নাপিতের পয়সা বাঁচাতে পারলাম না
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:১২:০৪ রাত
দু মাইল দূরে এক বারবার শপ আছে,এটাই আমার নিকটস্থ নাপিত। আমি কয়েক স্থানে চুল কাটিয়ে শেষে এই দোকানে থিতু হয়েছি। এখানে একজন দারুন নাপিত আছে,লোকটা ঠিক আমি যেভাবে চাই সেভাবেই চুল কাটতে পারে। কিন্তু ফ্যাকড়া আরেক জায়গায়...
চুল কাটাতে ২০ ডলার লাগে ,আর মাসে দু-বার গেলে ৪০ ডলার খসে যায়। হঠাৎ এক আইডিয়া আসল মাথায়। আইডিয়াটা এমনিতেই আসেনি,বিজ্ঞাপনের কারনে এসেছে। এক সুপারস্টোরে দেখলাম চুল কাটার মেশিন কম দামে বিক্রী হচ্ছে এবং সেখানে লেখা আছে-নিজেই নিজের চুলকে সুন্দর করে ছাটুন। ছবি দেওয়া দেখলাম প্যাকেটের গায়ে। সাথে আছে ১৫টি ছোট যন্ত্রাংশ যার দ্বারা বিভিন্ন সাইজে চুল কাটা যাবে। নাকের ভেতরে কাজ করে এমন যন্ত্রও আছে।
আমার উর্বর মস্তিষ্কর রাডার বিষয়টা ধরে ফেলল। ধরেই ক্ষ্যান্ত হলনা,কিনেও ফেলল। রাতেই বাথরুমে নিজের চুল সিস্টেম মোতাবেক কাটতে থাকলাম। নাপিতের পেটে লাথি। ...মাসের শেষে সেভ করা ৪০ ডলার দিয়ে টুকটাক বেশ কিছু জিনিস কেনা যায়,খারাপ না বিষয়টা...
প্রথমে কলি থেকে শুরু করলাম। দুপাশ বেশ ভালভাবেই কাটলাম। উপরে হাত দিলাম না কারন সাইড কাটলেও চলে। কিন্তু বিপত্তি বাধল কানের পেছন অংশ নিয়ে। বাথরুমে অতিরিক্ত আয়না সেট করেও পেছনটাতে মেশিন চালাতে হিমশিম খেলাম তবে দমে যায়নি।...এবার পেছন দিকে কাটতে হবে। আয়নায় দেখে মেশিন চালালাম।
কানের পেছন অংশ এবং মাথার পেছন অংশ এমন এবড়ো থেবড়ো হল যে মেকআপ করতে রাতের একটি বড় অংশ এবং সকালের একটি অংশ ব্যয় করলাম। লক্ষ্য করলাম মাথার উপরের অংশের চুল বড় রয়েছে আর নীচে একেবারে ০ লেভেল। নাপিত একেবারে ছোট থেকে ধীরে ধীরে বড় রেখে কাটে। একটি শৃঙ্খলার সাথে সেটি ওপরে উঠে যায়। কিন্তু আমার মাথা দেখে লজ্জা করতে লাগল। ভাবলাম এই চুল নিয়ে কাজে যাব কিভাবে ! ...... কোনোভাবেই নিজেকে বুঝ দিতে পারলাম না।...
সিদ্ধান্ত নিলাম নাপিতের কাছেই যেতে হবে, যার যা কাজ ! লজ্জা করতে লাগল,কারন নাপিত নিশ্চয়ই বুঝে যাবে,তার টাকাটা সেভ করতেই এই কাজ করেছি।...নাপিতের কাছে গেলাম। চেয়ারে বসিয়ে নাপিত বলল-তুমি বোধহয় নিজেই নিজের চুল কেটেছো । ....এত সহজে নাপিত বুঝে যাবে ভাবিনি। হুমম বলে চুপ থাকলাম। শেষে নাপিতই সমাধান দিল।
ভাবছি নাপিতের ৪০ ডলার বাচাতে আমাকে ৩৫ ডলারে মেশিন কিনতে হল কিন্তু শেষ রক্ষা হল না। ভাবছি ভেড়ার খামার থাকলে ভেড়ার লোম সেভ করে ব্যবসা করতে পারতাম !! আপাতত এই মেশিনের আর কোনো কাজ দেখছি না....
বিষয়: বিবিধ
২৯৭২ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আচ্ছা ! আপনার চুল তো নাপিত অর্ধেক কাটছে ? তাও কি বিশ ডলার নিয়ে নিলো ?
State BARBER Exam.দিতে হয়। এত ইজি না। থিওরী এবং প্রাটিক্যাল দুটোতে পাশ করতে হয়।
এক্সপেরিমেন্ট করতে থাকেন চুল নিয়ে। ইনশাআল্লাহ শিখে যাবেন। একবার না পারিলে দেখো শতবার বলে একটা কথা আছে না!
মিলিটারি স্টাইলে পাতিল ছাঁট দিতে সমস্যা হতোনা মনে হয়!
করেন। তিন মাসে একবার বারবার সপে গেলেন।
পরের মাসে নিজেই দুকানের পাশের চুল কাটলেন।
প্রতি চার মাসে একবার চুল কাটলেন। কিছুটা ডলার বাচবে।
বাহ! সবাই কত নাপিত এক্সপার্ট
ভাই আপনার মাথার পিছন দিকের একটা ছবি দিলে থিওরিটিক্যাল এবং প্রাক্টিক্যাল দুইটা নলেজই একসাথে পাওয়া যেতো.....।
ভাই, সব কাজ একা একা কর্তে নেইইইইই!
এক্টা বিয়ে করেন.....ভাবী সাহেবা খুউব সুন্দর করে চুল কেটে দিবে। টাকাটা না হয় নাপিতকে না দিয়ে নিজের বউকেই দিলেন!
মন্তব্য করতে লগইন করুন