আবারও একটি ব্যবসায়িক দীবস উপস্থিত

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৪:১৩ সকাল

২৫শে ডিসেম্বর যীশুখ্রিষ্টের জন্ম দিন নয়,এটা সকলে জানে কিন্তু তারপরও এটাকে ঢাকঢোল পিটিয়ে প্রতিষ্ঠিত করতে পারাটাই কেরামতি। এই কেরামতিটা ব্যবসায়ীরাই দেখিয়েছে বলা যায়। এই দিনকে কেন্দ্র করে আমেরিকাতে শুধু ওয়াল মার্টই ২৫ দিনে ২০০কোটি ডলারেরও বেশী পণ্য বিক্রী করে। আরও বড় বড় স্টোর আছে যারা বিশ্বব্যপী ব্যপক পন্য বিক্রী করে থাকে।

এই দীবস উপলক্ষ্যে যা কিছু করা হয় তার একটিও বাইবেল সমর্থিত নয়,আবার এটি একটি ধর্মীয় দীবস।হাস্যকর বটে।

সান্তা ক্লজ নামক এক চরিত্র তৈরী করে দিব্যি ব্যবসা করে যাচ্ছে অথচ এই ক্যারেক্টার বাইবেলের কোথাও নেই।

এই দীবসকে কেন্দ্র করে এতসব পণ্য দেখেছি যার বর্ণনা করলে বেশ লম্বা হবে। এক সান্তাক্লজের হ্যাট,পোষাক,জুতো,লাঠি ইত্যাদী বিক্রী করেই কুল পাচ্ছেনা। আরও াাছে শত শত রকমের ঘর সাজানোর উপকরন। আমেরিকাতে সারা বছর খ্রিষ্টমাস ট্রি উৎপাদন করে কিছু প্রতিষ্ঠান। ওরেগনের বেশ কিছু এলাকা দেখেছি যেখানে এই গাছ উৎপাদন করা হয়। মিলিয়ন মিলিয়ন বিক্রী হয় এসব।

গত কয়েক সপ্তাহ ধরে দেখছি অদিকাংশ বাড়িই নানান রঙের বাতিতে সজ্জিত। গরিব মানুষও ব্যপক পয়সা খরচ করে ঘর সাজাচ্ছে। এ সংক্রান্ত কোম্পানীর পোয়াবারো। ........

কিন্তু কথা হচ্ছে ক্যান্ডী। এই জিনিসটা সকল ক্ষেত্রে গোল আলুর মত। সকল দীবসে এর উপস্তিতি ানিবার্য। আমি আজ ১২ পাউন্ড ক্যান্ডী উপহার পেলাম। এ যে কি মজার জিনিস তা যদি লোকে জানত ! আহ একেক প্যাকেট খুলছি আর মজার ভরে উঠছে মুখ,পেট,অন্তর।

এইসব দীবস উপলক্ষ্যে ছুটি এবং ছুটির পয়সা দুটোই উপভোগ্য। আমার পেউড ভ্যাকেশন াাছে ফলে যে কোনো দীবসে আমার একাউন্টে উক্ত দীবসে কাজ না করেও পয়সা পাই,ইচ্ছা ছুটির কিছু দিনেও পয়সা পাই। ফলে ঘোরাঘুরি,খাওয়া দুটোই বেশ চলে Happy ।আপ-এ আছি। Happy

যাইহোক আপতত ক্যান্ডি খাচ্ছি। লেখা শেষ করলাম। আর একটা খবর। গতকাল নতুন রেসিপি আবিষ্কার করেছি। ভেড়ার মাংসের ভুনার সাথে ছোলার ঘুগনি,সাথে ছোট করে কোটা আলু। একটু ঝোল করে রান্না। খাচ্ছি আটার ব্রেডের সাথে। এইটা ব্যপক মজা।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296657
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দিবস গুলার জন্যই তো কিছু ভালমন্দ খাইতে পান।
তাই লং লিভ দিবস!!!
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
240398
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
296661
২৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
হতভাগা লিখেছেন :
''আহ একেক প্যাকেট খুলছি আর মজার
ভরে উঠছে মুখ,পেট,অন্তর।''


০ পূঁজোর প্রাসাদ এবং খ্রিসমাসের চকলেট খাওয়া কি একজন মুসলমানের পক্ষে সঠিক কাজ?
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
240400
দ্য স্লেভ লিখেছেন : দুটো ভিন্ন জিনিস। এটা প্রসাদের মত নয়। খ্রিষ্টানরা মুর্তিপূজারী নয়। ইহুদী-ক্রিষ্টানের বাড়িতে মুসলিমদের দাওয়াত বৈধ। এমনকি অনেক স্কলার বলেছেন তাদের নারীদের বিয়েতে সমস্যা নেই,তবে এতে উৎসাহিত করা হয়নি। আমার চকলেটটি ছিল সহি Happy
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
240403
হতভাগা লিখেছেন : তাদের গির্জায় কিন্তু যিশু খৃস্ট/ঈসা (আঃ) এর কল্পিত মূর্তি থাকে । তারা উনাকে আল্লাহর পূত্র / স্বয়ং আল্লাহ / তিন খোদার একজন বলে থাকে । ( নাউজুবিল্লাহ)
296694
২৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
আফরা লিখেছেন : ক্যান্ডি কি অফিস থেকে পাইছেন নাকি ? আমাদের এখানে এই দীবস উপলক্ষ্যে অফিস থেকে বিভিন্ন ধরনের গিফ্ট দেয়া হয় তার মাঝে কিছু ক্যান্ডি ও থাকে ।
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৬
240402
দ্য স্লেভ লিখেছেন : জি স্যার। আর কিছু দিয়েছে অন্য লোক। কিছু গিফটও পেয়েছিলাম সেটা অন্যকে দিয়ে দিয়েছি। খারাপ ওয়েদারের কারনে ১০০০ মাইল ভ্রমনের সিদ্ধানত বাতিল করতে হচ্ছে,এটাই দু:খ
296815
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪৪
শেখের পোলা লিখেছেন : একটা ক্যাণ্ডি দিবস করলে কেমন হয়? একাই খাইলেন? আর কতদিন একা খাবেন? রেল মন্ত্রী হতে চান?
২৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
240404
দ্য স্লেভ লিখেছেন : রেল মন্ত্রী হবার খায়েশ নাই মাগার উপাই ও নাই Tongue Tongue হাতের কাছে কিছু নেই যে ঝুলে পড়বTongue Tongue Tongue দড়ির কথা বলছি না...Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File