এইবার হবে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:৫১:৪০ সকাল
দিন কেটে যাচ্ছে। সময় গড়াচ্ছে দ্রুত। সপ্তাহহের হিসেব মিলাতে মিলাতে সামনে এগিয়ে যাচ্ছি। ভাল মন্দের মিশ্রনে জীবন,যাপিত হচ্ছে,হবে। চাওয়া পাওয়া বা চেয়ে না পাওয়া বা চাওয়া না চাওয়ার মধ্য দিয়েই সময় অতিবাহিত হচ্ছে। কারো কাছে ভাল,কারো কাছে ততটা নয়, এরকমই অবস্থা। তবে সব কিছুর উর্ধে উঠে বলতে হয় চলে যাচ্ছে। আর সময় অবশ্যই থেমে থাকেনা। পূর্বের ভুল আর ভবিষ্যতের সংশোধনীর সমন্বয় করতে করতে জীবন একদিন শেষ হবে। এটাই বাস্তবতা। পরপারের চিন্তা মাথায় থাকার পরও আমরা হাশিখুশি জীবন যাপন করে চলি। মাঝে মাঝে থমকে যাই ওপারের চিন্তায়। তারপর আবারও দুনিয়ামুখী হই।
এবাবেই চলে। কখনও মৃত্যু চিন্তায় ফ্যাকাশে হয়ে যাই আবার পরক্ষনেই কোনো এক চিন্তায় উজ্জ্বল হয়ে উঠি। কিন্তু হিসেব করে দেখেছি মৃত্যু,জাহান্নাম এসব বিষয় নিয়ে মন অবচেতনভাবেও চিন্তা করতে অভ্যস্ত ন্ই। অল্পতেই হাফিয়ে ওঠে। স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করেই চিন্তায় ক্ষ্যান্ত হই।
আমি বরাবরই সুখী এবং হাসিখুশী। কর্মস্থলের প্রত্যেকে অবাক হয়ে যে প্রশ্নটি করে তা হল তুমি সর্বদা হাশিখুশী কেন ?
যাইহোক, আজ ছুটি,কালকেও। শুয়ে আছি বিছানায়। শপিং করেছি কিছু। একটু আগে এক বয়েম গ্রিন অলিভ খেয়ে শেষ করলাম। ৩ গ্যালন বা প্রায় ১১ লিটার দুধ কিনলাম ছানা তৈরী করব বলে। ছানা বের করেছি।
একজন ব্লগার জনাবা আফরা পরামর্শ দিয়েছিল ছানা বের করে ফ্রিজে কয়েক ঘন্টা রাখতে। তারপর সুজির সাথে মিশিয়ে গোল বল তৈরী করে রসগোল্লা বানাতে। এটা সহজ। কিন্তু কথা সেটা না। তার এই তরিকা ফলো করে যদি মিস্টি না হয়,তবে তার খবর আছে আর ব্লগে ভাংচুর চালাবো।
তবে ইচ্ছা আছে সন্দেশও বানাবো। ছুটির দিনগুলোতে আমি রান্না বান্না পছন্দ করি। গত কয়েকদিন ধরে আকাশের ডায়রিয়া চলছে। তার জ্বালায় অস্থির। কোথাও যাবার উপায় নেই । শুয়ে বসে নিউজ পড়ছি। একটা নিউজও সুবিধার না। চারিদিকে যেন মড়ক লেগেছে।
গতকাল রাতে আমার ভাগনীর সাথে কথা বললাম। সে চাচ্ছে আমি অস্ট্রেলিয়াতে বসবাস করি। ওই দেশটা আমার বেশ পছন্দের। ভাবছি কি দিয়ে কি করি্ ,পরিকল্পনা বেশ কঠিন বিষয়। সারা জীবন কি ভ্যাগাবন্ড হয়েই থাকব ! বহু রকমের চিন্তা ভাবনা মাথায় আসছে। ....দেখা যাক, আল্লাহ যা লিখেছেন তার বােরে তো কিছুই হবেনা।....আপাতত ছানা দিয়ে কি করব সেই পরিকল্পনাটা করে ফেলি...
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার রেসেপি অনুসরন করে ও যদি ফেল মারেন আপনার খবর আছে -------- ।
কি যে ভাল লাগছে !!! ভাবছি অল্প অল্প করে রসগোল্লা বানিয়ে খাব। আমার ১২ বাজানো লাগলো না। এটাও একটা ভাল সংবাদ।
এইবার বলেন সন্দেশ বানাবো কিভাবে ? ছানা রেডি আছে...
এগুলো আসলে মেয়েদের কাজ তাই চেষ্টা করে সময় আর পয়সার অপচয় না করাই ভাল ।
ক্রিস্টমাস এর খানাদানার দাওয়াত পাননাই কোথাও??
আপাতত ছানা তৈরি করেন। ভ্যাগাবন্ড জিবনের অবসানে নিজের ছানা-পোনা সামলাইতে গিয়া আর খানার কথা মনে থাকবে না।
মন্তব্য করতে লগইন করুন