দে ইট শিট= তারা গু খায়

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২০ মার্চ, ২০১৫, ০৯:২৫:৩৭ সকাল



সেদিন একজন কলিগকে জিজ্ঞেস করলাম-আচ্ছা আমেরিকানদের শরীর স্বাস্থ্য এরকম কেন ? তিনি বললেন-কিরকম ? বললাম-মোট জনগনের ৩৫% ফুল লোডেড ময়দার বস্তার মত,মোট জনতার ৪ ভাগের এক ভাগ টাক,নানান খানদানী রোগ ব্যাধীতে আক্রান্ত। তিনি সঙ্গে সঙ্গে বললেন-দে ইট শিট।

অামি বহুদিন থেকে এদেরকে লক্ষ্য করছি। আমি আর কি খাদক,এদের মিশুরাও আমার থেকে বেশী খায়। কিন্তু ভয়াবহ ব্যাপার হল এটা সম্পুর্ণ প্রাকৃতিক খাবার কমই খায়। বিভিন্নভাবে প্রসেসড খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার,অতিরিক্ত চর্বিযুক্ত খাবারই এদের প্রিয়। সেদিন আমি কিছু বিস্কুট কিনেছিলাম কিন্তু খেতে পারিনি,কারন এর মধ্যে মনে হয় ৮০%ই চিনি।

এরা ব্যপকভাবে মাংস খায়। আর প্রত্যেকটি খাবারের সাথে চিজ যেন থাকতেই হবে। এমনকি যারা শাক সব্জী খায় তাদেরকেও দেখেছি সেটার সাথে চিজ,মেয়নিজ অথবা কিছু একটা আছেই। এদের এই খাদ্যাভ্যাসের কারনে আমার ধারনা আগামী কয়েক দশকে এরা নিজেরাই নিজেদের কাছে পরাস্ত হবে। কাওকে মারা লাগবে না।

আমি আরও যেটা দেখেছি সেটা হল,অনেকের মস্তিষ্ক ভাল বা দ্রুত কাজ করেনা। আমার কলিগদের কয়েকজনকে এরকম দেখেছি। এরা একসাথে কয়েকটি বিষয় মনে রাখতে গেলেই ভুল করে। এরা অনেকেই দ্রুত পরিশ্রান্ত হয়ে পড়ে। বেশীরভাগই আরামপ্রিয়। আর এর একমাত্র কারন রক্তে অতিরিক্ত চিনির উপস্তিতি। আমেরিকানরা আবার গুয়ার ধরনেরও। অনেকে দ্রুত রেগে যায় এবং কারনে অকারনে অশ্লিল গালি দেয়।

যাইহোক খাবার নিয়ে কথা বলছিলাম। আমার ধারনা এদের তৈরী খাবারে স্বাস্থ্যের জন্যে ভাল কিছু নেই। আমি বাইরে সাধারনত খাই না,তারপরও এখন থেকে আরও কমিয়ে আনব বা প্রায় খাবই না। ইদানিং শাক সব্জীর দিকে ঢুকে পড়েছি। এটা আসলেই দারুন জিনিস। ভাত খাওয়ার পরিমান অনেক কমিয়েছি। কিন্তু ভাত না খেলে মনে হয় কিচ্ছু খাইনি। এটা অবশ্য কিছুদিন সহ্য করলে ঠিক হয়ে যায়।

