেচনায় লেখা হয়নি। তাছাড়া এসব মহান ব্যক্তিদের বিষয়ে লিখতে গেলে যে যোগ্যতার প্রয়োজন সেটা আমার মধ্যে নেই। তাই আপনার লেখাটি পড়ে নিজেও কিছুটা আবেগাপ্লুত হয়ে গেছি। মহান আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দান করুক।
311188
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:২০
তারাচাঁদ লিখেছেন : দ্বীনের জন্য আমি আব্দুস সালাম আজাদী ভাই স্লেভ অব আল্লাহ্‌ -- এ দুজনকেই ভালবাসি ।
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:২২
252266
তারাচাঁদ লিখেছেন : মন্তব্য মুছে দিন দয়া করে
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩২
252300
দ্য স্লেভ লিখেছেন : মন্তব্য মোছার মত কিছু কি ঘটেছে ? একটু যদি বলতেন সুবিধা হত। জাজাকাল্লাহ খায়রান
311189
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:২১
তারাচাঁদ লিখেছেন : দ্বীনের জন্য আমি আব্দুস সালাম আজাদী ভাই এবং স্লেভ অব আল্লাহ্‌ -- এ দুজনকে ভালবাসি ।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩২
252301
দ্য স্লেভ লিখেছেন : আমিও আপনাকে ভালবাসি ভাই
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৬
252525
আহমদ মুসা লিখেছেন : আমিও আপনাদের সবাইকে ভালবাসি।
311191
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৫
আফরা লিখেছেন : আমি উনার মুখ থেকে কথা গুলো শুনি নি কিন্তু লেখাটা পড়েই চোখে পানি এসে পড়ল । লেখাটা খুব ভাল হয়েছে ।

আল্লাহ আপনাদের দুজনকেই উত্তম প্রতিদান দান করুন ।আমীন ।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৩
252302
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনাকে অতি উত্তম পুরষ্কার প্রদান করুন। দুনিয়া এবং আখিরাতের মহা কল্যান দান করুন
১০
311194
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৯
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, অনেক ধন্যবাদ ভাই।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৪
252303
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ,জাজাকাল্লাহ খায়রান
১১
311204
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:১৮
যুথী লিখেছেন : ব্যক্তি কেন্দ্রিক পোস্ট দেয়া শুরু হলো দেখি। এটা একটা খারাপ ট্রেন্ড হয়ে যেতে পারে। ব্লগার দের সমান ভাবে ট্রিট করা উচিৎ। আমাদের লেখাও কি খারাপ? দ্যা স্লেভ ভাইয়া, এক চক্ষু হরিণ হইয়েন না....
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৭
252304
দ্য স্লেভ লিখেছেন : এটা ঠিক যে সকলের লেখার মান কখনই সমান হবেনা। ভালবাসার তারতম্যও থাকতে পারে। কিন্তু আমি একজনকে পছন্দ করি,সেটা জনসম্মুখে প্রকাশ করেছি মাত্র। সকল ব্লগারকে আমি পছন্দ করি,তাদের প্রতি দোয়া রইলো,ভালবাসা রইলো। আপনাদের লেখা ভাল। আল্লাহ আমাদের উপর রহমত করুন
২৭ মার্চ ২০১৫ রাত ০৮:৩৮
252442
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিতো জনপ্রিয়তার শীর্ষে, অন্যদের নিয়ে পোস্ট করলে কি আর না করলে কি! কাল আপনার পোস্টে দেখলাম ৫০০০এর বেশি পাঠক! কিভাবে আমার বুঝে আসে না! সব সময় দেখি ব্লগার এবং ভিজিটর মিলিয়ে অনলাইনে লোক থাকে ২০০ তিন শত, তাহলে ৫হাজার ১০হাজার পঠিত হয়য় কেমন করে???? বুঝিয়ে বললে জানতে পারতাম।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪২
252452
দ্য স্লেভ লিখেছেন : এই ব্লগে রেজিস্টার্ড সদস্যই ব্লগার। কিন্তু এটা ছাড়াও অনেক লোক এই ব্লগ পড়ে থাকে। তাদের পড়ার কারনেই সংখ্যাটা বেশী। ব্লগারের সংখ্যা কম
১২
311214
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪২
স্বপন২ লিখেছেন : মনের অজান্তে দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এভাবে ইসলামী আন্দোলনের নেতা
তৈরী হবে।
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৭
252305
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান হে ভাই
১৩
311218
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৬
নূর আল আমিন লিখেছেন : আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলাম
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৮
252306
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১৪
311220
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আবু জারীর লিখেছেন : জাজাকাল্লাহ ভাই জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান প্রদান করুক ! আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন ! আল্লাহ আপনাকে সর্বোত্তম স্থানে থাকা রসুল(সাঃ)এর কাছাকাছি থাকার ববস্থা করুন ! আপনি যেন হন সেইসব মানুষদের অন্যতম,যারা আল্লাহর পথে থেকে সর্বোচ্চ সফল হয়েছেন।

