কর্মক্ষেত্রে আমাকে সম্মানিত করা হল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৩ মার্চ, ২০১৫, ০২:২৫:১৭ দুপুর
বিষয়টা তেমন কিছু নয়। আমি আমার সহকর্মীদের সাথে সর্বদা সুআচরণ করি। কাজে কর্মে সুদক্ষতার নিদর্শন রেখেছি। অন্যের ভুলকে এমনভাবে ডিল করি যাতে সে কষ্ট না পায়। অন্যকে উৎসাহিত করি। সর্বদা হাসিখুশী থাকি। সকল ম্যানেজার আমার প্রশংসা করল। আমি উৎসাহিত না হয়ে চুপ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। এরপর আমার ব্যক্তিগত বিভিন্ন মন্তব্য,ভাললাগা,মন্দলাগা,প্রখ্যাত উক্তিসমূহ ইত্যাদী লিখিতভাবে জানতে চাওয়া হল(অবাক করা ব্যাপার হল আমার খাওয়া নিয়ে এক গাদা প্রশ্ন করেছে। বললাম খাওয়া নিয়ে এত কথা কেন ? জবাবে বলল-তুমি যে খেতে পছন্দ কর, সে বিষয়ে আমরা নি:সন্দেহ)। এগুলো তারা স্লাইড শো করবে সকল কর্মকর্তা কর্মচারীদের বিচরণ ক্ষেত্রসমূহে রক্ষিত টিভি স্ক্রিনে।
যখন কেউ বেশী প্রশংসা করে,তখন অহংকার এবং লজ্জা দুটোই চলে আসে। রসূল(সাঃ) কারো সামনে কারো প্রশংসা করতে নিষেধ করেছেন। এতে তাকে ধ্বংস করা হয় বলে তিনি জানিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সামনাসামনি প্রশংসাকারীদের মুখে ধুলামাটি নিক্ষেপ করতেন। কিন্তু আমার স্তর অত উপরে নয় আর এরা নিশ্চয় আমার সাংষ্কৃতির লোকও নয়। ভেতরে অহংকার জেগে ওঠেনা বললে মিথ্যা বলা হবে,কিন্তু আমি পৃথিবী এবং আখিরাতে আল্লাহর কাছ থেকে সম্মান চাই। মাথা উঁচু করে বাঁচতে চাই। আল্লাহ যেন আমাকে কখনই তার পথ থেকে বিচ্যুত না করেন ! আমাকে যেন সঠিক উপলব্ধী দান করেন ! আমাকে যেন সকল সময়ে সফল করেন ! আমাকে যেন ক্ষমা করেন !
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই যেন হয়
( আর আপনার খাওয়া সংক্রান্ত প্রামান্য চিত্রটি দেখার শখ হচ্ছে .....)
আপুর মত আমার ও এই দুয়া রইল আপনার প্রতি ।
আল্লাহতায়লা আপনাকে আরো সন্মান দান করুন এবং এই সন্মান এর যোগ্য রাখুন।
( মেজবান ছাড়াই কিন্তু অনেক বড় দোয়া করে ফেললাম)
মন্তব্য করতে লগইন করুন