আমার ধারনা কোনো এক বুদ্ধিমান শ্রেণী আমেরিকান জনগনকে কৌশলে শেষ করে দিচ্ছে। তারা এদেরকে খাদক বানিয়েছে,ব্যপক ভোগবাদী বানিয়েছে শুধু পয়সা কামানোর জন্যে। আর জনতা চোখ বন্ধ করে ধ্বংসের দিকে যাচ্ছে। আমেরিকান জনতা গু খেয়ে শেষ হতে যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৫৯৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309993
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : পড়ে নিয়েছি। কিন্তু বিস্তারিত কমেন্ট করতে পারছিনা খুব ঘুম পাচ্ছে...
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:৪০
251010
দ্য স্লেভ লিখেছেন : আপাতত ঘুমান,পরে উঠে না হয় কমেন্ট করবেন,ধন্যবাদ
309994
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:৫২
প্রেসিডেন্ট লিখেছেন : হুম, সেই বুদ্ধিমান শ্রেণীটি ইসরাঈল।
২০ মার্চ ২০১৫ রাত ০৮:০৪
251090
দ্য স্লেভ লিখেছেন : সেটা না হয় অঅমরা নাই বা বরলাম...Tongue Tongue
310005
২০ মার্চ ২০১৫ সকাল ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক কথাই বলেছেন। প্রসেসড ফুড তাদেরকে মানসিকভাবে ব্যাস্ত রাখে একই সাথে ফুড কোম্পানিগুলির লাভ ও বৃদ্ধি করে। আমাদের দেশেও এখন অনেক বিশেষজ্ঞ(!) সৃষ্টি হয়েছে যারা দেশি সিঙ্গারা কে বারগার এর চেয়ে খারাপ প্রমানের ব্যাস্ত।
২০ মার্চ ২০১৫ রাত ০৮:০৫
251091
দ্য স্লেভ লিখেছেন : আমাদের দেশের রাস্তার সিংগাড়া এদের দামী খাবারের চাইতে বেশী স্বাস্থ্যকর।
310009
২০ মার্চ ২০১৫ সকাল ১১:১৩
সজল আহমেদ লিখেছেন : হাহাহাহাহাহাহাহা।আমার একটা ধারনা ছিল যে আমেরিকানরা মনে হয় পৃথিবীর কম খাদকদের একটি দল ,কিন্তু যখন Discoveryএর Food factory made ,History চ্যানেলের খাদ্য গবেষনা দেখলাম তখন আমার ধারনা পাল্টে গেল।আমার মনে হয় এরা ২৪ঘন্টায় ৭-৮বার খায় এর মধ্যে মিস্টিযুক্ত খাবারই বেশি।তারপর যখন আপনার লেখা পড়লাম তখনই ধারনা পোক্ত হল এরা খাইতে খাইতে বাকা হয়ে যায় ।গু বাদ দিলাম এদের খাওয়ার তালিকা থেকে পশুর রক্ত ও বাদ যায়না ।আসলেই ঠিক এরা খাইতে খাইতে এমন অবস্থা হবে যে নিজেদের নিজেরা পরাস্ত্র করবে হাহাহাহা
২০ মার্চ ২০১৫ রাত ০৮:০৬
251092
দ্য স্লেভ লিখেছেন : একবোরে সঠিক। এরা ব্যপক খায়। এবং এদের মারাত্মক স্বাস্থ্য সমস্যা আছে
310029
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৫
বাকপ্রবাস লিখেছেন : শিট খা গু খা
খাইতে খাইতে মইরা যা
তুই মরলে ইসরাইল ধরুম
নাট বল্ট কব্জা

তারপর পৃথিবী শুদ্ধ হবে
দুই একটা ভাদা থাকবে
ওদের দিয়ে লাকড়ি বানামু
চুলা জালাতে লাগবে
২০ মার্চ ২০১৫ রাত ০৮:০৭
251093
দ্য স্লেভ লিখেছেন : কিয়া বাত কিয়া বাত....হাহাহাহা দারুন লিখলেন...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310033
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:২৩
আফরা লিখেছেন : খাবার তাইলে সবাই বেশি খায় শুধু নাম পড়ে বাংলাদেশীদের । ইউরোপীয়ানরাও অনেক খাবার খায় আর বাটারযুক্ত খাবারই বেশী কিন্তু এরা তো মোটা না । এ্যারাবিয়ানরা সব চেয়ে বেশি খায় ।
২০ মার্চ ২০১৫ রাত ০৮:১২
251096
দ্য স্লেভ লিখেছেন : ইউরোপের অনেক দেশ স্বাস্থ্য সচেতন। মূলত আমেরিকাতে বিশ্বের বহু দেশের বহু রকম লোক এসেছে । আর এখানে বেশীরভাগ মানুষ উচ্চ শিক্ষিত নয়। বেশীরভাগ মানুষ সচেতন নয় এবং তাদের জানাশোনা কম। ফলে তারা জানেনা কোন খাবারগুলো ভাল। তাই দেখা যায় খাদ্যগুন কম জেনেও তারা ওটাই খাচ্ছে। অথবা ওটাকেই বেশী ভাল মনে করে। আর জিহবায় যেটা ভাল লাগে সেটাই এরা খায়।

