আজ আমার বিয়ে হল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ ডিসেম্বর, ২০১৪, ১২:৪০:০২ রাত
================
====================
============================
================================
======================================
======================
=============
================
==============================
================
=======================
====================================
======================
==============================
==========
==========
=============
'''''
'''''
পৃথিবীর অন্যতম ধনী লোকের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হল এবং তা সম্পন্ন হল। একটি বিশাল এলাকায় জাকজমকপূর্ণ প্যান্ডেল তৈরী হল চমৎকার ডিজাইনের। বিলিয়ন ডলার করচ হয়েছে অনুষ্ঠানে। এমন জাকজমক পৃথিবীর ইতিহাসে কখনই হয়নি। এমন বিশাল এবং অবাক করা বিয়ের আসর কেউ কখনই দেখেনি। মূল্যবান সামগ্রী দিয়ে তৈরী অতিতীদের বসার স্থান যার প্রত্যেকটি স্থান থেকে আলোর বিচ্ছুরণ ঘটছে।
দেশ বিদেশের সর্বোচ্চ পদের মানুষেরা আমন্ত্রিত হয়েছে। সাধারণ মানুষ ও রয়েছে। কারো থেকে উপহার নেওয়া হচ্ছে না বরং আগত অতিথীদেরকে মহা মূল্যবান উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। একজনকে দেখলাম গোল্ডেন চাদর দেওয়া হল। আরও অনেক সামগ্রী উপহার দেওয়া হল।
আমার আব্বাকে মূল্যবান পোষাক পরা অবস্থায় হাস্যোজ্জল দেখলাম। তিনি সবকিছুর খোজ খবর নিচ্ছেন। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য উৎফুল্য। ব্যপক খাবারের আয়োজন।
দ্বিতীয় পর্বে আমি এবং আমার স্ত্রী তাদের প্রাসাদে গমন করলাম। আমরা প্রথমে চা খাওয়ার জন্যে তাদের বাগানের বিশেষ ঘরে প্রবেশ করলাম। সে পথটি দামী পাথরে মোড়া এবং এর চারপাশ ও ছাদ স্বচ্ছ কাচে আটা। চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। স্ত্রী সামনে আমি পেছনে,হেটে চলেছি। তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। একটি গোলাকার ঘরে প্রবেশ করলাম। সে ঘরটিও পুরোটা কাচের তৈরী। ভেতরে মহা মূল্যবান আসবাব। চায়ের পাত্রগুলো সবুজ রঙের বিশেষ সুন্দর ফুলের নক্সা করা। বাইরে তাকিয়ে দেখলাম একই রঙের ফুল বাগানে শোভা পাচ্ছে। এত চমৎকার ফুল আমি জীবনে দেখিনি। আমার স্ত্রী মার্জিত পোষাক পরেছেন। তার সমস্ত শরীর ঢাকা। কিন্তু আমি তার মুখের দিকে তাকাইনি। তার চেহারা আমি দেখিনি।
এবার আমরা সমুদ্রের কিনারে অবস্থিত একটি বিশাল বাড়ির ছাদে দাড়িয়ে আতসবাজির খেলা উভোগ করলাম। আকাশে বিশেষ প্লেন থেকে আতশবাজি ফোটানো হচ্ছিল। অনেক প্লেন নানানভাবে চক্কর দিল। সে দৃশ্য দেখার মত। এবার নানান নৌযান থেকে আতশবাজি পোড়ানো হল। মনে হচ্ছিল পানিতে আলো ছড়িয়ে পড়েছে। এরপর দেখলাম একটি বিশাল সাইজের বিমান পাশের রানওয়েতে ল্যান্ড করল। সম্ভবত আমাদেরকে নেওয়ার জন্যে। আমার স্ত্রী পাশে ছিল কিন্তু আমি তার মুখের দিকে তাকাইনি। পুরো স্বপ্নে আমি তার মুখের দিকে কেন তাকালাম না সেটাই আমার প্রশ্ন। আর এইখানেই আমার আক্ষেপ !!!
আল্লাহ যেন আমার পৃথিবী এবং আখিরাত উভয় স্থানে কল্যান রাখেন।
বিষয়: বিবিধ
২০৮৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে কল্যান রাখুন। আমীন।
আল্লাহ অাপনার মঙ্গল করুক দোয়া করি।
দিবাস্বপ্নের গল্পটা ভালোই লাগ্লো।
আর আমি আমন্ত্রিত না হলে সেটা আবার অনুষ্ঠান হলো?
বিয়ের অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে এতেই আল্লাহর শুকরিয়া! স্বপ্নটা আরেকটু দীর্ঘায়িত হলে................!!!
(অফ টপিক: আমিতো ভেবেছিলাম বুঝি সত্যিই আপনার বিয়ের ঘটনাই পাঠ করতে যাচ্ছি..)
এমন একটা দুঃসপ্ন আপনার ভাল লাগল!!!
মুখের দিকে তাকালে যে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যেত তাই মনে হয় তাকান নাই। হইতে পারে সাহারা বেগম!!!
আল্লাহ যেন আমার পৃথিবী এবং আখিরাত উভয় স্থানে কল্যান রাখেন। আমীন ।
মন্তব্য করতে লগইন করুন