= কবিতার নামটা যে কি দেই ! =

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৭:১৬ সকাল

সদা উৎপিড়িতের ওই ক্রন্দন রোল

মাটন রোলের ঝোলে ডোবা দুটি পদ্ম গোখরো

গোবর কান্দি নদীর বাকে আড়মোড়া খেয়ে বলে

ওগো শুনছো মোর মাখন চোর

ধুতরো দিব্যি দিয়ে বলে মানসপটে

পেচা বসে আছে ডালে

তেলাপোকা তব হুনুমান তলে

জগৎ বিহারী হরিলুট সমাজে

আস্টে পিষ্টে সরিসৃপ কেচো খুড়ে সাপ

দৌড়ে পালায় মির জাফরের বাপ

আদা জল আধো খেয়ে

তেতুল বমি করে

উভ্রন্ত উম্মাদ নাচে

যায় কাছে ,মরে বাচে

শঙ্খচিল কাঠবিড়ালি কাঠাল গাছে

উল্লুখে পাঠ্ঠে কচ পরোয়া নেহী

হিতে বিতংসে ময়ুর পঙ্খী রাজ প্রাসাদ

দিবা নিশী নিশাচর জলনয়ন অচল মুদ্রা

হেরী ক্ষ্যান্ত তন্দ্রা চন্দ্রা

নবকলি পারাপার

আছে আরো সমাচার

সথেচ্চাচার অংশ মাঝে বংশ পাড়ে

ডিম্ব খানা অশ্বের

হ্রস্য সরে দুপা তুলে পশ্চাৎ দেশে

বিশাল উল্কি আকে খুরের আঘাতে

কুপোকাত ধরনীতলে

নটবর মান্যবর যবনিকাপাতে

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305435
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দারুন ম্যাসেজ সম্বলিত কবিতা...!অসাধারন।
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৭
247106
দ্য স্লেভ লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised সত্যি নাকি ??
305451
২১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৫
মোতাহারুল ইসলাম লিখেছেন : কবিতার নাম হীরক রাজার দেশে !
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৯
247134
দ্য স্লেভ লিখেছেন : হুমম তাই হবে...কিন্তু এইটা কোনো কবিতা না...Rolling on the Floor Rolling on the Floor
305455
২১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪১
আফরা লিখেছেন : যেই কঠিন কবিতা চার লাইন পড়ার পর দাঁত ব্যাথা শুরু হয়েছে আর পড়তে পারি নাই এর আবার নাম কি !!
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১০
247135
দ্য স্লেভ লিখেছেন : এইটা হল আমার এমন এক কবিতা,যার ফরমেট শুধু আমারই জানা আছে। এমনকি এর অর্থ নিজেও জানিনা। এর সিস্টেম হল মনে যেসব শব্দ যেভাবেই আসুকনা কেন তা ডেলিভারী করা....Rolling on the Floor Rolling on the Floor
305458
২১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মহারানির চুরি করা দেশ!
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:১০
247136
দ্য স্লেভ লিখেছেন : হুমমম তা যা বলেছেন !
305486
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ দ্য স্লেভ ভাইয়া। ভালই মজা পেলাম পড়ে। জাজাকাল্লাহু খাইর।
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩২
247187
দ্য স্লেভ লিখেছেন : সত্যিই রবী দা বেচে থাকলে, নোবেল আমাকে দিয়ে যেত,চুরী হওয়ার আগেই....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
305528
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : পেয়েছি, এই কবিতাটা যদি হাসিনাকে শোনানো যায় তবেই হবে কেল্লা ফতে৷ পালাতে পথ পাবেনা৷
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৬
247262
দ্য স্লেভ লিখেছেন : তবে আর দেরী কেন Rolling on the Floor Rolling on the Floor
305536
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৯
ছালসাবিল লিখেছেন : কবিতার নাম "দ্যা স্লেভ-পোকামাকড়" Big Grin নামটি দরুন তাই না ভাইয়া Love Struck Day Dreaming
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
247263
দ্য স্লেভ লিখেছেন : হুমম তখন লোকজন আমাকেই পোকামাকড় বলা শুরু করবেRolling on the Floor
305762
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : এখানেও সাপখোপ আনতে হলো!! Worried Worried Worried কপাল আমার!! Crying Crying Crying
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২৫
247412
দ্য স্লেভ লিখেছেন : মাটন রোলের সাথে এনেছি,আপনার সাথে না Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor তারপরও আপনার যেহেতু পছন্দ !Tongue Tongue
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৯
247523
সুমাইয়া হাবীবা লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
306501
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পইড়া কিছুই বুইঝবার হারলুম না! মাথায় গ্যাঞ্জাম লাইগ্যা গেছে। তাই শিরোনাম দিতে পারেন- গ্যাঞ্জাম খানের ডায়েরী-
০১ মার্চ ২০১৫ সকাল ১০:৩২
248130
দ্য স্লেভ লিখেছেন : গ্যাঞ্জাম খানের ডায়েরী- এইটাই হল কবিতার নাম। Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File