এ্যারাবিয়ানরা বেশী খায় কিন্তু তারা স্বাস্থ্যসম্মত খাবার খায়। তারা ব্যপক ফল মূল খায়। ইউরোপে ব্রেড,বাটার,দুগ্ধজাত খাবার অনেক দেশে বেশী খায়।এর মধ্যে কেউ কেউ শুধু লতাপাতা খায়
310036
২০ মার্চ ২০১৫ দুপুর ০১:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শিরোনামটা গন্ধময়।
২০ মার্চ ২০১৫ রাত ০৮:১৩
251097
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক,কিন্তু ওটাই তারা খায়Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310040
২০ মার্চ ২০১৫ দুপুর ০২:০০
আবু জান্নাত লিখেছেন : আমার মনে হয় সারা বিশ্বে স্বল্প খাবার খেয়ে বেচে আছে একমাত্র আরবরা। আমরা মাঝে মধ্যে যে প্লেটগুলো নেটে দেখি, তা হল মাসে একবার বা বিয়ের অনুষ্ঠানে, বড় এক প্লেট একগ্রুপে শেষ করে না। অন্তত ৪/৫ গ্রুপে একই প্লেটে একই খাবার খায় (ঝুটা হলেও)। এর পরেও অর্ধেকের বেশি ডাষ্টবিনে যায়।
আমার দেখা থেকে বলছি, বেশির ভাগ আরব সকালে একগ্লাস জুস বা দু'একটি খেজুর খেয়েই শুকরান। দুপুরে বেশিরভাগ খুবুজ (লেবাননী রুটি) খেয়ে দিনপার করে, রাতে সামান্য চাউল সঙ্গে লবন পিয়াজ আর হলুদ দিয়ে সিদ্ধ করা সব্জির ঝোল।
অতি অল্প সংখ্যক আরব যারা কে এফ সির খাবার খায়,
আপনি কিন্তু আমেরিকানদের খারাব খাবেন না, শুকরের চার্বি থাকার সম্ভাবনা।
২০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৫
251078
সজল আহমেদ লিখেছেন : আবু জান্নাত@এইটা নিয়া একটা সিরিজ লিখলে ভাল হইতো ।লিখলে আওয়াজ দিয়েন ।
২০ মার্চ ২০১৫ রাত ০৮:১৬
251098
দ্য স্লেভ লিখেছেন : আমি বাইরের খাবার বলতে এক ভারতীয় রেস্টুরেন্টের খাবার খেতাম। সেটাও মাসে ২বার বা ১ বার। আর অন্য এক স্থানের হালাল খাবার। আমি নিজে রান্না করেই খাই। আর আমার খাবার স্বাস্থ্যসম্মত। আপনি খাবার নিয়ে লিখতে পারেন
310041
২০ মার্চ ২০১৫ দুপুর ০২:০১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ মার্চ ২০১৫ রাত ০৮:১৬
251099
দ্য স্লেভ লিখেছেন : ধন্যবাদ
১০
310057
২০ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "ভাত না খেলে মনে হয় কিচ্ছু খাইনি।" হা! হা! এটা বাঙ্গালি জাতির কমন বৈশিষ্ট। তারা বাইরে থেকে পেট ভরে হাবিজাবি খেয়ে ঘরে ফেরার পরেও মনে হবে "কিছুই খাওয়া হলোনা" কারণ ভাত যে মিস গেছে।
২০ মার্চ ২০১৫ রাত ০৮:১৮
251100
দ্য স্লেভ লিখেছেন : একবারে সত্য কথা। তবে আমি সর্বোচ্চ ২ বেলা ভাত খেতাম,এখন ১ বেলা ভাত খাই। আর মাঝে মাঝে ২ দিনে ১বার ভাত খাই। আমি গমের আটা কিনেছিলাম কিন্তু অলসতার কারনে রুটি বানানো হয়না। তবে ভাত খেতে ভাল লাগে। রাতে ডালভাত,ডিম খেলাম
১১
310075
২০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : ভাত ছাড়া কিছুতেই বাংগালীর তৃপ্তি হয়না, আমারও না৷ ওরা গাদা গাদা চীজ খায়, কেক পেষ্ট্রি খায়, আর আমরা চায়ে দু চামচ চিনি দিলে অবাক হয়৷ ওরা শাক সব্জি কম আর মাছ মাংশ বেশী খায়৷ আর সবই ফ্যাটারিংয়ের মাংশ৷ তাই নিজেরাও ফেটি হয়৷ ওদের থেকে সাবধান৷
২০ মার্চ ২০১৫ রাত ০৮:২১
251101
দ্য স্লেভ লিখেছেন : ভাবছি রেড মিট একেবারে ছেড়ে দেব,,,তবে মাঝে মধ্যে। কারন এরা হরমোনাল মাংস তৈরী করে। এদের এক শ্রেনীর ডাক্তার আছে তারা এদের স্বপক্ষে রিপোর্ট তৈরী করে খাদ্যের গুনগান গায়। সব্জী একটু দামী কিন্তু এটা খেতেই হবে। তবে কথা সত্য ভাত ছাড়া তৃপ্তী পাওয়া যায় না
১২
310712
২৪ মার্চ ২০১৫ রাত ১২:০৫
মনসুর আহামেদ লিখেছেন : অর্গানিক ফুড/শাক জব্জি খেতে পারেন। যে গুলো ইহূদীরা খায়। যদিও এগুলো দাম বেশী।

২৪ মার্চ ২০১৫ রাত ০৪:৪৭
251756
দ্য স্লেভ লিখেছেন : এগুলোর দাম বেশী তাই অন্যগুলোই কিনি। তবে মাঝে মধ্যে অর্গানিক খাই...আপনাকে অনেক ধন্যবাদHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File