যারা দীনের কথাগুলো সুন্দর ভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেন তাদেরকে সর্বত্তম পন্থায় আল্লাহর দীনের দাওয়াত দিতে হবে মানুষের মাঝে যাতে আলতু ফালতু বয়ান কারীরা সমাজে বিভ্রান্তি ছড়াতে না পারে।
ধন্যবাদ। সহমত
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৩৯
252308
দ্য স্লেভ লিখেছেন : আপনার জন্যে অনেক দোয়া রইলো। জাজাকাল্লাহ খায়রান
১৫
311231
২৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! খুব ভালো লাগলো অনুভূতি এবং শিক্ষামূলক পোস্টটি! শুকরিয়া!

আমি সেদিন ব্লগে একটা কমেন্ট পড়ে খুব হাসছিলাম, আমার পতিজ্বী পাশে শুয়ে বই পড়ছিলেন! হাসির কারন জানতে চাইলেন , আমি বললাম! উনি শুধু বললেন- ব্লগে লিখা ও মন্তব্য করার ব্যাপারে তোমার কলমকে হিজাব পড়াও! আমি চিন্তিত আছি এ বিষয়টা নিয়ে এখন! দোআ করবেন! জাযাকাল্লাহু খাইর!
২৬ মার্চ ২০১৫ রাত ০৮:৪১
252312
দ্য স্লেভ লিখেছেন : আমার জানামতে আপনি যা কিছু করেছেন তা ভাল করেছেন। কিন্তু আমরা দোষে গুনেই মানুষ,আল্লাহ যেন ক্ষমা করেন। আপনার জন্যে অন্তর থেকে দোয়া করছি।
১৬
311256
২৬ মার্চ ২০১৫ রাত ১১:১২
ছালসাবিল লিখেছেন : আমিও ওনাকে (সালাম আজাদী ভাইকে) এবং আপনাকে অনেননননক ভালোবাসি আল্লাহর জন্য।
Love Struck Day Dreaming
২৭ মার্চ ২০১৫ রাত ১২:১৫
252355
দ্য স্লেভ লিখেছেন : আপনাকে আল্লাহ কবুল করুন। আপনার নেক দোয়া সমূহ কবুল করুন !
১৭
311306
২৭ মার্চ ২০১৫ সকাল ০৭:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন :
সেদিন আমার ছোটবোন আমাকে বলল-ভাইয়া, আমি পর্দা করা শুরু করেছি। আমি জানি এটা শুনে তোর মত এত খুশী আর কেউ হবেনা।....সত্যিই আমি মারাত্মক খুশী হয়েছি।


আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ তাকে এই পথে অটল অবিচল থাকার তাওফীক দান করুন। সত্যি আমাদের বোনেরা যদি বুঝতে পারতো, তাদের পর্দা করায় আমরা কি পরিমাণ সুখি হই, তাহলে পর্দা করায় ঝাপিয়ে পড়ত! আমার ৫বোনের মধ্যে ছোট বোনটাই যথাযথভাবে পর্দা করে, তাঁর স্বামীও পর্দা করা পছন্দ করেন এবং সে অনুযায়ী নার্সারিং করেন, অন্যেরাও মানুসিকতার দিক থেকে ভাল, আমি চেষ্টা করছি, তাদের মাঝে পর্দার বিষয়টি ব্যপকভাবে অনুশীলন করার জন্যো, আমার জন্য দোয়া করবেন।

