বিয়ের পূর্বেই ঘুম ভেঙ্গে গেল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:০৯:৩৩ রাত
একটি বিশাল জাহাজ,যা কয়েকটা ফুটবল মাঠের সমান। তাতে করে বিদেশ ভ্রমনে বের হলাম। জাহাজ যখন শ্রীলংকার জলরাশিতে আসল তখন জাহাজের নাবিক এবং যাত্রীদের একাংশের সাথে ব্যপক গন্ডগোল শুরু হল। এক যাত্রী ক্ষিপ্ত হয়ে প্রধান নাবিককে গুলি করে হত্যা করল। এরপর শুরু হল তুমুল মারামারি।
এসময়ে আমি হাটছিলাম এবং আমার পাশে একটি মেয়েকে আবিষ্কার করলাম। তার সাথে পরিচিতিমূলক কথা হচ্ছিল। হঠাৎ মারামারিতে মেয়েটি মোটেও ভয় না পেয়ে সেই গন্ডগোলে প্রবেশ করল। সে মারামারি থামাতে ওখানে গেল। আমি খানিক ভয় পেলাম। আমি সেখানে গেলাম না। বুঝলাম মেয়েটি সৎ সাহসী।
খানিক পর দেখলাম উভয় পক্ষের হাতাহাতির মধ্যে পড়ে মেয়েটি আহত হয়ে পড়ে রয়েছে। অনেকে তার চারিপাশে জড় হল এবং একজন চিৎকার করে বলল-এই মেয়েটির কেউ কি এখানে উপস্থিত আছে ? আমি একটি গ্যালারী ধরনের স্থানে দাড়িয়ে ছিলাম। বললাম-আমি আছি, আমি তার হবু বর। (এই কথা ক্যান যে বললাম তা বুঝলাম না) যতদূর মনে পড়ছে এই কথা শুনে কেউ কেউ হেসে উঠল। আমি মেয়েটির কাছে গেলাম।আর মনে নেই...
এক অজানা ভুমিতে আসলাম। সেখানে মেয়েটির সাথে হাটতে হাটতে তার বাড়িতে উপস্থিত হলাম। দেখলাম একটি ঘরে মেয়েটির পিতা-মাতা বসে আছে,তারা খুশি। ঘরটার গরিবী হাল। চিন্তা করলাম গরিব পরিবারের সাহসী এবং নেক কন্যা। এই মেয়েকে তার গুনের কারনে বিয়ে না করে পারা যায় না। আমি চারিদিকে তাকাতে থাকলাম। এতে তার পিতা-মাতা ভাবল,আমি তাদের গরিবী বিষয়টিতে চিন্তিত। তার মা আমাকে বললেন-জানালা দিয়ে ওপাশে তাকাও,দেখ সারি সারি ঘর বাড়ি এবং উন্নত জমি। ওসব আমাদের। আমি লজ্জিত হলাম,কারন এসব আমার প্রয়োজন নেই। আমার সাথে তাদের মেয়ের বিয়েতে তারা সম্মত হল।
এরপর উক্ত মেয়ের সাথে হাটতে বের হলাম। সে আমাকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিল। হাটার সময় রাস্তার যেপাশে গাড়ি চলে সে পাশে আমি এবং আমার পাশে তাকে রাখলাম,যাতে তাকে গাড়ি ঘোড়ার আঘাত না পেতে হয়। এটি একটি নিরাপত্তামূলক ব্যবস্থা। আমরা উভয়ে খুশী মনে হাটছিলাম। আমি তার মুখ দেখিনি।
এবার ঘটল বিপত্তি। মেয়েটির এক বড় ভাই আছে, তিনি আমাকে তার বাড়িতে ডাকলেন। আমার সাথে ছিল আমার বড় ভাই। তিনি প্রথমে লম্বা একটি লেকচার দিলেন। তারপর আমি আমার সম্পর্কে এবং ভবিষ্যত সম্পর্কে একটি লেকচার দিলেন। কিন্তু তিনি আমার বক্তব্যে ভুল বুঝলেন। পাল্টা প্রশ্ন করতে থাকলেন। আমার ভাই সুসম্পর্ক তৈরী চেষ্টা করতে থাকলেন। কিন্তু লোকটা বেশ কঠিন ধরনের। তার মুখে কোনো হাসির লেসমাত্র দেখা গেলনা। আমি নানান উদাহরন সহকারে বক্তব্য দিতে থাকলাম। এম সময় মনে হল তিনি নিউট্রালে এসেছেন। .....এরপর ঘুম ভেঙ্গে গেল। বিয়েটা আর হলনা।....ঘটনা মাত্র ঘন্টা খানেক আগের। ফলে এটা তাজা খবর
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাক, আজ রাতে বাকীটা দেখে নিবেন।
ওই কৌতুকটা জানেন তো? ছেলে বিয়ে করতে চায়। বাট বাবা মা বুঝতে পারছেনা। তখন এক বুদ্ধি বের করলো। সকালবেলা উঠে ঘরের খাট কাটতে আরম্ভ করলো। আওয়াজ পেয়ে বাবা মা দৌড়ে এলো। বললো- কি হয়েছে! খাট কাটছো কেন!!
-আমি একা মানুষ। অথচ খাটটা কত বড়। শুধু শুধু অপচয়। তাই!
বাবা মা মুখ টিপে হেসে বললেন-না বাবা, তোমার খাট কাটতে হবেনা। দেখি কি করা যায়। বলে চলে গেলেন। বুঝলেন ছেলের বিয়ে দিতে হবে।
আজকেই স্বপ্নের প্যাটেন্ট করিয়ে নিন, নাহলে কালই আওয়ামী লীগ এটাকে তাদের ভান্ডারের স্বপ্ন বলে দাবী করবে।
আল্লাহর শুকরিয়া আদায় করে কিছু মিসকিন(আমি একজন) খা্ওয়াই দেন। বিয়ে করার পর থেকেই আর সপ্ন দেখবেন না।
শুধু দুঃসপ্ন দেখবেন শয়নে,জাগরনে!!!
বিয়ে না করতে পারার জন্য আপনাকে শুভেচ্ছা !!
স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন আশা মানুষ কে সুন্দরভাবে বাঁচতে শিখায়।
চমৎকার লেখা।
হুট করে আপনার কথা মনে হলও। তাই ব্লগে চলে এলাম,
এসে পেলাম আপনার স্টিকি পোষ্ট। খুব আনন্দিত হলাম।
আপনি তো স্বপ্ন দেখেন। আমি দেখি না। পোর্টল্যান্ড থেকে
কত দুরে থাকেন?এবং ভাল রান্না করতে পারেন। আমি মাঝে মাঝে রান্না করি। তবে কেউ খেতে পারবে বলে মনে হয় না।
মন্তব্য করতে লগইন করুন