পুঁজিবাদী গল্প
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ জানুয়ারি, ২০১৫, ০২:২৬:১৯ দুপুর
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট: চাচা,আরে ও চাচা ! ওঠেন ! এত ঘুমান ক্যান ? উঠে পড়েন,,,,
জেলে: আপনি কে হে , ভর দুপুরে ঘুম ভাঙ্গান ?
: জি আমি হলাম এক সংস্থার প্রেসিডেন্ট,আপনার খোজ খবর নিতে আসলাম।
:হুমম, ভাল। তা কি বলবেন বলেন।
:আসলে আমরা মানুষকে লোন টোন দেই আর কি ।
:তাতে আমার বাপের কি ? আর লোন বুঝলাম, টোনটা কি রকম ?
: এইটা হল আসলে...মানে ওই যে থাকেনা ! ব্যবসা আর কি...মানে ব্যাবসার সাথে..
: হুমম সূদ, সোজা করে কথা কন না ক্যান ?
: তা বলছিলাম যে, আপনি কিছু লোন নেন...
: ক্যান ,আমার কি সাপে কামড়াইছে ?
: কি অলক্ষনে কথা বলেন চাচা, সাপে কামড়ালে মানুষ লোন নেয় নাকি ??
: না, তা নেয় না কিন্তু সূদসহ কিস্তি দিতে না পেরে দিপঙ্কর ওঝা যখন তার নিজের সাপের কামুড় খেয়ে আত্মহত্যা করল তখন এ ছাড়া আর কি বলব। যাইহোক আপনার মতলব পরিষ্কার করেন।...
: বলছিলাম আপনি লোন নেন।
:তারপর ?
:এরপর আপনার নিজের একটা নৌকা হবে।
তারপর ?
: তারপর কিস্তি শোধ করে আরও অনেক নৌকা কিনবেন ।
:তারপর ?
:তারপর আপনি অনেক অনেক মাছ ধরে বিক্রী করবেন। আপনি ধনী হয়ে যাবেন।
:তারপর ?
:তারপর আপনার শান্তি আর শান্তি !! ঠাংয়ের উপর ঠ্যাং তুলে আরামে ঘুমাবেন।
================
(কপালের চামড়া কুঞ্চিত করে) জেলে: তা আমি এতক্ষন কি করছিলাম ?
: জি, আপনি ঠাংয়ের উপর ঠ্যাং তুলে আরামে ঘুমাচ্ছিলেন।
জেলে: যে আরাম আমি এখনি ভোগ করছি,এতদূর পেচিয়ে তার গল্প করছেন ক্যান ? পেটে কৃমি আছে নাকি ? ওরে কে কোথায় আছিস একে ধরে গরুর খোয়াড়ে নে........
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই জেলের মত সাধারণ বুদ্ধি-বিবেচনা করার লোকও সমাজ থেকে উঠে গেছে বেনিয়াদের মিথ্যা ফানুসে!
রসাত্মক উপস্হপনায় শিক্ষণীয় উপাদান ছড়িয়ে গেলেন অনেক!
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই!!
আর তাদের দেখাদেখি আমরাও পয়সা কামানর পিছনেই ছুটছি। ভুলে যাচ্ছি আরাম করার সুযোগ আরো আছে।
Thanks.
মন্তব্য করতে লগইন করুন