আজাদী ভাইয়ের লেকচার আমি শুনিনি, শুনেছি, পড়েছি আপনার অসম্ভব ভাললাগায় ভরা উপস্থাপনা, সত্যি দারুণ বলেছেন সালাম আজাদী ভাই, আল্লাহ্‌ উনার কণ্ঠে বরকত দিন।

আল্লাহ্‌র রাসূল যথার্থই বলেছেন, লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছে করতে পারো, তাই দেখা যায় বোরকা পড়েও প্রকাশ্যে নোংরামী করে বেড়াতে। লজ্জা না বলেই বোরখা পড়েও বোরকার উদ্দেশ্য হাসিল করতে পারে নি! কিছু বিপথগামী বোরকা পরিহিতা ছাড়া, যথাযথভাবে পর্দা পালনকারী মা বোনেরা কখনই পাপ কাজে পা বাড়াতে পারে না, লজ্জাই তাদের আটকে দেয়।

আপনাকে অনেক ধন্যবাদ, সালাম আজাদী ভাইয়ের কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য, পাশাপাশি নিজের বক্তব্য তুলে ধরার জন্যও।
২৭ মার্চ ২০১৫ রাত ০৮:১৪
252440
দ্য স্লেভ লিখেছেন : আপনার হৃদয় নিংড়ানো ভালবাসাময় মন্তব্যে প্রিত হলাম। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন সবসময়,সকল কালে
১৮
311466
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৮
আহমদ মুসা লিখেছেন : দুই হাজার দুই সালের কোনো একদিনের ঘটনা। ড. আব্দুস সালাম আজাদী স্যার আমাকে তার লিখিত একটি পান্ডুলিপি টাইপ করতে দিয়েছিলেন। লেখার বিষয় ছিল রাহমাতুল্লিল আলামীন, সারওয়ারে কায়েনাত বিশ্বনবী (সা) এর বাল্যকালের সীরাত কেন্দ্রীক একটি ছোট নাঠিকা। ছোট্ট একটি লেখা, মাত্র ৩/৪ পৃষ্ঠা হবে সম্ভবত। লেখাটি টাইপ করতে গিয়ে বার বার আমার চোখ দিয়ে পানি আসতেছিল। জানি না কোন জাদুকরির মন্ত্রে তিনি লেখাটি লিখেছিলেন। হয়তো ঈমানী বিশ্বাস জনিত কারণেই এমন হ্রদয়গ্রাহী লেখার আকর্ষণে সেদিন আমার চোখে পানি এসেছিল। আমি শুধু টাইপই করেছিলাম। অথচ আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। খুবই আবেগ দিয়ে রাসুল (সাঃ) এর বাল্যকালের সীরাত লিখেছিলেন ড. আজাদী স্যার! টাইপ শেষ করে আজাদী স্যার প্রুফ দেখতে দেয়ার সময়েও আমার চোখে পানি চল চল করতেছিল। অনেকদিন লেখাটির একটি কপি আমার সংগ্রহে ছিল। কিন্তু আমার দুর্ভাগ্য যে লেখাটি আমি হারিয়ে ফেলেছি পরবর্তীতে। অনেকদিন হলো এমন কিছু লেখা পড়ে নিজের অজান্তেই চোখের পানি ফেলানোর ইচ্ছা। কিন্তু এ জাতীয় কম লেখারই সন্ধান মেলে। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি।
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
252549
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান আহমেদ মুসা ভাই। ব্লগের মাত্র ৩ জনের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। একজন ওরিয়ন,আরেকজনের নাম মনে নেই,আর আপনি। আপনাকে আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্যে দোয়া করবেন।
২৯ মার্চ ২০১৫ সকাল ০৫:৫৬
252639
সালাম আজাদী লিখেছেন : সেদিন কি জানতাম আহমাদ মূসাদের কাছ থেকে এত বছর দূরে থাকতে হবে? ভাবেনি আমার ছোট ভাই আহমাদ মূসাও যাদুকরি লেখার ছোঁয়ায় আমি আপ্লুত হব।
তবে দ্য স্লেভ ভায়ের এই উদ্যোগে আমি খুব লজ্জিত হয়েছি, এবং বেশ ছোট মনে হয়েছে নিজকে।
আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনাদের কে অনেক মর্তবা দান করুন।
২৯ মার্চ ২০১৫ সকাল ১১:১৭
252656
দ্য স্লেভ লিখেছেন : @ আজাদী ভাই, আমি আপনার ছোট ভাই। অনেক ছোট। কিন্তু আমি যাকে ভালবাসি অন্তর থেকে ভালবাসি। আমি সত্য বলি আলহামদুল্লিাহ। আপনাকে আমি সত্যিই ভালবাসি। আর আপনি নিজেকে ছোট ভাবছেন এটা আপনার উদারতার কারনে। অপনি আপনার মত করে ভাবুন,আর আমি/আমরা আমাদের মত করে ভাবতে থাকি। আর আমরা যেন জান্নাতুল ফিরদাউসে থাকতে পারি। অন্তত অমার যে রসদ পাতি কিছু নেই সে ব্যাপারে আমার সন্দেহ নেই। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর বান্দাদের ভালবাসি আর আল্লাহর ক্ষমা,দয়ার উপর নির্ভর করি,আল্লাহ যদি দয়া করেন,তবে তিনিই তো এ ব্যাপারে একচ্ছত্র অধিপতি। আমি তো সেই মালিকেরই ইবাদত করি।
১৯
311985
৩১ মার্চ ২০১৫ সকাল ১১:৫৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আলহামদুলিল্লাহ, তিনি টুডে ব্লগেরও একজন ব্লগার। আপনাকে অনেক ধন্যবাদ এই মেধাবী স্কলারকে নিয়ে লেখার জন্য। জাযাকাল্লাহ খাইরান।
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:৩২
253029
দ্য স্লেভ লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান।
২০
312309
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:১২
সত্যলিখন লিখেছেন :






০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৩
253439
দ্য স্লেভ লিখেছেন : আপনি অতি উত্তম একজন। আপনার জন্যে আমার ভেতর থেকে শুধু দোয়া আসে। আল্লাহ যেন আপনার সকল সময়ে রহম করেন।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:০০
253728
সত্যলিখন লিখেছেন : আপনি কেন এত হৃদয় কেড়ে নেওয়া মন্তব্য/জবাব লিখেন ? আমার হৃদয়ে থাকে চৈত্রের খা খা করা মাঠ ফাটা রোদ্রের খরতাপ আর একই সময় আপনার মন্তব্য/জবাব পড়ে নয়নে ঝরে বর্ষার অঝরে ঝরা বর্ষন । কারন এ কথা গুলো আমার মত পাপী পাবার যোগ্য নয় । তাও যেন প্রভু আপনার মত নেক্কারের দোয়া কবুল করে নেন ।আর আপনাকে আল্লাহর সর্বউচ্চ মুত্তাকিনদের কাতারে শামিল করে জান্নাতুল ফেরদাউসের অদিবাসী করুন ।আমিন ।
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
253887
দ্য স্লেভ লিখেছেন : আপনার হৃয়ের আকুতি আপনার মালিক বুঝতে পারেন। আর তিনি আপনাকে বলেছেন,তার প্রতি আশা রাখতে এবং অন্তরে ভয়ও রাখতে। আল্লাহ যেন আপনাকে এমন কিছু দান করেন, যা আপনার কল্পনার উর্ধে,যা কিছু শুধু সর্বোচ্চ সফলরাই পেয়ে থাকে। আমরা একে অপরের জন্যে দোয়া করব। হতে পারে এই উদারতার কারনেই আল্লাহ আমাদেরকে উত্তম কিছু দান করবেন
২১
323787
০১ জুন ২০১৫ সকাল ০৬:০৪
অবাক মুসাফীর লিখেছেন : পুরা পোস্ট আর সবগুলা কমেন্ট পড়তে পড়তে আবেগে কাইন্দালছি... ভাই টিস্‌যু দেন...
০২ জুন ২০১৫ রাত ০১:১০
265595
দ্য স্লেভ লিখেছেন : হাহাহা...গামছা নেন...পানি মুছেন...Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File